পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩০শ ভাগ, ১ম খণ্ড -ാ-അ অনুরাগ আর্থিক লোভ হইতে জন্মিবে না, স্বদেশপ্রেম ও >や8 প্রবাসী—বৈশাখ, ১৩৩৭ অনেক বৎসর হইতে ভারতীয় মিলওয়ালার প্রতিযোগিতার অস্তবিধ ভুগিতেছেন। প্রতিযোগিতা স্বজাতিপ্রতি হইতে জন্মিতে পারে। হঠাৎ আকাশ হইতে পড়ে নাই । অথচ তাহারা বিনা শুল্কে কেবল নিজেদের মিলগুলির উৎপাদনক্ষমতা বৃদ্ধির সর্ববিধ উপায় অবলম্বনের দ্বারা নিজেদের পায়ের উপর ভর দিয়া দাড়াইবার যথেষ্ট চেষ্টা করিয়াছেন বলিয়া অবগত নহি । আর সব দেশের লোকের শিল্পে উন্নতি করিতে পারে, ভারতবর্ষের লোকেরা পারে না, ইহা সত্য নহে । সত্য কথা এই, যে, আমাদের মিলওয়ালার যথেষ্ট চেষ্টা করেন নাই । বিদেশে স্বয়ং নানা স্থানে গিয়া ও বুদ্ধিমান কৰ্ম্মিষ্ঠ লোক পাঠাইয় সস্তায় ভাল জিনিষ দিবার উপায় শিক্ষা কর কৰ্ত্তব্য । স্থায়ী লাভের জন্য ইহা করা উচিত। এবং করা উচিত স্বদেশের গৌরব রক্ষা ও বুদ্ধির জন্য। দেশে তুলা হয়, অথচ ভারতবর্ষের লোকের কাপড় কেনে বিদেশের, ইহা শুধু ত্রে তাদের লজ্জার বিষয় নহে ; মিলের মালিক ধনিকদের ও কৰ্ম্মী শ্রমিকদের ও ইহ লজ্জার বিষয় । হইতে মুক্ত হইবার চেষ্টা করা সকলেরই উচিত । এই লজ্জা শুল্করূপ অমঙ্গল হইতে মঙ্গলসম্ভাবনা বিদেশী কাপড়ের উপর শুষ্ক স্থাপন দ্বার সাক্ষণং ভাবে দেশী কাপড় উৎপাদনের ও তাহা সস্ত করিবার কিছু স্থবিধা হইবে কি না অব্যবসায়ী আমরা ঠিক বলিতে পারি না । কিন্তু একটা শুভফলের সস্তাবনা দেখা যাইতেছে। গবন্মেণ্ট ভয় দেখাইয়া পার্থক্যমূলক শুল্ক স্থাপনের আইন পাস করাইয়া লওয়ায় অনেকের মন বিলাতী কাপড়ের উপর বিরক্ত হইয়াছে। সেই জন্য অনেকে তাহ বর্জন করিবার নিমিত্ত আন্দোলনে প্রবৃত্ত হইয়াছেন । এই আন্দোলন প্রবল করিতে পারিলে এবং শুধু বিলাতীর বিরুদ্ধে প্রয়োগ না করিয়া সব বিদেশী কাপড়ের বিরুদ্ধে প্রয়োগ করিতে পারিলে দেশী শিল্পের সুবিধা ও দেশের আর্থিক লাভ হইতে পারে। কিন্তু স্থায়ী মঙ্গল বিদেশীর প্রতি বিরাগ বিদ্বেষ দ্বারা হইবে না ; তাহা পোষণ না করিয়া দেশের মানুষ ও দেশী জিনিষের প্রতি অনুরাগ দ্বারাই প্রকৃত কল্যাণ হইতে পারে। এই শুস্ক স্থাপন বশতঃ যদি খদ্দর উৎপাদন ও সস্তায় বিক্রীর সুবিধা হয়, তাহা হইলে সুখের বিষয় হইবে । কারণ, খদ্ধর সম্পূর্ণ স্বদেশী জিনিষ । ইহার তুলা দেশী, উৎপাদক কৃষকের দেশী, চরকা দেশী কারিকরের তৈরী দেশে নিৰ্ম্মিত দেশী যন্ত্র, সুত কাটে দেশী লোক এবং ইহা বোনে দেশী লোক দেশী লোকের তৈরী হাতের তাতে । ব্যবস্থাপক সভায় কয়েকটি প্রদেশের প্রতি অবিচার আমরা ইংরেজী মডান রিভিউ ও বাংলা প্রবাসীতে অনেকবার দেখাইয়াছি, যে, যদিও বঙ্গের ও আগ্রঅযোধ্যার লোকসংখ্যা বোম্বাইয়ের আড়াই গুণেরও অধিক, তথাপি ভারতীয় ব্যবস্থাপক সভায় এই বৃহৎ প্রদেশগুলির প্রতিনিধির সংখ্যা বোম্বাই অপেক্ষ বেশী নয়। তাহদের প্রতিনিধির সংখ্যা লোক সংখ্যার অনুযায়ী হইলে গবন্মের্ণ ভয় দেখাইয়াও শুল্ক আইন পাস করিতে পারিতেন না—বঙ্গের ও আগ্ৰা-অযোধ্যার প্রতিনিধিসংখ্যা ন্যায়সঙ্গত হইলে তাহদের ভোটাধিক্যে, বোম্বাইয়ের সমর্থন সত্ত্বেও, গবন্মের্ণীকে হারিতে হইত। সুতরাং দেখা যাইতেছে, গবন্মেটি বোম্বাইকে লোকসংখ্যা হিসাবে যে অধিকসংখ্যক প্রতিনিধি দিয়াছেন, তাহার ফল ফলিয়াছে । ইংরেজরা ইহাকে স্বফল মনে করিবে, কিন্তু অধিকাংশ ভারতীয় প্রদেশের লোকের মতে ইহ কুফল । & স্যার প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায় প্রায় বিরাশী বৎসর বয়সে এলাহাবাদের বিখ্যাত হাইকোর্ট জজ স্যার প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মৃত্যু হইয়াছে। . তাহার জন্মস্থান উত্তরপাড়া। কলিকাতার প্রেসিডেন্সী কলেজে শিক্ষা লাভ করিয়া তিনি আগ্ৰা-অযোধ্যা প্রদেশে ওকালতী করিতে যান। কিছু