পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বরিশালে মোটামুটি ৬০ ঘণ্টা ছিলাম। তাঙ্গার মধ্যে আহার নিদ্রাদি বাদে বেশী সময় দিতে হইয়াছিল দুই দিন শিক্ষক সম্মেলনের কাজে । একদিন অশ্বিনীকুমার দত্ত মহাশয়ের প্রতিষ্ঠিত ব্রজমোহন কলেজ তাহার অধ্যক্ষ সতীশচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় দেখাইলেন। কলেজ তখন বন্ধ ছিল । ঘর বাড়ী লাইব্রেরী, বৈজ্ঞানিক পরীক্ষাগারগুলি, ছাত্রদের ব্যায়ামশালা ইত্যাদি দেখিলাম। কলেজের হাত বেশ কলেজের অনেক গুহের মেজে ভরাট করিবার বড় । জন্ত মাটি ল ওয়াতেই হাতার মধ্যে কয়েকটি পুকুর কাট। \. হইয়া গিয়াছে । তাঙ্গতে ছাত্রনিবাসের ছাত্রদের স্নান সস্তরণ চলে । এষ্ট কলেজে ছাত্রীদিগকেও ভক্তি করা হয়। যত দূর মনে পড়িতেছে, এপন ছাত্রী-সংখ্যা পঞ্চাশ । অধিকাংশ হিন্দু পরিবারের মেয়ে । অল্পরুদ্ধ দিন এখানকার ব্রহ্মমন্দিরে উপাসন। করি । উপাসনার সময় স্থানীয় উপাসকমণ্ডলীর পুরুষ ও মতিল সভ্যেরা ছাড় শিক্ষক সম্মেলনের জন্তা আগত নান শিক্ষক ও উপস্থিত ছিলেন । “বাণীপীঠ” নামক বিদ্যালয়ের প্রাঙ্গণে বরিশালের মিউনিসিপাল কমিশনারগণ, স্বরাজ সেবক বৃন্দ, সাহিত্য পরিষদ এবং হিন্দুসভা আমার প্রতি প্রতি প্রদর্শনার্থ চারিটি অভিনন্দনপত্র পাঠ করেন। তাহার উত্তরে আমাকে বক্তৃত করিতে হয়। সভাস্থলে অনেক মহিলাও উপস্থিত ছিলেন। - আসিবার দিন ষ্টীমারে উঠিবার অব্যবহিত পূর্বে ঐ বিদ্যালয়ে একটি বক্তৃতা করি । তার নাম দিয়াছিলাম “ছাত্রদের সামাজিক কৰ্ত্তব্য ।” এই নামটি বোধ হয় স্থনির্বাচিত হয় নাই । অনেকেই মনে করিয়া থাকিবেন, আমি সমাজ সংস্কার সম্বন্ধে কিছু বলিব । সম্ভবতঃ সেই কারণে ছাত্র বেশী আসেন নাই, বয়স্ক লোকদেরও যেরূপ ভীড় ঐ বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথম দিনের সভায় হইয়াছিল এই বক্তৃতায় তেমন হয় নাই । *সামাজিক কৰ্ত্তব্য” আমি সামাজিক জীবদের কৰ্ত্তব্য অর্থে ব্যবহার করিয়াছিলাম। তাহার মধ্যে রাজনীতি, معة কহয় এক স্থানের কতকগুলি বিবিধপ্রসঙ্গ—বরিশালে বঙ্গীয় শিক্ষক সম্মেলনের অধিবেশন SASAMAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS రి)(t অর্থনীতি, সমাজসংস্কার, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সমস্তই আসে । শিক্ষক সম্মেলন উপলক্ষ্যে যে প্রদর্শনীর আয়োজন করা হইয়াছিল তাঙ্গ খুব শিক্ষাপ্রদ হইয়াছিল । দেশী কাপড় ও অন্যান্য জিনিস অনেক ছিল । তদ্ভিন্ন স্বাস্থ্যতত্ত্ব বুঝাইবার জন্য এবং রোগমুক্ত থাকিবার ও স্বাস্থ্যের উন্নতি করিবার উপায় জানাইবার মিমিত্ত যে-সব ছবি প্রদর্শিত হইয়াছিল, তাহাতে সুফল ফলিবার সম্ভাবনা । আর কতকগুলি চিত্র ও প্রতি রুতি দ্বার। কমি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, ধন প্রভৃতি বিষয়ে অন্ত কোন কোন দেশের সহিত ভারতবদের করিয়া ভারতের দুন্দশ বুঝান হইয়াছিল। এখন শিক্ষক সম্মেলন সপন্ধে কিছু বলি । নন স্থান হইতে কয়েক শত শিক্ষক আসিয়াছিলেন ত হঠয়ছিল। অামাদের শিক্ষয়িত্রীর সংখ্যা কম । তাহা হইলে ও সম্মেলনে পচিশজন শিক্ষয়িত্রী উপস্থিত ছিলেন শুনিয়াছি | সমিতির সভাপতি মহাশয়ের অভিভাষণ সারবন ইইয়াছিল। আমি কোন অভিভাষণ লিখিয় লইয়। ধাততে পারি নাই । মৌখিক কিছু বলিয়াছিলাম। তাছার চুম্বক শিক্ষকদিগের মাসিক পত্রিকায় বাহির হইবার কথ। সম্মেলনে অনেকগুলি প্রয়োজনীয় প্রস্তাব গৃহীত হইয়াছে। তৎসমুদয়ও উক্ত মাসিক পত্রিকায় প্রকাশিত হইবে । একটি প্রস্তাব এই ছিল, যে, এপনকার মত ১০টা হইতে ৪টা ইস্কুল ন৷ চালাহয়। প্রান্তে ও অপবাঞ্জে ইস্কুল চালাইলে সুবিধ। অসুবিধা, ফলাফল কি হইবে, তৎসম্বন্ধে শিক্ষ। বিযয়ে অভিজ্ঞ শিক্ষণতত্ত্বজ্ঞদিগের এবং স্বাস্থ্যতত্ত্বজ্ঞদিগের মত সংগ্ৰহ করিবার নিমিত্ত একটি কমিটি নিযুক্ত করা হউক । এইরূপ মত সংগ্রহ করা বিশেষ আবখ্যক । সকলের বা অধিকাংশের মতে যদি সকাল বিকাল ইস্কুল বসান ভাল হয়, তাহা হইলেও ইংরেজ-প্রবর্তিত রীতির ব্যতিক্রম করিতে অনেকে সমর্থ না-হইতে পারেন ; তথাপি শ্রেষ্ঠ কি তাহ জানা আবশ্যক। কোন কোন বিদ্যালয় এখন সকাল বিকাল বসিয়া থাকে। r এবং সম্মেলনের কাজ স্কনির্ববহি দেশে বালিক। বিদ্যালয়ের ও আভ্যর্থন। --۶ر...س. --- .۔ ۔ ۔ -------------------------------------------------------------------------------------------------------سیا۔