পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] দ্বীপময় ভারত ኟፃፃ -- --- AMMAAA AAAASAAAA -- ( হিন্দুস্থান বা ইণ্ডিয়৷ এইসব বলিদ্বীপীয় লোক যার ডচ ভাষায় অনভিজ্ঞ আর ইস্কুলে কখনও পড়েনি তারা বুঝতে পারবে না )—আমাদের দেশে ‘গাঙ্গ্যে, জামুন্তো' নদী আছে, 'হি-ম-ল-য় উইন্‌ডিঅ’ (বিন্ধ ) পৰ্ব্বত আছে, ‘আজোডিঅ’, ‘ইণ্ড প্রিাস্তা’ প্রতৃতি নগর ज्रो८छ्, “ब्र-भ-ग्न-न' “भ-ठ्-द-ब्ल-फ्रे'-ब्ल ८न° इ'एझ আমাদের দেশ—তোমাদের মতন আমাদের দেশে ‘ব্রামো। উইঙ্গু, আর সিওঅ’-র সম্মাননা হয় ; বুদা' আমাদের দেশেরই মাতুষ ;—আমরা এসেছি তোমাদের দেখতে, তোমাদের সঙ্গে বন্ধুত্ব ক’রতে। যে কট কথা বললুম তাতে খুব বেশী মালাইয়ের জ্ঞানের দরকার হয় না। এর নামগুলি শুনে একটু কৌতুহলী হ’য়ে ঘিরে ব’সল ;–তারপরই আমার বিপদ, ভাষার আর কুলায় না। অনেক কষ্টে বললুম—বুলেলেঙ (উত্তর বলির বন্দর) থেকে ‘কাপাল-আপি’ (অর্থাৎ ‘আগ-বোট’ বা ষ্টীমার) ক’রে দুই রাতের পথ স্বরবায়া ; স্বরাবায়৷ থেকে দুরাতের পথ বাতাবিয়া ; বাতাবিয়া থেকে উত্তরে আরও দুই রাতের পথ নগরী সিঙ্গাপুরা ; সেখান থেকে সমুদ্র দিয়ে পশ্চিমে আর উত্তরে আর ও ৮১০ রাতের পথ গেলে পরে আমাদের দেশ বি-র-ট-ওঅবু-স’ বা ‘জাম্বুড়ইপ’তে পৌছানো যায়। ইতিমধ্যে মালাই-ভাষী একজন ডচ রাজ-কৰ্ম্মচারী এসে পড়লেন, তিনি এদের দু কথা বললেন। এরা বিশেষ কৌতুহলী হ’য়ে কথা কইতে লাগল। ভারতবর্ষের সঙ্গে যোগ হারানোর সঙ্গে সঙ্গে তার স্মৃতির এমন কি তার অস্তিত্বের কথা সাধারণ লোকে এখন ভুলে গিয়েছে। নিজেদের ভাষায় পুরাণ রামায়ণ মহাভারত পড়ে বটে, বিস্তর পৌরাণিক কাহিনী জানে বটে, কিন্তু এদের বিশ্বাস, দেবদেবীর লীলা আর পৌরাণিক যত ঘটনা ঘটেছিল, তার সমস্ত বলিদ্বীপে আর যবদ্বীপেই ঘ’টেছিল—আর জম্বুদ্বীপ বা ভারতবর্যের কথা এদের শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা জানেন বটে, এদের কাছে, কিন্তু সে জম্বুদ্বীপ পুরাণের যুগের ব্যাপার হয়ে দাড়িয়েছে বাস্তব জগতে তার যেন অস্তিত্ব নেই। তবে আজকাল ইউরোপীয় পূজার উপচার শিক্ষার ফলে ভূগোল বিদ্যা আর ভারতবর্ষ সম্বন্ধে এর একটু সচেত হ’চ্ছে বটে । আমার সময় অল্প, ভাষাও জানি না। খানিকগণ থাকবার পরে আস্তে আস্তে সেখান থেকে বিদায় নিয়ে উঠে যেদিকে যাত্রার আসর হয়েছিল সেদিকে গেলুম। ( ক্রমশ: ) ।