পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 R. প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড মাউণ্ট উইলসন মানমন্দিরের ১ • • •ত ইঞ্চ ব্যাসের পূরবীণ । ইহা জগতের বৃহত্তম দূরবীণ ! ইহার দ্বারা তার ও নীহারিকার ফটোগ্রাফ তোলা হয় । মাউন্ট উইলসন, মানমন্দিরের একটি দৃষ্ঠ কৃত্রিম উপায়ে কয়েক ঘণ্টার মধ্যে ফল পাকান— যুক্তরাজ্যের কৃষিবিভাগের গবেষণা বিভাগ কৃত্রিম উপায়ে কয়েক ঘন্টার মধ্যে ফল পাকাইবার একটি উপায় উদ্ভাবন করিয়াছে । যে ফলগুলিকে পাকাইতে হইবে সেগুলিকে “এথেলিন” গ্যাসপূর্ণ একটি বাক্সে রাখিয়া দেওয়া হয় । গাছে থাকিয়া পাকিতে যে ফলের কয়েকদিন বা কয়েক সপ্তাহ লাগিত, ইহাতে সেগুলি কয়েক ঘণ্টার মধ্যে পাকিয়া যায়। এই গ্যাসের দ্বারা ফলের রং উজ্জ্বল করা যায় কৃত্রিম উপায়ে পাকান নাসপাতি এবং মিষ্টতাও বাড়ান যায়। উপরের ছবিতে কৃত্রিম উপায়ে পাকান কতকগুলি নাসপাতি দেখান হইয়াছে । ‘শ্লট যন্ত্রে ছাত বিক্রয়— বার্লিনে ছাতা ফেরি করিবার একপ্রকার যন্ত্র আবিষ্কৃত হইয়াছে। এই যন্ত্রে পনর সেন্ট মূল্য দিয়া একটি ছাত। টানিয়া আনিতে পারা যায়। বার্লিনের পথচারীরা বৃষ্টি হইলেই এই যন্ত্রের সদ্ব্যবহার করিয়া থাকে। বিপদে বন্ধু এই ছাতার উপরে তৈলাক্ত কাপড় থাকে এবং কাঠের একটা হাতল থাকে।