পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা } অপরাজিত ২৩৩ ഹം- സ്-ക്കു്-സസ്സസ്സാ বিস্ময়ের স্বরে বলিল, কেন কি করেচে সি-সি-বি ? খুজিতে খুজিতে প্রোফেসরের চোখ আবার তাহার মুরারী হাসিয়া বলিল,-করে নি কিছু পড়া জিগ্যেস করবে দিকে পড়িল, কাজেই খানিকক্ষণ সে ভালমানুষের মত বলেচে রোমের হিষ্ট্রর। একপাতাও পড়িনি, না পারলে নিরীহমুখে বসিয়া থাকিতে বাধ্য হইল। এইবার একবার বকুনি দেবে কি রকম জানো তো ? অন্য দিকে চোখ পড়িলেই হয় ! হঠাৎ প্রফেসর তাহাকেই গজেন বলিল—আমার তো আরও মুস্কিল ! Gizatą 2: #ff(o[R,--Was Marius justified in his হিষ্ট্রীর বই-ই যে আমি কিনি নি ! মন্মথ আগে action ? - সেণ্ট জেভিয়ারে পড়িত, সে বিলাতী নাচের ভঙ্গিতে হাত সৰ্ব্বনাশ ! মেরিয়াস কে ! একদিনও সে যে রোমের লম্বা করিয়া বার কয়েক পাক খাইয় একটা ইংরাজি ইতিহাসের লেক্চার শোনে নাই । গানের চরণ বার দুই গাহিল । উত্তর না পাইয়া প্রোফেসার অন্য একটা প্রশ্ন অপু বলিল—কিন্তু পাসেন্টেজ, যাবে যে ? =f(FIR–What do you think of Sulla’s— প্রতুল বলিল—ভারী তো একদিনের পাসেন্টেজ ! অপু বিপন্নমুখে কড়িকাঠের দিকে চোখ তুলিয়া তা আমি ক্লাসে নাম প্রেজেন্ট করেও পালিয়ে আসতে দাড়াইয়া রহিল। পারি—সে তে তুমি আর পারবে না ? • রাস্কেল মণিলালট মুখে কাপড় গুজিয়া খিল্‌ খিলু অপু বলিল—খুব পারি। পারবো না কেন ? করিয়া হাসিতেছে ! প্রতুল বলিল—সে তোমার কাজ নয়, সি-সি-বি’র প্রোফেসার বিরক্ত হইয়া অন্যদিকে মুখ ফিরাইলেন । চোখ ভারী হয়ে—আমরা বলে তাই এক একদিন সর্ষেফুল —You, You there—you behind the দেখি, ত তুমি ! পারো পালিয়ে আসতে ? pillar— —এখখুনি। দ্যাথো সবাই দাড়িয়ে—পারি কি না এবার মণিলালুের পালা। সে থামের আড়ালে পারি, কিন্তু যদি পারি গা গুয়াতে হবে বলে দিলাম — সরিয়া বসিবার বৃথা চেষ্ট হইতে বিরত হইয়া উঠিয়া অপু উৎসাহে সিড়ি ভাঙিয়া উপরে উঠিয়া গেল। দাড়াইল । দেখা গেল সল্প বা মেরিয়াসের সম্বন্ধে অপুর গজেন বলিল -- কেন ওকে আবার ওসব শেখাচ্ছিস্ ? সহিত তাহার মতের কোন পার্থক্য নাই । সমানই শেখাচ্ছি মানে ? ভাজা মাছখান উণ্টে খেতে জানে নিৰ্ব্বিকার । মনিলালের দুৰ্গতিতে অপু খুব খুলী হইয়৷ না- ভারী সাধু ! পাশের ছেলেকে আঙুলের খোচ দিয়া ফিস্ ফিস্ করিয়া মুরারী বলিল--না না তোমরা জানে না, অপূৰ্ব্ব বলিল—Rightly served ! ভারী হাসি হচ্চিল— EfÈ pure spirit (HfG – - —চুপ, চুপ, এখুনি আবার এদিকে চাইবে। সি-সি-বি হা হা জানি, ও-রকম সুন্দর চেহারা থাকলে কথা শুনলে— আমাদেরও কত সার্টিফিকেট আসতো—বাবা, বঙ্কিমবাবু —এবার আমি সোজা— কি আর সাধে সুন্দর মুগের গুণ গেয়ে গেছেন ? পিছন হইতে নুপেন ব্যস্তস্বরে বলিল—এবার আমায় —কি বাজে বক্‌চিস্ প্রতুল ? দিন দিন ভারী ইতর জিজ্ঞেস করবে—ডেট্ট ভাই দে না শীগগির বলে— হয়ে উঠছিস্ কিন্তু— শীগগির— প্রিন্সিপ্যালের গাড়ী কলেজের সামনে আসিয়া লাগাতে অপুর পাশের ছেলেটি বলিল—কে কাকে ডেটু বলে ষে যেদিকে সুবিধা সরিয়া পড়িল । দাদা—মেরিভেল পুলারের বইয়ের রং কেমন এখনও মিঃ বস্থর ক্লাসে নামটা প্রেজেন্ট করিয়াই আজ অপু চক্ষুষ দেখিনি—কেটে পড় না সোজা— পালাইবার পথ খুজিতে লাগিল। বা দিকের দরজাটা অপু খানিকক্ষণ হইতে প্রোফেসারের দৃষ্টির গতি একদম খোলা, প্রোফেসরের চোখ অন্যদিকে। সুযোগ একমনে লক্ষ্য করিতেছিল, সে বুঝিতে পারিল ও-কোণ