পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర్చి o প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড পুরস্কার প্রতিযোগিতা প্রবাসীর গ্রাহকদের বিবেচনায় ১৩৩৬ সনে প্রকাশিত সমুদয় মৌলিক ছোট গল্পের মধ্যে যে তিনটি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করিয়াছে ও ঐ বংসরে প্রকাশিত ভারতীয় চিত্রকলা রীতিতে আধুনিক চিত্রকর কত্ত্বক অঙ্কিত সমুদয় ত্রিবর্ণে মুদ্রিত চিত্রের মধ্যে যেটি পুরস্কারযোগ্য বিবেচিত হইয়াছে, তাহদের নাম ও ভোট সংখ্যা নিয়ে বিজ্ঞাপিত হঠল । চহাদের লেখকগণ ও চিত্রকর যথানির্দিষ্ট পুরস্কার প্রবাসী আপিসে আবেদন করিলেই পাইবেন । আমাদের লেখক ও পাঠকগণ অতু গ্ৰহ করিয়া স্মরণ রাথিবেন যে, পুরস্কার বিতরণ প্রবাসীর গ্রাহকগণের দ্বারা হইয়াছে। বাংলা সাহিত্যের ইতিহাসে ইতিপূৰ্ব্বে ছোট গল্প বা চিত্রের জন্য এই মূল্যের পুরস্কার কথন ও দেওয়া হয় নাই । এই পুরস্কার প্রবর্তনের সময়ে আমর। আশা করিয়াছিলাম, যে, ইহার দ্বার বাংল। দেশের কথাসাহিত্য ও চিত্রকলার যথার্থ মূল্য নিরূপণ হউক আর নাই হউক, অন্ততঃ আমাদের দেশের শিক্ষিত জনসাধারণের সাহিত্যিক রুচির একট। পরিচয় পাওয়৷ যাইবে । আমাদের এ অtশ সফল হয় নাই। আমাদের বহুসংখ্যক গ্রাহকের মধ্যে মাত্র সাতত্তির জন এই পুরস্কার প্রতিযোগিতায় ভোট দিয়াছেন । এই মুষ্টিমেয় ভোটের উপরই আমাদিগকে পুরস্কার বিতরণ করিতে হইতেছে । ইহাতে আমাদের প্রতিশ্রুতিরক্ষণ হইল বটে, কিন্তু পাঠকদের সাহিত্য-প্রীতি বা সাহিত্যিক বিচারেব কোন পরিচয় পাওয়া গেল না । গল্প প্রতিযোগিতার ফল ১ম পুরস্কার গল্পের নাম লেখক ভোটসংখ্য: २००९ গল্পিক পরশুরাম > こ ২য় পুরস্কার ১৫০~ রাণুর প্রথমভাগ শ্ৰীবিভূতিভূষণ > こ ৩য় পুরস্কার মুখোপাধ্যায় ১০০২ চাপা আগুন শ্রমাণিক বন্দ্যোপাধ্যায় ১৪ চিত্রপ্রতিযোগিতার ফল পুরস্কার চিত্রের নাম চিত্রকর ভোটসংখ্য; ১০০ আলো ও আঁধার এস-কে-ধর 3. o শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় ১২•।২, আপার সারকুলার রোড, কলিকাত প্রবাসী প্রেসে শ্ৰীসজনীকান্ত দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত