পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•I ෆ ۔۔م۔م۔م۔ -- পুকুরের জোরাল মাটির পাহাড়ের উপর আনারস গাছ লাগাইয়া প্রতি বৎসর সহস্ৰাধিক টাকা লাভ করিতেছে। তাহার জমির পরিমাণ চারপাচ বিঘার অধিক নহে। উহাতে এ বৎসর চারি হাজারের অধিক আনারস হইয়াছে, লভ্যাংশ ৮০০ হইতে ১,০০০ টাকা পৰ্য্যন্ত । মেনাজ সেখ বেগুন, কুমড়া, ঝিঙ্গা প্রভৃতি অন্যান্য তরকারীও উৎপন্ন করে । তাহাতে ও বারমাস তাহার ব্যবসা চলে । অকালে আনারসগুলি w০ আনা হইতে ১০ সিকা পৰ্য্যন্ত বিক্রয় প্রবাসী—বৈশাখ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ম খণ্ড SAASA SAASAASSAAAAAAMAMMMMMAMAAAASASASS হয়, যথাকালে তাহার আনারসগুলির বিশেষত্ব আছে বলিয়া ৩/০ আনা হইতে loy০ আনা পর্য্যন্ত বিক্রয় হয়। এই আনারসের ব্যবসায় সে সঙ্গতিসম্পন্ন হইয়াছে।” আর আমরা ভদ্রলোক ঘরবাড়ী ছাড়িয়া বিদেশে গোলামি করিতে যাই, আর চাষকে চাষার কাজ বলিয়া উপহাস করিয়া থাকি ! *

  • ফরিদপুর সরকারী কৃষিক্ষেত্রে কৃষি ও শিল্প-প্রদর্শনীর পুরস্কারবিতরণ-সভায় মৌগিক বক্ততার সারাংশ স্ত্রীরবীন্দ্রনাথ মিত্র বি-এ কত্ত্বক অনুলিখিত ।

অপেক্ষায় শ্ৰীঅনিলবরণ রায় ছিল যবে শূন্ত সব, শব্দ স্পন্দহীন, নাহি ছিল সূৰ্য্য চন্দ্ৰ নাহি গ্রহ তারা, ঘনীভূত ছিল শুধু অনন্ত আঁধার— সে-নিবিড় তমোপুঞ্জ করি বিদারণ কোন শক্তিবলে কোন মায়ার কুহকে করিলে জগৎমঞ্চে জ্যোতির প্রকাশ ! আজো নিত্য হয় তার পুনরভিনয় প্রকৃতির বক্ষোপরি ; আলোক পরশে জাগি বিহঙ্গম নিত্য গাহে তব জয় ; পুষ্পে পুষ্পে ফুটে উঠে নব অঙ্কুরাগ, বিপুল বিস্ময়ে ধরা প্রণমে চরণে ! জানি আমি একদিন এমনি করিয়| নূতন আলোক মাঝে উঠিব জাগিয়৷ তোমারি কৃপায় কেটে যাবে মোহঘোর উষার কিরণছট। লাগিয়া নয়নে ; আপনি উঠিবে বাজি হৃদয়বীণায় তোমার বন্দনা-গীতি, ভরিবে ধরণী দিব্য রূপে, রসে, গন্ধে ; প্রভাতের গানে এ-জীবন কুঞ্জ মম হবে মুখরিত— তাই উৰ্দ্ধমুখে আছৈ শাস্ত অপেক্ষায় ।