পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ঢাকায় লুট খুন গৃহদাহ 896: می-مینہ س. حجحمیتوابسته ১৫১৬ জন মুসলমানকে গেরেপ্তার করেন । বাকী লোক মসজিদে গিয়ে লুকোয় । একথা তাকে বলা সত্ত্বেও তিনি মসজিদের লোকদের কিছু বলেন নি। পুলিস এখনো অনেক মুসলমানের বাড়ী তল্লাস করলে অনেক চোরাই মাল ধরতে পারে। মুসলমানের ভয়ে মৃতদেহের সৎকার করা দায় হয়ে উঠেছে । ওরা শ্মশানে জটল্প করে । দাঙ্গার সময় শ্মশানযাত্রী দুজনকে খুন করেছিল । এই-সব কুৎসিং হিংস্র ব্যাপারের মধ্যে ভালোমন্দ মেশানো একটি ঘটনা জানান দরকার । একজন ব্রাহ্মণ লেকচারার যখন দোতল। থেকে লাফিয়ে পাশের বাড়ীতে পড়েন তখন একটি মুসলমান ছাত্র তাড়াতাড়ি তাকে লুঙ্গি পরিয়ে পৈত ছড়িয়ে মুসলমান: ব’লে পরিচয় দিয়ে তার প্রাণরক্ষা করে । ছাত্রটির উদ্দেশ্য ভালই ছিল, কিন্তু প্রাণের জন্যও নিজের পহ্মমত গোপন করার হীনতার লজ্জা ভুল্বার নয় । (tz) br- - S & tు ম্যাজিষ্ট্রেটু ঢাকা-তলে এসে আর একটা প্রশ্ন ক’রেছিলেন, “এত লোকের খাওয়ার কি লাবস্থা হয়েছে ?” উত্তর। “প্রথম ৪ বেলা আমরা এদের খাইয়েছি, পরে যে যার নিজের নিজের ব্যবস্থা করেছেন । কেবল তিনটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে এসে আশ্রয় নিয়েছেন ; তাদের খাওয়ার ব্যবস্থ। আমাদেরই করতে হয়েছে।” ম্যাজিষ্ট্রেট আর কিছু জিজ্ঞাসা করলেন না। কয়েকটি পরিবার একেবারে একবক্সে এসেছিলেন । কেউ কেউ পরে দ্রব্যাদি উদ্ধার করেছেন ; কারে কিছুই নেই। এক পেন্সনভোগী বৃদ্ধ ছাত্রদের বিছানায় শয়ন করেন ও সপরিবারে ছাত্রদের আতিথ্যে ঢাকা-হলে বাস করছেন । Hindu citizens’ Relief committee হ’য়েছে । র্তারা নিঃস্ব পরিবারদের চাল ও টাকা সাহায্য ক’রে গেছেন । এবং চাল কিনে অন্তদেরও বাড়ীতে পৌছে দেবেন বলেছেন, র্যাদের চাল ডাল পাওয়া দুষ্কর । কায়েতটলীর একটি বাড়ী । মালিক পুলিসে কাজ করেন বাজারে প্রত্যেক দোকানে ২৪ জন মুসলমান পাহার থাকে ; তার হুকুম করে এই বাবুকে পাচ, ঐ বাবুকে দশ সের দেবে, বেশী দিলে দোকান লুট করব । ক্রমশঃ বহু হিন্দু বাজার বস্ছে। ম্যাজিষ্ট্রেট সেই বাজারের দোকানীদের পুরাতন বাজারে যাবার জন্য নিজে গিয়ে অন্তরোধ করছেন ; কিন্তু দোকানীরা বলছে আমাদের লেতে সাহস হয় না । পরশু দিনের বেলা ও দুজন মুসলমান ঢাকা-হলে আশ্রিত এক ভদ্রলোককে পথে অতকিতে ছোরা নিয়ে তাড়া করেছিল । তিনি পায়ের জুতো খুলে ফিরে দাড়ানোতে আততায়ীরা থমকে যায় এবং সেই সময় আর একজন হিন্দু পথিক আসাতে তারা পালিয়ে যায় । S ) ৮-৬-১৯৩০, রাত্রি ভবেশ নন্দীকে গেরেপ্তার করার পর তার পিতা ছাড়া আর সকলেই বাড়ীতে ছিলেন, শুধু মেয়ে দুটি নয় । ( যারা বাড়ীতে ছিলেন, তাদেরই গ্রপ