পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—স্যার প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায় ృు(k কাল ওকালতী করিয়া তিনি মুনসেফ হন। তাহার পর আইনজ্ঞান, বুদ্ধিমত্ত ও বিচারশক্তির গুণে তিনি ক্রমশঃ উচ্চ হইতে উচ্চতর পদে অধিরূঢ় হইয়। শেষে এলাহাবাদ হাইকোর্টের জজ হন। প্রায় ত্রিশ বৎসর ধরিয়া তিনি তথায় জজিয়তী করেন। তিনি যে সময়ে জজ হইয়া ছিলেন, তখন কোন একটা নির্দিষ্ট বয়সে হাইকোর্ট . জজের পেন্সান লইতে বাধ্য হইতেন না। এই জন্য তিনি ৭৫ বৎসর বয়স পর্য্যস্ত জজিয়তী করেন। তাহার পূৰ্ব্বেই তিনি দুই বার অবসর গ্রহণ করিতে চাহিয়াছিলেন। কিন্তু তিনি এরূপ বিচক্ষণ ও ভাল বিচারক ছিলেন, যে, দুই দুই জন প্রধান বিচারপতির অনুরোধে তাহাকে দীর্ঘ কাল জজিয়তী করিতে হইয়াছিল। ব্রিটিশ গবন্মেন্টের নিয়মের মহিমায় তিনি কিন্তু প্রধান বিচারপতি হইতে পারেন নাই । অথচ ইহা এলাহাবাদ হাইকোটের আইনজীবীরা এবং তাহার সমসাময়িক বিলাতী প্রিভি কৌন্সিলের জজের জানিতেন, যে, এলাহাবাদের কোন প্রধান বিচারপতি ও সাধারণ বিচারপতি র্তাহার সমকক্ষ ছিলেন না। এলাহবাদের বিখ্যাত এডভোকেট স্যার তেজ বাহাদুর সাপ্র একবার বিলাত হইতে ফিরিয়া আসিয়া লিখিয়াছিলেন, যে, লর্ড হলডেন র্তাহাকে বলিয়াছিলেন, ভারতবর্ষের কোন হাইকোর্টের স্যার প্রমদাচরণের সমসাময়িক কোন জজ তাহা অপেক্ষ শ্রেষ্ঠ ছিলেন না, এবং খুব বিশেষ কারণে স্যার প্রমদাচরণের কোন রায়ের বিপরীত বিশ্বাস তাহার না জন্মিলে তিনি (লর্ড হলডেন ) বন্দোপাধ্যায় মহাশয়ের কোন রায় উন্টাইয়া দিতে খুব ইতস্তত: করিতেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় সৌজন্তের জন্য বিখ্যাত ছিলেন এবং তাহার চরিত্ৰ নিৰ্ম্মল ছিল । বাংলা দেশের বাহিরে গিয়া কোন বাঙালী কৃতিত্ব দেখাইলে বাঙালীর স্বভাবতঃ সন্তোষ ও গৌরব বোধ করিয়া থাকে, এবং সেই জন্য আমাদের অজ্ঞাতসারে কখন কখন প্রশংসার আতিশয্যও ঘটিতে পারে। এই জন্য আমরা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সম্বন্ধে অবাঙালীদের আরও দুই একটি মত উদ্ধৃত করিব । এলাহাবাদের ইংরেজী দৈনিক লীডারের প্রধান সম্পাদক মান্দ্রাজ প্রেসিডেন্সীর লোক। অন্য সম্পাদকও স্তার প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালী নহেন, এই কাগজে তার প্রমদাচরণ সম্বন্ধে লিখিত হইয়াছে —, Siit PiroMonA CILARAN IBANFI: IEA, whose death we reported yesterday, was a great judge, a great lawyer, a great gentleman and one of the most respected citizens of Allahabad. It is given to few judges to enjoy in such ample measure the respect and confidence of the har and of those who seek justice in the High Court as he did. His pro found knowledge of law, marvollous memory, judicial independenco and detachment, grasp of juristic principles and untiring patience and courtesy niado him a model judge and cvery Indian who came to l:now him folt proud of him. By sheer dint of merit he rose rapidly from the lowest rung of the judicial ladder to the position of Judge of tho High Court, and adorned the High Court bench for nearly 30 years. In such value were his legal knowledge and judgment held that he was prevailed upon by two Chief Justices to prolong his connection with the High Court. And when • he retired, deep and universal regret was felt at the heavy loss which the High Court suffered by his retirement. The autobiographical speech he delivered in the High Court on the eve of his retirement, which we reproduced yesterday, would