পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] মহামায়া মায়া উত্তর না দিয়া চিঠির খামখান ছিড়িয়া চিঠি বাহির করিল। পড়িতে পড়িতে তাহার মুখ বিষাদের কালিমায় আচ্ছন্ন হুইয়া গেল। প্রভাস লিথিয়াছে— ‘মায়া, তুমি আগে যেমন ছিলে, আবার তাই হতে পেরেছ, . এই আশা নিয়ে আমি চিঠি লিখছি। দুর্ভাগ্য তোমাকে আর আমাকে কাছাকাছি টেনে এনেছিল, যদি ভগবানের কুপার সে দুর্ভাগ্যের অবসান ঘটে গিয়ে থাকে, তাহলে তোমার জীবনে আমার আর কোনো স্থান নেই। পৃথিবীতে আমার পরমতম সৌভাগাকে একদিন তোমার । কঠিনতম দুঃখের মূল্যে পেতে চেয়েছিলাম, আজ সেই মহাপাপের শাস্তি ভোগ করছি। জীবনের শেষদিন পৰ্য্যন্ত এ শাস্তি আমার চলবে, এই মনে ক’রে আমাকে ক্ষমা কোরো। দেশ, বন্ধু, আত্মীয়স্বজন, সব আমি शफ़शांम, uहे थांब्रकि८खब्र छप्ना । ब्राश्ब्र भङ चब्रক্ষণের জন্তে আমি তোমার কাছে এসেছিলাম। আমি সরে গেলাম। তোমার অদৃষ্ট সকল দিক দিয়ে স্বপ্রসন্ন হোক, এই আশীৰ্ব্বাদ করি । প্রভাস ।" মায় চিঠিখান দেবকুমারের হাতে দিয়া বলিল, পড়ে দেখ ॥৯ - দেবকুমার পড়িল, বলিল, “আমাকে জানচ্যারিটেবল ভেবে না, কিন্তু আমি বলতে বাধ্য ছেলেটি অত্যন্ত নিউরটিক। একটা কমনসেন্স ভিউ নিলে ত পারত ? একেবারে সব ছেড়েছুড়ে পালাবার কি अब्रकांब्र हिल ? भांशषब्र बौबटन रूठ किडू घटः, cगগুলো আধার কল্প তারা ভুলেও যায়।” মায়ী ইহঁতে মুখ ঢাকিয় জার্তকণ্ঠে বলিল, “এমন জিনিষও ঘটে, যা কোনো দিন ভোলা যায় না।” দেবকুমার তাহাকে কাছে টানিয়া জানিয়া বলিল, “পাগলামি করে না, কেন ভুলতে পারবে না, নিশ্চয় পারবে ।” মায়া উত্তর দিল না। একটু পরে দেবকুমারের নিকট .ইইতে সরিয়া গিয়া চেয়ারে বসিয়া পড়িল । cगदङ्कबाब्र घरब्रव्र डिङब्र धिनिषैषांप्नरू *ांबठांब्रि করির বেড়াইল,তাহার পর মায়ার কাছে সরিয়া সির তাহার পিঠের উপর হাত রাখিয়া বলিল, “ম আমা একটা কথা রাখবে ?” মায়া বলিল, “বল কি কথা ? রাখতে চেষ্টা করব ।" - দেবকুমার বলিল, “তোমাকে আমি একেবারে নিজের ব’লে জানতে চাই । আর দেরি আমি সহকরতে পারছি না। এতে তোমারও অনিষ্ট হচ্ছে, ব্রুড করবার বড় - বেশী সময় পাচ্ছ । একবার ধরা দাও, তখন আর দুর্ভাবনা ভাববার এক মিনিট সময়ও আমি তোমায় দেব না ।” মায়ার মুখ আরক্ত, চক্ষু উজ্জল হইয়া উঠিল । দেবকুমার অবনত হইয়া তাহাকে চুম্বন করিল, তাহার झुद्दे श७ गोल८ब्र निप्छन्न हो८७व्र छिज्रन्न फ़ैोनिम्न शहेछ| বলিল, “তোমার বাবাকে বলবো মায়া ?” মায়া কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তাহার পর হাত ছাড়াইয়া লইয়া বলিল, “কাল সকালে আমি এর উত্তর দেব । একটা দিন আমাকে ভাববার সময় দা s " দেবকুমার বলিল, “আচ্ছা, কিন্তু এত কি ভাববার আছে মায়া ?” মায়। অক্ষুটম্বরে जभ८म्रहे थां८क দেবকুমার বিদায় লইয়া চলিয়া গেল। মায়া উপরে চলিয়া গেল, নিজের ঘরে ঢুকিয়া প্রভাসের চিঠিখান আর একবার ভাল করিয়া পড়িল । তাহার পর সাবিত্রীর ছবির দিকে চাহিয়া মূছকণ্ঠে বলিল, "মা, তোমার আশীৰ্ব্বাদ পাইনি, তা প্রথমেই বুঝেছিলাম।” সে নিজীবের মত বিছানায় গুইয়া পড়িল । সেদিন তাহার স্নানাহার কিছুই হইল না। ইন্দু আসিয়া ডাকাডাকি করিল, তাহার বাবা আসিয়া বুঝাইলেন, কিন্তু মায়া উঠিলও না, খাইলও না। সন্ধ্য। झझे८ङ बांगांzन निम्नां बनिघ्न। ब्रट्णि, अ८नक ब्राहङ्क ঘরে আসিয়া শুইল । সকাল হইতেই দেবকুমার আসিয়া উপস্থিত হইল। , সোজা লাইব্রেরীতে ঢুকিয় দেখিল মায় তখনও আসে নাই। তাহার বুকের ভিতরটা কেমন যেন দমিয়া গেল। বলিল, “ভাববার কথা সব