পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৃত এবং বন্ধ অবস্থায় বস্ত হাতীর স্নান করিতেছে। ভারতবনীর হাতীদের প্রচুর ছায় ও জল আবস্তক। ইহার স্নান করিয়া বড়ই আরাম পায় । ইহাঙ্ক সাতার কাটা থাকে। সমস্ত শরীর জলে মগ্ন হুইলেও ইহারা ইহুদিগের শুণ্ড দ্বারা শ্বাস গ্রহণ করে । বাধা দড়ির সঙ্গে বৃথা লড়াই }াতীকে ভুলাইয়া দলবদ্ধ করে, তারপর বড় বড় দড়ি দিয়া বাধে এবং রীবিত অবস্থায় ধরিয়া ফেলে। - একসঙ্গে বিলাতি বেগুন ও গোল আলু গাছ— উরষ্টারের সব জীবাগানের অধ্যক্ষ যুক্ত অস্কার সডারহল বিশ প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড বৎসর চেষ্টার ফলে টমাপটেটো নামে এক প্রকার নূতন গাছ উৎপাদন করিতে সমর্থ হইয়াছেন । এই গাছের গোড়ায় মাটির মধ্যে গোল আলু জন্মে এবং মাটির উপর ডাটায় গুড় বেগুন (টম্যাটে) হয় । সডারহুল পরীক্ষাদ্বারা দেখাইয়াছেন যে, গোল আলু গাছের মূল টম্যাটোর মূলের চেয়ে শক্ত হওয়ায় উভয়ের মিলনে উৎকৃষ্টতর বেগুন হয় । তিনি আরও দেখাইয়াছেন যে, এই যুক্ত গাছে কেবল যে গোল আলু হয় তাহী নহে, ইহার যে অংশে বেগুনগাছ থাকে তাহা দশ ফুটেরও অধিক বড় হয় এবং স্বাভাবিক বেগুনগাছের চেয়ে বেশী বেগুন দেয়। “টম্যাপটেটো” গাছ সড়ারহল প্রথমে দু'চোখ এক টুকরা আলু মাটিতে পুতির রাগেন এবং টম্যাটোর বীচি একটা পাত্রে রাখেন । शृक्ल खेडरद्रब sांबा যখন দু'ইঞ্চি পরিমাণ বড় হয় তখন তিনি ইহুদিগকে কাটিয়া আড়াআড়ি জুড়িয়া দেন এবং জোড় যায়গাটা হুতো দিয়া বাধিয়া দেন । যাহাতে এই গাছ দুটি ঠিক খাড় থাকে সেদিকে লক্ষ্য রাপিতে হুইবে । সডারহল্ম এখন আবার স্কোরাশের উপরে শশার লতা লাগাইবার চেষ্টা করিতেছেন। কারণ স্কোরাশের মূল নাকি শশার মূলের চেয়ে বেশী শক্ত । 象