পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাত্মা গান্ধী ও ঐযুক্ত আব্বাস তায়েবজী গান্ধীজী আত্মসমর্পণ করিবার পূর্বে পণ্ডিত থারেকে “বৈঞ্চব জন তো” এই বিখ্যাত ভজনটি গাহিতে অনুরোধ করিলেন । এই গান গাহিয়াই আমরা প্রথম যাত্রা করিয়াছিলাম । গান আরস্ত হইলে গান্ধীজী মস্তক নত করিয়া মুদ্রিতনয়নে দাড়াইয়া রহিলেন। উপাসনা শেষ হইলে আমরা সকলে উহাকে প্রণাম করিলাম। গান্ধীজী সস্নেহে আমাদের নিকট হইতে বিদায় লইলেন। একজন পুলিশ কনেষ্টেবল তাহার কাপড় চোপড় ও খন্দরের ব্যাগটি লইল । একটা দশ মিনিটের সময় তাহাকে পুলিশের লরীতে তোলা হইল এবং কয়েক মুহূর্বের মধেই তিনি আমাদের চক্ষের অস্তরাল হইয়া গেলেন।” দেশবিদেশের কথা---বাংলা ఫిసిసి AMMMMMMAMMMMMMS MMMMAeeMMMMMMMS বাংলা বঙ্গমহিলার উচ্চ শিক্ষার্থ বিলাত যাত্রা– যাহারা শিক্ষয়িত্রী হইতে চান, তাহাদিগকে শিক্ষাদান প্রণালী ও তাহার আনুষঙ্গিক অন্তান্ত বিদ্যা শিখাইবার নিমিত্ত বাংলাদেশে শ্ৰীযুক্ত পূর্ণিমা বসাক অল্পসংখ্যক ট্রেনিং স্কুল আছে। কলিকাতার ব্রাহ্ম ট্রেনিং স্কুল তদুপ একটি বিদ্যালয়। অন্যান্য ট্রেনিং স্কুলের মত ইহাতে সকল সম্প্রদায়ের ছাত্রী লওয়া হয় । ইহার লেডী fপ্রন্সিপ্যাল শ্ৰীযুক্ত পূর্ণিমা বসাক গত ২৬শে বৈশাখ বিলাত যাত্রা করিয়াছেন। সেখানে তিনি শিক্ষাদান প্রণালী প্রভৃতি সম্বন্ধে পাশ্চাত্য দেশসকলে আধুনিক •জ্ঞানলাভ করিবেন এবং আধুনিক অভিজ্ঞতার সহিত পরিচিত হইবেন । শিক্ষাদান বিষয়ে উপহার অভিজ্ঞতা ও দক্ষতা আছে। তিনি নারীশিক্ষণসমিতির প্রধান কৰ্ম্মী শ্ৰীযুক্ত কৃষ্ণপ্রসাদ বসাক মহাশয়ের বিধবা জ্যেষ্ঠ পুত্রবধূ।