পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তর্কপঞ্চাননের মৃত্যু ১৮০৭, নবেম্বর মাসে, শত বৎসরের উপর বয়সে ত্ৰিবেণীতে তর্কপঞ্চাননের মৃত্যু হয় । মৃত্যুর দিন অবধি তাহার তীক্ষুবুদ্ধি ও স্মৃতিশক্তি স্নান হয় নাই । তাহাকে তীরস্থ করিলে তাহার প্রধান নৈয়ায়িক ছাত্র বলেন,— “গুরুদেব । নানা শাস্ব পড়াইয়। বুঝাইয়া দিয়াছেন, ঈশ্বর কি বস্থ । কিন্তু ঈশ্বর কি বস্থ তাহ বুঝাইয় দেন নাই ।” এক কথায় অন্তর্জলী অবস্থায় তর্কপঞ্চানন ঈষৎ হাসিয়া, মনে মনে এই শ্লোকটি রচনা করিয়া ছাত্রকে বলিয়াছিলেন,— “নরাকারং বদস্ত্যেকে নিরাকারঞ্চ কেচন । বয়স্থ দীর্ঘসম্বন্ধাদ নারাকারাম্ (নারাকারাম ) উপাস্মহে ॥* “একদল ( ঈশ্বরকে ) নরাকার বলেন, কেহ কেহ বা নিরাকারও বলেন । কিন্তু আমরা দীঘসম্বন্ধের জন্য অর্থাং বহুকাল গঙ্গাতীরে বাস করার জন্য) নারা কারাকে ( অথবা নীরাকারাকে ) উপাসনা করি।” মৃত্য-তারিখ লইয়া মতভেদ গুগলী ঐতিহাসিক সমিতির অনুরোধে সরকার সম্প্রতি ত্ৰিবেণীতে তর্কপঞ্চাননের চণ্ডীমণ্ডপে মৰ্ম্মরফলকের ব্যবস্থা করিয়াছেন । তাহাতে জগন্নাথ তর্কপঞ্চাননের মৃত্যুর তারিখ–১৮০৬ সাল বলিয়। উল্লেখ করা হইয়াছে । অন্যান্য স্থলেও আমি এই তারিখটি দেখিয়াছি। অনেক দিন পূৰ্ব্বে উমাচরণ ভট্টাচায্য নামে তর্কপঞ্চাননের এক আত্মীয় পণ্ডিতের যে সংক্ষিপ্ত জীবনরচিত প্রকাশ করেন, সম্ভবতঃ তাহাই ভিত্তি করিয়া এই তারিখটি চলিতেছে। কিন্তু জীবনচরিত হিসাবে এই পুস্তকখানির মূল্য খুব কম,—কেবল জনপ্রবাদ ও প্রচলিত গল্পের ভাগই ইহাতে বেশী । ‘বিশ্বকোষ’ বা সুবলচন্দ্র মিত্রের অভিধানেও তর্কপঞ্চাননের যে সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া

  • শ্ৰীযুত পুর্ণচন্দ্র দে । উদ্ভটসাগর ) মহাশয় আমাকে এই সংস্কৃত শ্লোকটি দিয়াছেন। তিনি তর্কপঞ্চাননের রচিত আরও কয়েকটি উদ্ভট শ্লোক সংগ্ৰহ করিয়াছেন ।

" سے مہ،حیم، یمی،میمم۔ مہ:.rمست۔ یہ പാം যায়, তাহাতেও ভুল তারিখ দেওয়া আছে । জগন্নাথের মৃত্যু-তারিখ—১৮০৭ অক্টোবর । অল্পদিন হইল ভারতসরকারের দপ্তরখানায় অনুসন্ধানকালে, গভর্ণর-জেনারেল পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চাননের চণ্ডীমণ্ডপ - ত্রিবেণ লর্ড মিণ্টেণকে লিখিত, তর্কপঞ্চাননের পৌত্র কাশীনাথ শৰ্ম্মার একখানি আবেদন পত্র আমার নজরে পড়ে । পত্ৰখানির তারিখ ১৮০৮, ৫ই জাতুয়ারি । কাশীনাথ লিখিতেছেন, “তাহার পিতামহ জগন্নাথ তর্কপঞ্চানন গত অক্টোবর মাসে শতবর্ষের উপর বয়সে দেহত্যাগ করিয়াছেন।" ইহা হইতে তর্কপঞ্চাননের মৃত্যু-তারিখ স্পষ্ট জানা যাইতেছে । জগন্নাথের বংশধর কাশীনাথ শৰ্ম্মা কাশীনাথের আবেদন-পত্রে প্রকাশ, “তর্কপঞ্চাননের মৃত্যুর সঙ্গে সঙ্গেই র্তাহার মাসিক তিন শত টাকা পেন্সন সরকার বন্ধ করিয়া দিয়াছেন ; এক্ট অর্থসাহায্য বন্ধ হইলে তর্কপঞ্চাননের পরিবারবর্গের সংসার চালান দুর্ঘট হইবে, সঙ্গে সঙ্গে তাহার বংশধরগণের বিদ্যালুশীলনের পথ ও রুদ্ধ হইবে ।"+

  • “The humble petition of Kashinath Sharmama, grandson of the late Jagannath Tarka-panchanan most humbly showeth unto your Lordship that the said Jagannath Tarka-panchanan... died in October" last [1807) at the age of more than 100 years.-.” Publie I)ept. (ou. 8 January 1808, No. 100.

+ কাশীনাথের আবেদন-পত্রপানি আমি Modern Herica: (Sep. 1990, pp. 261-02), পত্রে প্রকাশিত করিয়াছি ।