পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা J ബാബു.ു সঙ্কলিত বিবাদ-ভঙ্গার্ণব—ষাহ অনূদিত হইল।”* তর্কপঞ্চানন-সঙ্কলিত বিবাদ-ভঙ্গার্ণব গ্রন্থের মূল সংস্কৃত পাণ্ডুলিপি অনেকদিন সদর দেওয়ানী আদালতে ছিল। সদর দেওয়ানী আদালতের সমস্ত কাগজপত্র এখন কলিকাতা হাইকোটের তত্ত্বাবধানে আছে। ধৈর্যের সহিত অনুসন্ধান করিলে তর্কপঞ্চাননের পাণ্ডুলিপি এই-সব প্রাচীন কাগজপত্রের মধ্যে মিলিতে পারে। ( অর্থাৎ শেষখানি ) k সরকারী পেন্সন-ভোগ “বিবাদ-ভঙ্গার্ণব’ রচিত হইবার পর তর্কাপঞ্চাননের মাসিক তিন শত টাকা বেতন সরকার বন্ধ করিয়া দিলেন, কিন্তু হেষ্টিংসের আমলে যে এগারজন পণ্ডিত প্রথমে ব্যবস্থাপুস্তক সঙ্কলন করেন, তাহার কায্য শেষ হইবার পর ও পেন্সন পাইয়া আসিতেছিলেন । জানুয়ারি মাসে জগন্নাথ শৰ্ম্মা গভর্ণর-জেনারেল শোরকে পেন্সনের জন্য একখানি আবেদন পত্র পাঠান। পত্রপানি আমি ভারত-গবর্ণমেণ্টের দপ্তরখানায় আবিষ্কার করিয়াছি – - “হেষ্টিংস সাহেব যখন মহারাজ রাজবল্লভকে দিয়া আমার নিকট হিন্দু আইন গ্রন্থ সঙ্কলনের প্রস্তাব করিয়া পাঠান, তখন আমি উহাতে সম্মত হই নাই । হেষ্টিংস তখন রামগোপাল ন্যায়লঙ্কার-প্রমুখ নদীয়ার এগারজন পণ্ডিতের উপর ঐ কায্যের ভার দেন । বহু পরিশ্রমের ফলে তিন বৎসরে সঙ্কলন-কায শেষ হইলে, গ্রন্থের পাণ্ডুলিপি ইংলণ্ডে পাঠান হয়, কিন্তু অতুবাদ স্থবোধ্য না হওয়ায় উহা কতৃপক্ষের মনঃপূত হয় নাই । একথা শোর সাহেব আমাকে জানান। তিনি আমাকে হিন্দু আইনপুস্তক সঙ্কলনে হস্তক্ষেপ করিতে, এবং রচনা শেষ করিয়া স্তর উইলিয়াম জোন্সের হাতে দিতে বলেন । আমি জানিয়াছি, পূৰ্ব্বোক্ত নদীয়ার পণ্ডিতেরা তাঙ্গাদের কায্য শেষ হইয়। যাইবার পর, এখন ও নিয়মিতরূপে মাহিনা পাইয়া আসিতেছেন। ভাবিয়ছিলাম, কাৰ্য্যশেষে ১৭৯৩,

  • * Miscellaneous Essays by II. T. Colebrooke, A new edition, with notes, by E. B. Cowell, (1873),

- 1Աջ 473 পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন SMeeeMAeMeMAMMeAeeAMAAASAAAAS S ASAAAA AAAAMAMAMASAMMMSAASAASAASAASAAAS SAMAMMMMAMMAMMAMAMMAMAAAS AAAAAS MA SAMMMAS AMS \S\>\S) আমিও র্তাহাদের মত আমরণ বেতন পাইতে থাকিব । এই আশাতেই আমি কায্যভার গ্রহণ করি । আমার সঙ্কলিত আটশত পৃষ্ঠার গ্রন্থখানি ঠিকমত অনূদিত হইলে, আপনি পাঠ করিয়া বুঝিতে পারিবেন যে, উহ সঙ্কলন করিতে আমাকে কতটা পরিশ্রম করিতে হইয়াছে । গ্ৰন্থখানি সম্পূর্ণ করিয়া আমি গত ফেব্রুয়ারি মাসে [ ১৭৯২ ] স্তর উইলিয়াম জোন্সকে দিয়াছি, এবং সেই অবধি আমার মাহিনী বন্ধ করা হইয়াছে। পূৰ্ব্বে আমি পরিবার ও শিষ্যবৰ্গ প্রতিপালন করিতে সমর্থ ছিলাম, কিন্তু এখন বৃহৎ সংসার পরিচালনে অশক্ত । ১৭৮৮, ২২এ আগষ্ট আপনি অধীনকে এক খিলি পান দিয়া সম্মানিত করিয়াছিলেন। তাহাতে আমি বুঝিয়াছিলাম যে, আমি কোম্পানীর চাকরিতে বহাল থাকিব । কারণে আমি আপনাকে নিবেদন করিতেছি যে, পূর্বের আমাকে যাহা দেওয়া হইত, অনুগ্রহপূর্বক তাহ দিবার আজ্ঞা দিয়া, বৃদ্ধ বয়সে আমাকে ও আমার পরিবারবগকে রক্ষা করুন ।*** ১৭৯৩, ১১ই জানুয়ারি বোর্ডের সভায় আবেদনপত্ৰখানি পাঠ করা হইল । জগন্নাথ শৰ্ম্মার পাণ্ডিত্য - সদগুণের সম্মান-স্বরূপ র্তাহাকে জীবনের অবশিষ্টকাল মাসিক তিন শত সিক্ক টাকা পেন্সন দিতে বোর্ড সম্মত হইলেন, তবে একথা পরিষ্কার করিয়া জানান হইল যে, পণ্ডিতের মৃত্যুর পর তাহার পুত্র বা অপর কোনো আত্মীয় এই পেন্সন পাইবে না + এই

  • Public I), pl. Consultation, dated 11 Jan. 1793. No. 11.

† Publie 1)cpt. Proculgs., dated 11 Jany. 1793. জগন্নাথ শৰ্ম্মার পেন্সন-প্রসঙ্গে গভর্ণর-জেনারেল বিলাতের TFÍ*t*FCF (Acez :—"Ón our Procoelings of 11 Jany. 1793 a petition is recorded from Jagannath Sliarinii, the oldest Pandit in Bengal, and a man of great learning and of most respectable character .....In consideration of the very favourable testinonies. we have received, of the petitioner, his great and numerous family, we have granted him a pension of Rs. 300 per mensem, but it is not to be continued after the death to his family or descendants.”—Bengal Public Letter to the (ourt of I)irectors, dated Fort William 29 January, 1793. paras 56-57.

Աt՝.