পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ® ? প্রবাসী—বৈশাখ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড বৰ্ত্তমান যুগে জাপানে নৃত্যকলার যে পুনরভু্যদয় হইতেছে, তাহ। পাশ্চাত্যের প্রভাবে । জাপানের নগরবাসীরা বহুকাল ধরিয়া নৃত্য ছাড়িয়া দিয়াছিল। যুদ্ধের পরে আমেরিক হইতে অনেক পেশাদার নর্তৃক ও নর্তকী জাপানে আসে । ইহাদের নাচ দেখিয়া জাপানের ভদ্রসমাজ আবার নৃত্যের জন্য উৎসাহিত হইয়া উঠিয়াছে। নৃত্যের এই পুনরভু্যদয়ে আন পাভ লোভ, রথ সেন্ট ডেনিস, লা আর্জেন্টিন প্রভৃতির নৃত্যের খুব বেশী প্রভাব দেখা যায়। জাপানে যুরোপীয় নৃত্যের প্রভাবের মত য়ুরোপীয় সঙ্গীতের প্রভাবও অত্যন্ত বেশী। অনেকে নুতনত্বের ক্টোকে জাপানে বিশুদ্ধ ও প্রাচীন যুরোপীয় সঙ্গীত প্রচলনের চেষ্টা করিতেছেন। কিন্তু এই চেষ্টা বিশেষ সফল হইতেছে না। ইহা দেখিয়া জাপানের সঙ্গীতও নৃত্যের প্রকৃত কল্যাণকামী অনেকেই বলিতেছেন যে, বিদেশী সঙ্গীত জাপানী প্রকৃতির সহিত খাপ খাইবে না। সেদেশের প্রাচীন সঙ্গীতকেই একটু ভাঙিয়া চুরিয়া বর্তমান কালের উপযোগী করিয়া লইতে হইবে। জাপানের নৃত্যেও এই চেষ্টাই চলিতেছে । জাপানী ও য়ুরোপীয় আদর্শের সমস্বয় করিয়া একটা সুন্দর, শোভন, অথচ জাতির প্রকৃতিস্থলভ কলাবিদ্যা হক্টর চেষ্টা চলিতেছে। সাদো দ্বীপের ওকেসী নৃত্য। ইহা সাধারণ লোকের মধ্যে প্রচলিত কাগুরা নৃত্যের মত একটি মৃত্য।