পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] স্বগীয় অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের কয়েকখানি পত্র ՏԵ-Գ দ্যায় মনীষিগণের তিরস্কারও আমাদের পক্ষে পুষ্পাঞ্জলি । আমাদের চেষ্টা শিল্প-সৌন্দর্য্য সমালোচনার চেষ্টা নয়, ইতিহাসের উপাদান সঙ্কলনের চেষ্ট। মূৰ্ত্তিগুলি যে ভাবসম্পদের বাহ ফুৰ্ত্তি, সেই ভাবসম্পদ কোন সময়ে কিরূপে বিকাশ লাভ করিয়াছিল, তাহার অনুসন্ধানচেষ্টাই আমাদিগের প্রধান চেষ্ট । Iconography সম্বন্ধে ষোড়শ শতাব্দীর গোপাল ভটের হরিভক্তিবিলাস নিবন্ধই শেষ নিবন্ধ—সনাতন গোস্বামী উহার টীকা লিথিয়াছিলেন । ইহা ভিন্ন টাকাসংযুক্ত আর কোন ও নিবন্ধ দেখি নাই । আমি এই গ্রন্থের পাণ্ডুলিপি সংগ্রহের জন্য পূৰ্ব্বেই লিখিয়াছি । ছাপার পুথিতে অনেক ভূলভ্রান্তি আছে । সনাতনের টাকাটি বড় সারগভ—অধ্যয়নে আনন্দ লাভ করা যায় । আপনার প্রেরিত ফটো অদ্য ও পাইলাম না । বগুড় যাইতে ব্যস্ত আছি বলিয়া দীর্ঘপত্র লিপিতে পারিলাম না,—ক্ষমা করিবেন। বরেন্দ্রের শ্রেষ্ঠ নিদর্শনগুলি বৃহং বলিয়া নানাস্থানে পড়িয়া আছে, সংগ্রহ করা হয় নাই—যথাস্থানে গিয়৷ দেখিতে হয় । যাহা এখানে আনা হইয়াছে তাহ অল্প, তাহাতে কেবল type সংগ্রহের চেষ্টাই অধিক । তন্মধ্যে সকল type-এরই কিছু কিছু নমুনা আছে । অলমতি বিস্তরেণ । ভবদীয় শ্ৰী অক্ষয়কুমার মৈত্রেয় (« ) ঘোড়ামার, রাজসাহী ১লা কাৰ্ত্তিক প্রীতিনমস্কার নিবেদনমিদং আপনার অন্তগ্রহ লিপি পাইয়া আনন্দ লাভ করিলাম । আমার কাজের সুবিধা করিয়া দিবার জন্য আপনি গ্রন্থাদি ধার দিলে ও প্রয়োজনমত গ্রন্থাদি হইতে কিছু কিছু সঙ্কলন করিয়া দিলে আমার প্রচুর উপকার হইবে। আপনার নিমন্ত্রণের জন্য ধন্যবাদ । অল্পকাল কলিকাতায় থাকা হইবে। তার মধ্যে নানাস্থানে দেখাশুনা করিব ; সুতরাং নিমন্ত্রণ গ্রহণ না করার জন্য অপরাধ লইবেন না। আমি অবশ্যই দেখা করিব এবং আপনার নিকট পুস্তকাদি ও প্রয়োজনীয় উপদেশ সাদরে গ্রহণ করিব । আমি কোনও ব্যক্তিগত কাজ করিতেছি না, — ইহা সকলেরই কাজ । কিন্তু এ কার্য্যের মর্য্যাদা বুঝিয়া সাহায্য ও উপদেশ দিবার মত লোক অল্প । এরূপ অবস্থায় আপনার মত অভিজ্ঞ ব্যক্তির নিকট অবশুই উপনীত হইব । আগামী কল্য পূজার নিমন্ত্রণ রক্ষার্থ নাটোর, দীঘপতিয় প্রভৃতি স্থানে যাইতেছি ; সেখান হইতে বিজয়ার পরই কলিকাতায় পৌছিব ও দেখা করিব । একখানা পুস্তিকা পাঠাইয়াছি, বোধ হয় পাইয়াছেন। আমাকে যাহা যাহা দিবেন কলিকাতায় গিয়াই লইব । ডাকে পাঠাইবেন না । অলমতি বিস্তরেণ। ভবদীয় শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয় (9) ঘোড়ামারা, রাজসাহী ১৭।১১১৭ ইং সবিনয় নিবেদন অনেক দিনের পর আপনার পত্র পাইয়৷ আনন্দলাভ করিলাম। আমাদের সংগৃহীত দ্রব্যাদির সংখ্যা ক্রমে বাড়িয়া যাইতেছে বলিয়া একটি স্বতন্ত্র মিউজিয়ম-বাটী প্রস্তুত করা হইতেছে । এই কাৰ্য্য শেষ না হইলে আমরা অন্য ব্যয়সাধ্য কায্যে হস্তক্ষেপ করিতে পারিতেছি ন, গ্রন্থাদি প্রকাশের ইহাই একটি প্রধান বাধা । আমাদের সংগ্রহকার্য্যের সঙ্গে অঙ্গুসন্ধানকার্য্য সংযুক্ত থাকায় সংগ্ৰহকায্য সৰ্ব্বদাই চলিতেছে তজ্জন্য পূৰ্ব্বাপেক্ষা অনেক নূতন মূৰ্ত্তিও সংগৃহীত হইতেছে । সার জন উড্রফ মহোদয় আপনার গ্রন্থখান দেখিতে দিয়াছিলেন, তাহার পর গভর্ণমেণ্ট হইতে আমরা উহার একখণ্ড প্রাপ্ত হইয়াছি। আমার শরীর এবার বড় ভাল নাই । আশা করি আপনার সৰ্ব্বাঙ্গীন কুশল । নিবেদনমিতি । ভবদীয় শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয়