পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বীপময় ভারত শ্ৰাদ্ধ উপলক্ষে শোভাযাত্রায় মূতগণের আত্মার প্রতীক নেপালী মন্দির বা চীনে প্যাগোডার ভাব । মোটর থেকে নামবার কালে যে সুন্দর বাজনার আওয়াজ আমাদের কানে এসেছিল, এই মণ্ডপগুলির একটর তলায় তার বাদকের স্থান ক’রে নিয়েছে ; খ্ৰীষ্টান গির্জার ঘণ্টায় যেমন নানা তালে chimes বাজে তাদের বাজনার তেমনি আওয়াজ, জনতার লোকেদের আস্তে আস্তে কথা কওয়ার সামান্য কলরবের উপরে, সমগ্র দৃশুটার চমৎকার পটভূমিকার মতন শোনা যাচ্ছে । দূরে আর একটী মণ্ডপে নিমন্ত্রিত বলিদ্বীপীয় ব্রাহ্মণ আর অন্য বিশিষ্ট ভদ্র সজ্জন আর অভিজাত-বংশীয় লোকেদের বসবার জন্য স্থান হ'য়েছে । এদিকে রাস্তার ডান ধারে পূৰ্ব্ববশিত প্রাসাদটীর পশ্চিমে আর একটা মাঠে না’রকল পাতায় ছাওয়া এক যাত্রার আসর তৈরী হ’য়েছে । এই মণ্ডপ আর আসর সব পেরিয়ে আমরা বা দিকের মাঠে মণ্ডপগুলির লাগোয় ইটের তৈরী একটা pavilion বা চারটা খুটার উপর ছাতওয়াল চকুতরার মতন বসবার জায়গায় পৌছুলুম, সেখানে অনেকগুলি চেয়ার সাজানো আছে । আমাদের সেখান-বরাবর আসতে দেখে, জন কতক ইউরোপীয় আর বলিদ্বীপীয় রাজকৰ্ম্মচারী আর অভিজাত শ্রেণীর ব্যক্তি নেমে এলেন, কবিকে স্বাগত ক’রে আমাদের চবুতরায় নিয়ে গেলেন । পরিচয় হ’ল— একজন ইউরোপীয় strē Leonardus Johannes Jacobus Caron (zie:rgxi, cafzftan যাকোবস্ করোন-ইনি বলি আর লম্বক এই দুই দ্বীপের ডচ, Resident বা শাসনকৰ্ত্তা ; বাঙালির পুঙ্গব—গোফদাড়ি কামানো, বলিদ্বীপীয়ের পক্ষে একটু বেশী তাম বর্ণ, প্রৌঢ়বয়স্ক প্রসন্নমুখ, একটি ভদ্রলোক, পরণে বেগুণে ংয়ের রেশমী বলিদ্বীপীয় বস্ত্র, গায়ে সাদা গলা-স্ট্রাট 玄”〔丐可