পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেকালের কলিকাতায় লটারি খেলা শ্ৰীহরিহর শেঠ প্রাচ্যের লণ্ডন, ধনজনপূর্ণ প্রাসাদময়ী কলিকাতা নগরীর উন্নতির ইতিহাস আলোচনা করিতে হইলে ইহার পুরাতন যুগের লটারি খেলার কার্য্যকারিতার কথা উপেক্ষ করা যায় না। তখনকার দিনের সমাজের সকল সম্প্রদায়, সকল স্তরের লোক, এমন কি উপাসন-মন্দিরের পাদ্রিরাও, এই খেলায়, বনাম জয়াতে, যোগ দিতেন এবং তাহ দোষের বিযয় ছিল না। সেকালে পথঘাট এবং সাধারণের ব্যবহারার্থ বহু ^ –“7 আটালিকাদি লটারির চাদার - টকা হইতে নিৰ্ম্মিত হইয়াছিল। ۸/۶ رای ( সরকারও তখন এই খেলায় আপত্তি করিতেন বলিয়া জানা যায় না, বরং উৎসাহিতষ্ট করিতেন । কলিকাতার তদানী স্তন ইংরাজ অধিবাসীরাই প্রধানতঃ ইহার প্রবর্তক । কলিকাতায় সৰ্ব্বপ্রথম লটারি গেল। আরম্ভ হয় ১৭৮৪ খৃষ্টাব্দে । এই লটারির টিকিট কিনিবার জন্য খরিদ্দারের সংখ্য অসন্তবরূপ অধিক হইয়াছিল। এই সময়ের কলিকাতা গেজেটে প্রকাশিত লটারি-সংক্রান্ত বহু বিজ্ঞাপন হইতে জানা যায়, সে সময় কলিকাতায় ঠিক এখনকার মত ইউরোপীয় মালপত্র বিক্রয়ের জন্য দোকান বা আফিসের স্বষ্টি হয় নাই। তখন ঈষ্ট ইণ্ডিয়া কোম্পানীর কোন-না-কোন জাহাজে দুই চারিজন উৎসাহশীল ভদ্রলোক বিবিধ প্রকার মালপত্র আমদানী করিয়া খুচরা বিক্রয়ের চেষ্টা করিতেন, না হয় লটারির দ্বারা উহা বিক্রয় করিতেন । ১৭৮৭ সালের ২৭শে সেপ্টেম্বরের কলিকাতা গেজেট পাঠে জানা যায়, কাপেন ডান্স ( (!aptain Dance ) তাহার আমদানী মালপত্র বিক্রয়ের জন্য একটি লটারির ব্যবস্থা করিয়াছিলেন । এই লটারির প্রথম পুরস্কারের দ্রব্যসম্ভারের মূল্য নিৰ্দ্ধারিত ছিল ৩,৫০০ টাকা। ১৫০ খানি টিকেট ১০০ সিঙ্ক টাকা দরে বিক্রয় হইয়াছিল । ● \. !, Hoisoloioso i - nuo : :: • 'ఫి. for కోsF%utఖst:ge § - No డ ; ؟ این بنایswiب Pfessجو پائی لیے ہمہ عب • :ുdiുliസംi്iwiki്. ്:4ൺുീൺ:സ്പെഷr/lycl. ുiyaഴ്സുyy-സു .. ž % مسموسی { উর্ধাংশ-চতুর্থ টাউন হল লটারির টিকিট নিম্নাংশ—এসাই যুদ্ধের নক্স ১৭৮৮ খৃষ্টাব্দের ১১ই ডিসেম্বর তারিখের গেজেট হইতে তৎকালীন একজন খ্যাতনামা ব্যক্তির একটি অতি মূল্যবান সম্পত্তি লটারিতে বিক্রয়ের কথা জানা যায়। সেই লটারির প্রথম পুরস্কার ছিল মিঃ এডওয়ার্ড টিরেটা’র বাজার। ইহাতে আর পাচটি প্রাইজ ছিল তাহীও মূল্যবান স্থাবর সম্পত্তি। বৰ্ত্তমানে টেরিটি বাজার বলিতে যে বাজারটি বুঝায় উহাই সেই বিক্রীত সম্পত্তি। মিঃ টিরেট একজন ইতালী দেশীয় ভদ্রলোক, কোন