পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ফলের বাগান”—উইলিয়াম মরিসের পরিকল্পনা হইতে রেশমী সুতায় বোন ট্যাপেষ্ঠী “প্রি-র্যাফেলাইট” চিত্রকলা ইয়ুরোপীয় চিত্র কলার ইতিবৃত্তলেখক ও অনুরাগীর কাছে তীর্থস্থান বলিয়া গণ্য হইবার মত কোন জায়গা যদি থাকিয়া থাকে, তবে সে ফ্লোরেন্স ও প্যারিস। ইহাদের প্রথমটি খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে আরম্ভ করিয়া মোড়শ শতাব্দী পর্য্যন্ত ইয়ুরোপের চিত্রকলাকে রূপ ও বাণী দিয়া আসিয়াছে, অপরটির ছায়া বৰ্ত্তমান যুগের সমগ্র শিল্পসাধনার উপর রঙীন মেঘের মত বিস্তৃত। জোত্তে', মাসাচুচে, পিয়েরো দেল ফ্রাঞ্চেস্কা ( ইতি আম্বি য়ান হইলেও ফ্লোরেটিন প্রভাবেই অনুপ্রাণিত ), বতিচেলি, লিওনার্দো, মাইকেল এঞ্জেলো, রাফায়েল (পিয়েরো দেলা ফ্রাঞ্চেস্কার মত ইনিও ফ্লোরেন্সের প্রভাবে প্রভাবাম্বিত)— অঁ্যাগর, দ্যলাক্রোয়, মোনে, দেগা, স্তর, সেজান, মাতিস, দ্যরে, ইতাদের বাদ দিলে অতীত ও সমসাময়িক যুরোপীয় চিত্রকলার ইতিহাসে আর বিশেষ কিছু থাকে ন— অবশ্য দুই এক জন ভেনিশিয়ান এবং ভেলাস্কেথ ও রেমব্রাণ্ট ছাড়া । প্যারিস ও ফ্লোরেন্স, এই দুইটি জায়গার শিল্পচর্চার বিশেষত্ব এই যে, এখানকার শিল্পীরা সমভাবে চিত্রকলার হাতে-কলমে সাধন ও বৈজ্ঞানিক আলোচনা করিয়া একটির দ্বার অপরটিকে সমৃদ্ধ করিয়াছেন। চিত্রকলার ইতিহাসে যে সকল তথ্য “আবিষ্কার” বলিয়া পরিগণিত সে সবই প্রায় ফ্লোরেন্স ও প্যারিসের চিত্রকরদের কান্তি । সেজন্যই চিত্রকলার বিবৰ্ত্তন ও ধারাবাহিক ইতিহাসে এই দুইটি জায়গার স্থান এত উচ্চে । ফ্লোরেস ও প্যারিসের এই বিশেস কৃতি স্টুকু স্বীকার করিয়া লইলেই অন্য অন্য দেশের চিত্রকলার যথোচিত প্রশংসা করিবার পথে আমাদের আর কোন বাধা থাকে ল| চিত্রকলার বৈজ্ঞানিক চচ্চায় না হউক, অসামান্য চিত্রাঙ্কণনৈপুণ্যে ভেনিস, হল্যাণ্ড অথবা ফ্ল্যাণ্ডাসের শিল্পীদের স্থান কাহারও নীচে নয়। তাহার পরেই ফ্রান্সের সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর চিত্রকলা এবং জাৰ্ম্মেনী, স্পেন ও ইংলণ্ডের চিত্রকলার স্থান । এই সকল বিভিন্ন শিল্পরীতির প্রত্যেকটিই বিভিন্ন দিক হইতে কলাশিল্পকে পরিপুষ্ট ও সমৃদ্ধ করিয়াছে। চিত্রকলার ইতিহাসে ইহাদের প্রত্যেকটিরই নিজস্ব দান আছে। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি ইংলণ্ডে চিত্রকলার যে বিশিষ্ট একটি রূপ দেখা দিয়াছিল, এই প্রবন্ধের তাছাই আলোচ্য বিষয় । একদিক হইতে দেখিতে গেলে “প্রি-র্যাফেলাইট ব্রাদারহুড”-এর হুঃ শিল্প ইংলণ্ডের চিত্রকলার ইতিহাসের একটি অবাস্তর অধ্যায় মাত্র । ইহার সহিত অতীত ও পরবর্তী যুগের চিত্রকলার কোন মূলগত সম্পর্ক নাই। ষোড়শ ও সপ্তদশ শতকে ইংলণ্ডে ফ্লেমিশ প্রভাবযুক্ত ও