পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড ASAMAMAMAMAAASAASAASAASAASAASAASAASAA পারা গেল না। দাহের পূৰ্ব্বে সাতদিন ধ’রে নানা উৎসব অনুষ্ঠান হয় । তিন চার মাস আগেকার মৃতদেহ শবাধারে ক’রে বহিৰ্ব্বাটতে এনে এক বঁাশের মাচার উপরে সাদা মলমল আর নানা রঙীন কাপড় ঢাকা দিয়ে রাখা হয়েছে। বৃহৎ এক বাশের নাগমুক্ত,--নানা রকম রঙীন কাগজ কাপড় শল্ম চুমকী জগজগা জর দিয়ে সাজানো ; এই নাগমূৰ্ত্তির ভিতরে শবাধার রক্ষিত। শবাধারের সামনে আশে পাশে মৃতের উদ্দেশ্বে অর্পিত দ্রব্যসম্ভার—খাদ্যদ্রব্য বসন আর তৈজসপত্রাদি । শবাধারের কাছে পরিবারস্থ মেয়ের আর অন্য পুরুষ আত্মীয়েরা আর দু চার জন পদণ্ড রয়েছেন । শবাধারের সামনে উঠোনে এক পাশে একটী উচু কাচা বাশের মাচা, সেটাতে উঠে বসে পদগুরা তাদের পূজা পাঠ ক’রেছেন ; আর একটা আটচালা, তাতে অন্য আত্মীয় স্বজন আর অভ্যাগত সকলে বসে আছেন । এই সব আছে একটী মহলে। তার সামনে দেওয়াল দিয়ে তফাৎ ক’রে দেওয়া আর একটী মহল-- সেখানে মস্ত এক আঙিনা, রাজবাটীর ছত্তী হইতে শোভাযাত্রা দর্শন শীঘূক্ত বাকে কর্তৃক গৃহীত ) আর কতকগুলি আটচালা ; যাত্রা-গানের আসর হয় সেই আঙিনায়, আর বিশিষ্ট অভ্যাগতদের বসবার স্থান সেই আটচালায় । এখানে আজকে ততটা ভীড় নেই । এই মহলের মধ্যেই বাড়ীর সদর দরজা বা তোরণদ্বার, যেটা রাস্তার উপরে পড়েছে। এই মহলের একটা কোণে, বাড়ীর সামনের আর বাড়ীর পাশের দুট রাস্ত যেখানে মিলেছে সেখানে, একটা প্রশস্ত pavilion বা ছতরীযুক্ত বৈঠকখানা པ་མ་ཨ་ཕ་ ༣་ལྟས་ས་ས༥༤.,། আছে, সিড়ি বেয়ে সেটতে উঠতে হয়, সেখান থেকে ব’সে ব’সে আমরা রাস্তার নানা শোভা যাত্রা আর সঙ আর জীবন-প্রবাহ দেখি। মৃতদেহ বাড়ীর দরজা দিয়ে বা'র ক’রতে নেই, পাচলের উপর দিয়ে বাশের মাচার মতন এক সিড়ি-পথ করেছে, খুব উচু--- শবশুদ্ধ শবধার এনে সেই মাচা বেয়ে দেয়ালের বহু উৰ্দ্ধে উঠবে, তারপরে দেয়ালের ওপারে রাস্তায় শব-বাহনের জন্য বাশের তৈরী যে বিরাট একটা মানুষের কাধে বহা মঞ্চ তৈরী হয়েছে, যাকে Wadah ‘ওয়াদাঃ’ বলে, তার উপরে রাখা হবে ; তখন সেই ওয়াদাঃ-তে ক’রে দাহস্থানে শব শবাধার সমেত নিয়ে যাওয়া হবে। অর্থাৎ মৃতদেহটাকে বিশেষ i * - ----مب۔ --& - : শব বহনের জল্প বিরাট ওয়াদ :ি' ( ঐযুক্ত বাকে কত্ত্ব ক গৃহীত ) করে তৈরী উচু সিড়িযুক্ত মাচার সাহায্যে পাচল টপকে বাড়ীর বা’র করা হবে । ওয়াদাঃ যেটা এই উপলক্ষ্যে তৈরী হ’য়েছে সেট প্রায় আড়াই তালা উচু হবে ; বিরাট ব্যাপার এটা—নানা রকমের ডাকের