পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&o


۔-م۔-م

উপলব্ধি করছি । প্রস্তুত ক’রে তুলছেন তিনি। একজন লেক্চারারের স্ত্রীর আচরণে মুগ্ধ হয়েছি। যখন মুসলমানেরা ভবেশ নন্দীর বাড়ী আক্রমণ করে AAA AASAAAA AAAASAAAA ঢাকা নবাবগঞ্জের একটি মুদির দোকান তখন মেয়ে দুটি বিউগল বাজিয়ে বিপদ-সঙ্কেত করে। হলের ছেলেরা নিশ্চিত মৃত্যুর মুখে ঝাপিয়ে পড়তে উদ্যত। বয়োবৃদ্ধের তাদের আটকাচ্ছেন । লেকচারার মহাশয়ের স্ত্রী র্তার ছেলেকে বললেন, “যা যা, তুই যা...” আর বীর মাতার আদেশ পাওয়া মাত্র পুত্র এক ছুটল অদ্যায়ের প্রতিরোধ করতে । অনেক কষ্টে তাকে ফেরানো হ’ল। লেকচারার পত্নীকে তিরস্কার করলেন, "ছেলেকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছিলে মা হয়ে ?” তাতে তিনি বললেন, "যারা বিপন্ন তারাও তোম, তাদেরও তো ছেলে আছে ?” ঢাকা-হলের লোকরা ৫০০ লোকের আহার, চিকিৎস:, স্বাস্থ্যরক্ষার বন্দোবস্ত, রক্ষণাবেক্ষণ ইত্যাদি নিয়ে দিব|রাত্রি ব্যস্ত আছেন। সবাই ঢাকা ছেড়ে পালাচ্ছে । কিন্তু যতক্ষণ একজন লোকও ঢাকা-হলে আশ্রয় নিয়ে থাকবে, ততক্ষণ হলের লোকদের নড়বার জো নাই। তারা অবরুদ্ধ দুর্গে আছেন। প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ AASAASAASAASAASAASAA AAAAM MMAM MSMSMMSAMMMMMAMAMMAeeeMAMA SAMMAMMAMSMAMMMAMAMSMSMS দেশকে অন্যায়ের সঙ্গে যুদ্ধের জন্য ভাগ, ծ*[ ფNლy /* هo ] AASAASAASAASAASAASAAMMAMMSAASAAAS ( 3 ) 〉-ぐ2ー〉 Rこc কাল রাত্রে ঢাকা-হলের আশ্রিতদের সেন্সস নেওয় হয়েছিল ; তাতে এখনও সেখানে ৬৯ পুরুষ, ৭৪ স্ত্রীলোক ও ১০ ৭ বালক বালিকা শিশু আছে । র্যারা সৰ্ব্বভ্ৰান্ত ও আহত হয়ে এসেছেন তারাও অত্যাচারীদের নাম প্রকাশ করতে সাহস করছেন না ; হিন্দুসভা ও কংগ্রেস রিপোর্ট নিতে এসেছিলেন ; এরা কারও নাম করতে সাহস করলেন না অথচ উারা বলছেন যে, অনেককে র্তার চেনেন, তারা পাড়ারই লোক, এমন কি [ কোনও মুসলমান বাড়ীর একজনের ] মোটর গাড়ীও র্তার আক্রমণের সময় গতায়াত করতে দেখেছেন । রোজ সন্ধ্যার পরে [ কোনও মুসলমান ] বাড়ীর মোটর ঢাকা-হলের চারিদিকে ঘোরাফের করে। লুটের পর যখন পুলিস এসেছে তখনও তারা মুসলমান জনতাকে কেবল মাত্র কথায় হঢ় যাও হঢ় যাও ব’লে সরিয়ে দিয়েছে, আর হিন্দুর বাড়ীতে থানাতল্লাসী করেছে বাড়ীতে কোন অস্ত্রশস্ত্র অাছে কিনা। যে-সব লোক আত্মরক্ষার্থ বন্দুক আওয়াজ করেছে তাদের বন্দুক বাজেয়াপ্ত করা হচ্ছে। স্বয়ং [*] নাকি এক লুষ্ঠিত বাড়ী দেখে যাবার সময় একখানি মাউণ্টেড বাঘের চামড়া নিজের বাড়ীতে নিয়ে গেছেন। কাপড়ের দোকানের লুণ্ঠনাবশেষ পুলিসের লোকে মোটর বোঝাই ক'রে বাড়ী নিয়ে গেছে। কাল হিন্দুসভার লোকদের সঙ্গে শহর দেখতে বেরিয়েছিলাম। দেখলাম কয়েকজন মুসলমান একখানা ঘোড়ার গাড়ীর ছাদে চালের বস্তা ও ভিতরে তেল ঘিয়ের টিন বোঝাই ক’রে নিয়ে চলেছে । চকে জেলের সামনে কাল তিন টাকা মণ চাল ও এক টাকা

  • একজন পুলিস অফিসার ।