পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M. : o th გNo& ভারতবর্ষ— মহাত্মা গান্ধীর কার বরণ— গত ৫ই মে মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করিয়া বিনা বিচারে ইয়ারাওদ। জেলে বন্দী করিয়া রাখা হইয়াছে। এই জেলেই পূৰ্ব্ববারেও তিনি কারারুদ্ধ ছিলেন । “ইয়ং ইণ্ডিয়া"র জন্য লেপননিরত মহাত্মাজা গভীর রাত্রে মহাত্মাজা যখন তাহার পর্ণকুটিরে নিদ্রিত ছিলেন তখন সুরাটের ম্যাজিষ্ট্রেট, দুইজন ভারতীয় পুলিশের কৰ্ম্মচারী ও ত্রিশজন বন্দুকধারী পুলিশ তাহার ঘরে ঢুকিয় তাহাকে গ্রেপ্তার করে । গোলমালের আশঙ্কায় সহরের সব্বত্র পাহারা বসান হুইয়াছিল, সেইসময়ে কাহাকেও টেলিগ্রাফ প্রভৃতি ব্যবহার করিতে দেওয়া হয় নাই। “ইয়ং ইণ্ডিয়া" পত্রে গান্ধীজীর একশিস্য এই ঘটনার যে বর্ণনা দিয়াছেন আমরা নীচে তাহারই কিয়দংশ উদ্ধত করিয়া দিলাম। "আমি গান্ধীজীর পাশেই শুইয়া ছিলাম। রাত্রিটা গরম বলিয়া আমার তেমন ঘুম আসিতেছিল না। হঠাৎ আমি কতকগুলি দ্রুত পদশব্দ শুনিলাম, যেন কাহারা খুব তাড়াতাড়ি গান্ধীজীর দিকে অগ্রসর হইয়া আদিতেছে। আমি চোখ খুলিতে না খুলিতেই আমার চোপে একটা ইলেক্টিক মশালের আলো পড়িল, এবং কতকগুলি পুলিশ আমাদের পূজনীয় গুরুর বিছানা গিরিয়া দঁাড়াইল । আমি মুহূৰ্বের মধ্যে উঠিয়া গিয়া বাপুঞ্জীর পাশে লড়াইলাম। তখন রাত্রি . পেীনে বারোটা । - “গান্ধীজী ইহার" উহাকে চায় কি না জিজ্ঞাস করাতে জেলা ম্যাজিষ্ট্রেট বলিলেন, যে, ই, উtহার উপর গান্ধীজীকে গ্রেপ্তার ○brーソS2 る/ ٭ جھ&AS کی۔ مزہ 'ء' =

  • グリエて、

@ia123 2;$N LLLLS S0SLLLL S S y ΕΝ"Άξ%)Ι ΑΝξ$4η ) κ. Ά. করিবার হুকুম আসিয়াছে । গান্ধীজী তপন তাহীকে জিজ্ঞাসা করিলেন তিনি মুখ ধোয় ও দণত মাজ পৰ্য্যস্ত অপেক্ষা করিতে তাহাদের আপত্তি আছে কিনা। ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট ইহাতে কোন আপত্তি করিলেন না । তখন পুলিশের গান্ধীজীর বিছানার চারিদিকে র্তাহাকে শিরিয়া দাড়াইল । উহাদের লাইনের ভিতরে রহিলাম শুধু .۔ جسے "تیمم۔ মহাত্মাজার পর্ণকুটীর আমি ও আশ্রমের এক ভগিনী। একটু পরেই পুলিশের সরিয়া দাড়ানতে স্বেচ্ছাসেবকেরা গান্ধীর নিকটে আসিয়া দাড়াইল । গান্ধীজী জিজ্ঞাসা করিলেন, ‘ মিঃ ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট, আমি কোন অপরাধে গ্রেপ্তার হইলাম জানিতে পারি কি ? ১২৪ ধারা ?” ম্যাজিষ্ট্রেট বলিলেন, “না, ১২৪ ধারা নয়। আমার নিকট লিখিত আজ্ঞাপত্র অাছে।” “আমাকে তাহ পড়িয়া শুনাইতে আপনার আপত্তি আছে কি ?” ম্যাজিষ্ট্রেট তখন পড়িলেন-- “যেহেতু স-কেন্সিল গভর্ণর জেনারেল মোহনদাস করমচাঁদ গান্ধীর কাৰ্য্যকলাপ আশঙ্কার চক্ষে দেখেন, সেজন্য তিনি আদেশ করিতেছেন, যে, তাহাকে যেন ১৮২৭ সালের ২৫শ রেগুলেশন অনুযায়ী বন্দী করা হয়, এবং গভর্ণমেণ্টের যতদিন অভিরুচি ততদিন কারারুদ্ধ করিয়া রাপা হয়, ও তাহাকে যেন অবিলম্বে ইয়ারাওদা সেন্টাল জেলে স্থানাপ্তরিত করা হয়।” গান্ধীজী তথন ম্যাজিষ্ট্রেট কে ধন্যবাদ দিয়া শাস্তভাবে শত মাঞ্জিতে লাগিলেন । পুলিশের তাহাকে রাত্রি একটার পূর্বেই গ্রেপ্তার করিতে চায় বলিয়া তাহাকে একট তাড়াতাড়ি করিতে বলিল ।