পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] মল্লরাজ গামা পাশ্চাত্য মল্পগণের সহিত বলপরীক্ষার মানসে কনিষ্ঠ ভ্রাতা ইমাম বক্সের সহিত গামা ১৯১০ সনে ইংলণ্ডে উপস্থিত হন । আমেরিকার সৰ্ব্বজনবিদিত এবং হেকেনস্মিটের সমকক্ষ বলিয়া পরিগণিত ডাঃ রোলার-এর সহিত গামার বলপরীক্ষার ব্যবস্থা হয়। ১ মিনিট ২ সেকেণ্ডের মধ্যেই গামা বিপক্ষকে ভূমি-শয্যা গ্রহণ করিতে বাধ্য করেন । পুনরায় ১০ মিনিট ব্যবধানে আবার তাহাদের কুস্তি আরম্ভ হয়। এবারেও ২ মিনিট, ২০ সেকেণ্ডের মধ্যে ডা: রোলার পরাস্ত হন । যে রোলারকে পরাজিত করিতে গচ-এর মত মল্পের ১৫ এবং ২৬ মিনিট লাগিয়াছিল, সেই দুরূহ কাৰ্য্য ভারতীয় মল্ল গামা কত অল্প সময়ে সম্পন্ন করিয়াছিলেন ! গাম যে গচের অপেক্ষ অনেক বেশী বলশালী তাহ ন। বলিলেও চলে। ইচ্ছা থাকিলে গচ অনায়াসেই গামার সহিত বলপরীক্ষা করিতে পারিতেন, কিন্তু গচ, ভারতীয় মল্লগণের সান্নিধ্য সতর্কতাসহকারেই বর্জন করিয়া চলিতেন । গোলাম মহীদীনের আহবানে তিনি নিরুত্তরক্ট ছিলেন। গামা-জুবিস্কো দ্বন্দ্ব অষ্ট্রিয়ার মল্ল বিঙ্গে এবং রোলার-বিজয়ী ভারতীয় বীর গামা,—এই উভয়ের মধ্যেই লণ্ডনে ১৯১০ সনের সেপ্টেম্বর TCH CR IST-F-F FT SIS “Gama Zbysyko fasco" বলিয়াই বিদিত। এ সম্বন্ধে উইল রো যাহা লিখিয়াছিলেন, তাহা হইতে কিঞ্চিৎ উদ্ধৃত করিয়া দিতেছি :– “১৯১০ সেপ্টেম্বর মাসে এই দ্বন্দ্বযুদ্ধ ঘটে। গোড় হইতে শেষ পৰ্য্যস্ত জবিস্কোর কার্য্যপ্রণালী নিতান্তই উপহাসের বিষয়। ইহার ফলে পেশাদারী মল্প-প্রতিযোগিতার অস্তিম দশা উপস্থিত হইবে। এই মল্লযুদ্ধের বাজি ছিল—২৫০ পাউণ্ড এবং সোনার একটি Championship Belt I g# PRg# vTRgi# qềị চলিয়াছিল। নিফল নিশ্চেষ্টভাবে জ বিস্কো উপুড় হইয়া পড়িয়া থাকিলেন। গামা প্রাণপণ চেষ্টা করিয়াও তাহাকে তুলিতে পারিলেন না। একবার উঠিলেই তাহার পতন যে অবশুম্ভাবী একথা বুঝিতে জবিস্কোর মল্লজগতে ভারতের স্থান ২৯১ AMMAAA AAAASAASAASAASAA AAAS AAASASASS هم متمم میامی همه বাকি ছিল না । আড়াই ঘণ্টা পর সেদিনের মত পালা শ্যে হইল এবং পরবর্তী সোমবারে পুনরায় প্রতিযোগিতা হইবে এইরূপ ঘোষণা করা হইল। গামা প্রস্তুত থাকিলেন, কিন্তু বীর জ বিস্কো কোথায় ?” ( Health amid Strength, March 3,1923 ) ^jtili 8 বিস্কোতে যে কত পার্থক্য—অবশ্ব মল্লযুদ্ধে—তাহার চূড়ান্ত প্রমাণ পাওয়া গেল । বল বাহুল্য, গামাই জয়ী সাব্যস্ত হন । গামা ও জুবিঙ্গে উভয়েই স্মথ টাইপ। ইমাম বক্স যে জন লেলিন গচের সহিত ১৫ মিনিটকাল “ধস্তাপুস্তি"তেও “সমান সমান” গিয়াছিলেন, ইমাম বক্স ১ মিনিট ৮ সেকেণ্ডে র্তাহাকে পযু দস্ত করেন । ইহা হইতেই বুঝা যায় ইমাম বক্স কিরূপ ক্ষমতাশালী ছিলেন । দ্বিতীয় পৰ্য্যায়ভুক্ত আমেদ বক্স Maurice Deriaz Cherpillod (f♯fä 8 • মিনিটে ফ্রান্সের আপলোকে ভূমিসাং করেন ) ইগদের সকলকেই ইংলণ্ডে আমেদ অনায়াসেই পরাস্ত করেন । ভারতীয় দ্বিতীয় শ্রেণীর মল্ল মতখানি শক্তিমান আমেদ তাহার প্রমাণ দিয়াছিলেন। পাতিয়ালার রণক্ষেত্রে 戟 গামারা হস্তে পৰ্য্যন্ত হইবার পর জ বিঙ্গে। ক্রমে ক্রমে দেহের ও শিক্ষার বিশেষ উন্নতি সাধন করেন । ১৯২৪, ২২শে মে নিউ ইয়র্কে ষ্ট{ংলার লুইসকে পরাজিত করিয়া বিশ্ববিজয়ী মল্ল উপাধি লাভ করেন বটে কিন্তু ইহাতে অনেকেরই আপত্তি ছিল ; কারণ তিনি গামাকে হারাইতে পারেন নাই। যাহা হউক, বিস্কো নবীন উদ্যমে পুনরায় গামার সহিত বলপরীক্ষায় কৃতসঙ্কল্প হইলেন । ১৯২৮, ২৯শে জাতুয়ারী তারিখে চরম • মীমাংসার জন্য উভয়ে মিলিত হইলেন। দুঃখের বিষয় বিরাট উদ্যোগ পৰ্ব্ব কয়েক মুহূর্তেই শেষ হইয়াছিল। নিমেষের মধ্যে জবিস্কো ভূপাতিত এবং পরাজয়ের চূড়ান্ত প্রমাণ তাহার স্কন্ধদেশ ভূমিতলবদ্ধ হইল, স্বতরাং পূৰ্ব্বাপর গামাই অজেয় রহিলেন। ভারতীয় ব্যায়াম প্রণালী যে