পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ጫ8 প্রবাসা—আষাঢ়, >VL) ৩০শ ভাগ, ১ম খণ্ড SAAAAAA AAAA AAAAMMMAMAAA SS AASAA S তাহার ইচ্ছা হইল, এবার মেয়েটিকে দেখিতে পাইলে তাহাকে দুটা মিষ্ট কথা, দুটা সাস্তুনার কথা বলিবে । কেহ কিছু মনে করিবে ? যদি নিতাইবাৰু টের পায় ?...পায় পাইবে। খবরের কাগজে সে মাঝে মাঝে ছেলে-পড়ানোর বিজ্ঞাপন খুজিত, একদিন দেখিল কোন একজন ডাক্তারের র্তার বাড়ীর জন্য একজন প্রাইভেট টিউটার দরকার। গেল সে সেখানে । দোতালা বড় বাড়ী, নীচে বৈঠকখানা, কিন্তু সেখানে বড় কেহ বসে না, ডাক্তারবাবুর কনসালটিং রুম দোতলার কোণের কামরায়, সেখানেই রোগীর ভিড় । অপু গিয়া দেখিল নীচের ঘরটাতে অনূ্যন জন-পনেরো নানা বয়সের লোক তীর্থের কাকের মত হা করিয়া বসিয়া—সেও গিয়া একপাশে বসিয় গেল। তাহার মনে মনে বিশ্বাস ছিল, ঐ বিজ্ঞাপনটা শুধু তাহারই চোখে পড়িয়াছে—এত সকালে, অত ছোট ছোট অক্ষরে এককোণে লেখা বিজ্ঞাপনটা—সে ভাবিয়াছিল—উঃ–এ যে ভিড় দেখা যায় ক্রমেই বাড়িয়া চলিল ! কাহাকে পড়াইতে হইবে, কোন ক্লাসের ছেলে, কত বড়, কেহই জানে না। পাশের একটি লোক জিজ্ঞাসা করিল—মশাই জানেন কিছু কোন ক্লাসের— অপু বলিল, সেও কিছুই জানে না। একটি আঠারো উনিশ বছরের ছোকৃরার সঙ্গে অপুর আলাপ হইল । ম্যাটিকুলেশন ফেল করিয়া হোমিওপ্যাথিক পড়ে, টুইশানির নিতান্ত দরকার, না হইলেই চলিবে না, সে নাকি কালও একবার আসিয়াছিল, নিজের দুরবস্থার কথা সব কৰ্ত্তাকে জানাইয়া গিয়াছে, তাহার হইলেও হইতে পারে। ঘণ্টাখানেক ধরিয়া অপু দেখিতেছিল কাঠের সিড়িটা বাহিয়া এক একজন লোক উপরের ঘরে উঠিতেছে এবং নামিবার সময় মুখ অন্ধকার করিয়া পাশের দরজা দিয়া বাহিরে চলিয়া যাইতেছে । যদি তাহারও না হয় ! পড়া বন্ধ করিয়া মনসাপোতা— কিন্তু সেখানেই বা চলিবে কিসে ? চাকর আসিয়া জানাইল আজ বেলা হইয়া গিয়াছে, ডাক্তণরবাবু কাহারও সঙ্গে এখন আর দেখা করিবেন না। এক একখানা কাগজে সকলে নিজের নিজের নামধাম ও যোগ্যতা লিখিয়া রাখিয়া যাইতে পারেন, প্রয়োজন বুঝিলে জানানো যাইবে । ছেদো কথা । সকলেই একবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিবার জন্য ব্যগ্র হইয় পড়িল— প্রত্যেকেরই মনে মনে বিশ্বাস একবার গৃহস্বামী তাহাকে চাক্ষুয দেখিয়া তাহার গুণ শুনিলে আর চাকুরী না দিয়া থাকিতে পরিবেন না । হোমিওপ্যাথি-পড়া ছোকরা এখনি ছুটিয়া উপরে যায় আর কি, তাহাকে বরণ করিতে করিতে ওদিকে আর জন-দুই লোক কাহারও নিষেধ ন৷ মানিয়া সিড়ি বাহিয়া উপরে উঠিয় গেল ! অপুও ভাবিল সে উপরে যাইলে একবার চেষ্টা করিয়া দেখিত । তবে সে নিজের দুরবস্থার কথা কাহারও কাছে বলিতে পারিবে না। তাহার লজ্জা করে । দৈন্যের র্কামুনি গাহিয়া পরের সহানুভূতি আকর্ষণ করিবার চেষ্টা— অসম্ভব! লোকে কি করিয়া যে করে । প্রথম প্রথম সে কলিকাতায় আসিয়া ভাবিয়ছিল কত বড়লোকের বাড়ী অাছে কলিকাতায়, চাহিলে একজন দরিদ্র ছাত্রের উপায় করিয়া দিতে কেহ কুষ্ঠিত হইবে না। কত পয়সা তো তাদের কত দিকে যায় ? কিন্তু তখন সে নিজেকে ভুল বুঝিয়াছিল, চাহিবার প্রবৃত্তি, পরের চোথে নিজেকে হীন প্রতিপন্ন করিবার প্রবৃত্তি, এসব তাহার মধ্যে নাই । তাহার আছে—সে যাহা নয় তাহা হইতেও নিজেকে বড় বলিয়। জাহির করিবার, বাহাদুরা করিবার, মিথ্যা গৰ্ব্ব করিয়া বেড়াইবার একট। কুঅভ্যাস । তাহার মায়ের নির্বুদ্ধিত। এইদিক দিয়া ছেলেতে বৰ্ত্তাইয়াছে, একেবারে হুবহু---অবিকল । এই কলিকাতা সহরে মহাকষ্ট পাইলেও সে নিতান্ত অন্তরঙ্গ এক আধজন ছাড়া কখনও কাহাকে-তাও নিজের মুখে কখনও কিছু বলে না ! পাছে লোকে তাহাকে অবস্থাপন্ন ঘরের ছেলে না, ঠাওরায় ! পাছে ভাবে গরীব ! ইতস্ততঃ করিয়া সেও অপরের দেখাদেখি কাঠের সিড়ি বাহুিয়া উপরে উঠিতে গেল ! নীচের উঠান হইতে চাকরে ই ই করিয়া উঠিল—আরে কাহে আপলোক উপরমে যাতে ইে ?-- বাত, নেহি মানতে হেঁ, এ বড়