পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] অতুসরণ করিয়৷ তদানীন্তন গভর্ণর-জেনারেল লর্ড ক্যানিং র্তাহাকেই আমীর বলিয়া মানিয়া লইলেন । লর্ড লিটন যখন গভর্ণর-জেনারেল হইয়া ভারতে আসিলেন, তখন ইংলণ্ডের প্রধান মন্ত্রী প্রথিতযশ ডিজরেলী। তিনি পূৰ্ব্বতন নীতির ভক্ত ছিলেন ন। লর্ড লিটন ও ভাবি আফগানিস্থানের নবযুগ AeAMMMAMMAMMMAMAAAA -്~്സ്-്.--ഹ শের আলীর মৃত্যুর পর তাহার পুত্র ইয়াকুব খ ইংরাজের সহিত সন্ধিসৰ্ত্তে আবদ্ধ হইলেন । এই সন্ধি গুণ্ডামুক-এ স্বাক্ষরিত হইল। ইহার নিয়মাচুযায়ী ইয়াকুব খ। একজন ইংরাজ প্রতিনিধিকে তাহার রাজধানীতে রাখিয়া দেশ শাসন করিতে আরম্ভ করিলেন । কিন্তু তেন, আফগানিস্থানের একদিকে যেমন বুটিশ শক্তি অন্যদিকে তেমনি রুযিয়ার বিরাট শক্তি । মাঝখানে এই দুৰ্ব্বল আমীরকে রাখিয়৷ ইহার কেহই বহু দিন বসিয়া থাকিবে না—পরন্তু এক দিন না একদিন তাহীদের দ্বন্দ্ব আরম্ভ হইবেই । এই যুদ্ধ যখন নিশ্চিত তখন ভারতবর্ষের পক্ষে একটি সুরক্ষিত সীমাস্তপ্রদেশ গঠন একান্ত আবশ্বক। হিন্দুকুশকেই তিনি ইহার সৰ্ব্বোত্তম সীমারেখা বলিয়। মনে করিলেন । ইহাকে scientitic frontier বলিয়া অভিহিত করা হইত। ১৮৭৬ খৃষ্টাব্দে গভর্ণর-জেনারেল পেশোয়ারে এক সভা আহবান করিলেন। কিন্তু আমীর সেখানে তাহার প্রতিনিধি পাঠানও সঙ্গত বোধ করিলেন না । এদিকে নানা বিষয় আলোচনার জন্য গভর্ণর-জেনারেল আফগানিস্থানে বৃটিশ দূত প্রেরণ করিতে . চাহিলেন, কিন্তু আমীর তাহাতে সম্মত হইলেন না, পরস্তু রুম গভর্ণমেণ্টের দূতকে তিনি গ্রহণ করিলেন। ফলে দ্বিতীয় আফগান যুদ্ধের সূচনা হইল। বৃটিশ সৈন্ত পুনরায় আফগানিস্থান অভিযানে অগ্রসর হইল । লর্ড লিটন এবার চারিদিকের আটঘাট বাধিয়া কাজ করিতেছিলেন, কাজেই আফগানিস্থান বিজয় বৃটিশ শক্তির নিকট এবার অত্যন্ত সহজ হইয়। পড়িল । শের আলি পলায়ন করিলেন এবং ১৮৭৯ খৃষ্টাব্দে রুষসাম্রাজ্যের সীমান্তে এই পলাতক অবস্থাতেই তাহার মৃত্যু ঘটিল। আফগানিস্তানের একমাত্র রেলপথ বেশি দিন তিনি এই সন্ধির ময্যাদ। রক্ষা করিতে সমর্থ হইলেন না। ফলে কাবুলে ইংরাজ প্রতিনিধি কাভেনরী নিহত হইলেন। এই শোকসংবাদ জান। মাত্রই পুনরায় আফগানিস্থান আক্রমণের আয়োজন আরম্ভ হইল এবং কিছু দিনের মধ্যেই সৈন্তাধ্যক্ষ রবার্টস-এর বিপুল বাহিনী মহাসমারোহে কাবুল অভিমুখে যাত্র করিল। রবার্টস্এর এই বিজয়যাত্রা ইতিহাসে বিখ্যাত হইয়া রহিয়াছে । রবার্টস অনায়াসে আফগানিস্থানের মধ্য দিয়া অগ্রসর হইতে লাগিলেন। র্তাহার আগমনের কথা শুনিয়াই আমীর ইয়াকুব খ নিৰ্ব্বিবাদে সিংহাসন পরিত্যাগ করিয়া ইংরাজের শরণাপন্ন হইলেন । তিনি বলিতে লাগিলেন, আফগানিস্থানের আমীরী করা অপেক্ষ ইংরাজের তাবুতে থাকিয়া ঘোড়ার ঘাস কাটাও সমীচীন। ইয়াকুব খাকে বন্দী করা হইল সত্য, কিন্তু তাহার এই আমীরী ত্যাগে ইংরাজ গভর্ণমেণ্ট আফগানিস্থান সম্পর্কে বেশ বিত্রত হইয়া পড়িলেন । ইয়াকুব, খাকে