পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వల్సి একটি উচ্চশ্রেণীর ইংরেজী স্কুল, ৯টি মধ্য-ইংরেজী স্কুল, ৩০৭টি বালকদের প্রাথমিক পাঠশালা, ১৩টি বালকদের নৈশ পাঠশালা, এবং ১৩৯টি বালিকাদের প্রাথমিক পাঠশালা। মোট ছাত্রসংখ্যা ১৩,৩৪৯, ছাত্রীসংখ্যা ৪,৩৯৮ ; মোট ছাত্রছাত্রী ১৭,৬৫৭ । আলোচ্য বৎসরে সমিতি সরকারী সাহায্য পাইয়াছিলেন মোট ৯৩০০ টাক, সাসেক্স ট্রাষ্টের ১৮৩৯ws/a সমেত সাধারণের নিকট হইতে চাদা পাইয়াছিলেন ২২৪৪২le/৩, কিন্তু যে-সকল গ্রামে সমিতি কাজ করিতেছেন তথাকার লোকদের চাদ ও ছাত্রছাত্রীদের বেতনে উঠিয়াছিল ৪৩৬৫৮• । ইহার দ্বারা বুঝা যাইতেছে, গ্রামের লোকদিগকে সমিতি কিরূপ স্বাবলম্বী করিতে সমর্থ হইয়াছেন । ইহা ছাড়া ডিষ্ট্রিক্ট বোর্ড 3সমূহ সাহায্য দিয়াছিলেন ২৪১৬৬॥• । বর্তমান ১৯৩০-৩১ সালে সমিতির ব্যয় আকুমানিক ৯০১৩০ টাকা হইবে । আয় আহমানিক ৮৪১০০ হইতে পারে, কমও হইতে পারে । সুতরাং নৃনিকল্পে ছয় হাজার টীকা ঘাটতি পড়িবার ধ্বথা । অতএব সকলকে বেশী বা অল্প, যিনি যত পারেন, দান করিতে অনুরোধ করিতেছি । হিন্দু মুসলমান আদিমনিবাসী ৭৮টি জাতি বা শ্রেণীর বালক বালিকা সমিতির বিদ্যালয়সকলে শিক্ষা পায় । নমঃপূত্র বালকবালিকাই সকলের চেয়ে বেশী—যথাক্রমে ৫৫৩৩ ও ২-৫৪ । তাহার নীচে মুসলমান—যথাক্রমে ২২৩৭ ও ৫০৬ । সমুদয় “উচ্চ” জাতির ছাত্রছাত্রীও অনেক আছে । w যদিও প্রায় তিন হাজার মুসলমান ছাত্রছাত্রী সমিতির বিদ্যালয়সকলে পড়ে, তথাপি টাদশদাতাদিগের মধ্যে একজন মুসলমান ভদ্রলোকেরও নাম দেখিতে পাইলাম না । সমিতির স্থায়ী ফণ্ডে যে ১৭০১১॥• উঠিয়াছে, কেবল তাহাতে লাহোরের স্তার মুহম্মদ শফী দশ টাকা দিয়াছেন দেখিলাম । জেলে অল্পবয়স্কদের শিক্ষা আলিপুর সেন্টাল জেলে বালক কয়েদীদিগকে প্রাথমিক শিক্ষণ দিবার বন্দোবস্তের ফল সন্তোষজনক হওয়ায় তাহা স্থায়ী করা হইবে, এবং আর চারিটি সেন্টাল জেলে ঐক্ষপ বন্দোবস্ত করা হইবে। ইহা ভাল । সমুদয় বালক কম্বেদীর শিক্ষার ব্যবস্থা ত হওয়াই উচিত ; সাধালক মিরক্ষর কয়েদীদেরও শিক্ষার বন্দোৱস্ত প্রবাসী--আশ্বিন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড করা কর্তব্য। যে-সব শিক্ষিত লোক কারারুদ্ধ হন, তাহাদের মধ্যে বাছিয়া কাহাকেও কাহাকেও জেলে শিক্ষক নিযুক্ত করিলে এই কাজ অনায়াসে হইতে পারে। «» -o-o: মোতীলাল নেহরু দয়া চান না ৩রা সেপ্টেম্বরের বোম্বাইয়ের ইণ্ডিয়ান ভেলী মেল কাগজে দেখিলাম, পশ্চিমভারতীয় জাতীয় উদারনৈতিক সভার কৌন্সিল ভারত-গবষ্মেন্টকে জানাইয়াছেন, যে, পণ্ডিত মোতীলাল নেহরুর স্বাস্থ্যের বর্তমান অবস্থায় র্তাহাকে জেলে আবদ্ধ রাখিলে তাহার স্বাস্থ্যের ক্ষতি হইবে বলিয়ার্তাহাকে অবিলম্বে খালাস দেওয়া বাঞ্ছনীয়। আমাদেরও মত তাই । উক্ত সংবাদের নীচে ডেলী মেলের পক্ষ হইতে লেখা হইয়াছে, পণ্ডিত মোতীলাল নেহরু বড়লাটকে লিখিয়াছেন, তাহার প্রতি দয়া করিয়া কিছু করিবার আবশ্বক নাই । এ কথা মোতীলালজীর উপযুক্ত । অনুগ্রহ লইতে কষ্ট ও অপমান বোধ হওয়া স্বাভাবিক –বিশেষতঃ তাহাদের অনুগ্রহ লইতে যাহারা বন্ধু নহে । বোমা নিক্ষেপ সম্পর্কে বালিক গ্রেপ্তার কলিকাতার পুলিশ কমিশনার টেগার্ট সাহেবের উপর বোমা নিক্ষেপ উপলক্ষ্যে অনেক লোক গ্রেপ্তার হইয়াছে । তাহার মধ্যে একটি অল্পবয়স্কা বালিকাও আছে । কাহার বিরুদ্ধে কিরূপ প্রমাণ আছে, তাহ প্রকাশ পায় নাই, পাইতে পারেও না । কিন্তু যদি অল্পবয়সের বালিকাকেও সন্দেহ করিবার যথেষ্ট প্রমাণ থাকে, তাহা হইলে দেশের অবস্থা খুব সঙ্গীন হইয়াছে, সামাজিক পুরিবর্তন খুব বেশী হইয়াছে এবং জনগণ ও গবষ্মেন্টের ধীরভাবে চিন্তা করিবার কারণ ঘটিয়াছে, বলিতে হইবে। লবণের কথা বিলাতী এক পাউণ্ড ওজনকে মোটামুটি আধ সেরের সমান ধরিলে ভারতবর্ষের প্রদেশগুলির মধ্যে পঞ্চাবে লোকে মাথাপিছু বৎসরে ৫ সের স্থন খায়, বোম্বাইয়ে ৭ সের এবং মাত্রাজে ৯০ সের। ইহাতে বুঝা যাইতেছে, যে, প্রধানতঃ নিরামিষভোজী ও তণ্ডুলভোজী মাক্সাজীদের প্রধানতঃ গোধূমভোজী ও কতকটা আমিষভোজী