পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8やo প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড ബു বলিয়াছেন তাহার কিঞ্চিৎ আলোচনা অন্তর করা হইলে । ভারতবর্ষ প্রবাসী ইয়ুরোপীয় সম্প্রদায় সম্বন্ধে কমিশনের খুব উচ্চ ধারণা। এ সম্বন্ধে কমিশন বলেন, এত অল্প সংখ্যক লোকের দ্বারা এত বড় ও এত দূরগামী পরিবর্তনের দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ভারতবর্ষে দেশীয় ও ইউরোপীয়দের সামাজিক মেলামেশার কোন ব্যাঘাত আছে বলিয়া কমিশন মনে করেন না। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বর্ণনাপ্রসঙ্গে কলিকাতা সম্বন্ধে যাহা বলা হইয়াছে তাহ বিশেষ Ētg:ICTf5U i Ffola Italã, “Calcutta hos lecome a great Hindu intollectual and poli ical centre : with its n w8papers and its enormous university, it exercises a profound influence over the views of the province--an influence which naturally does not stop at its boundaries.” রিপোর্টের ২য় হইতে ৫ম ভাগে ভারতবর্ষের বর্তমান শাসনতন্ত্র সম্বন্ধে বিভিন্ন দিক হইতে তালোচনা করা হইয়াছে। ২য় ভাগে বৰ্ত্তমান শাসনতন্ত্র, ৩য় ভাগে রিফর্মুড় শাসনপ্রণালী, ৪র্থ ভাগে আমলাতন্ত্র, ৫ম ভাগে রাজস্ব সংগ্রহের বিবরণ দেওয়া হইয়াছে । এই বিবরণের মধ্যে ভবিষ্ণুতের কনষ্টিটিউগুন সম্বন্ধে কোন কথা না থাকিলেও. যাহা আছে তাহাতে সাইমন কমিশন ভারতবর্ষের শাসনতন্ত্রের কোন গুরুতর পরিবর্তনের পক্ষে মত দিবেন বলিয়া মনে হয় না । রিপোর্টের এই অংশে সিভিল সার্ভিসের কার্য্যতৎপরতা ও প্রয়োজনীয় তার সম্বন্ধে অনেক কথা আছে। রিপোর্টের ষষ্ঠ ভাগে শিক্ষণবিস্তার Qū সম্বন্ধে আলোচন করা হইয়াছে ! এসম্বন্ধে কমিশন বলেন, নিরক্ষর • ক্রমশঃ কমিয়া আসিতেছে বটে কিন্তু, ভারতবর্ষের সকল লোকে নিরক্ষরত দূর হওয়া এখনও সুদূরপরাহত । শিক্ষক নিয়োগ । পরিদর্শনের ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন । রিপোর্টের শেষ খণ্ডে রাজনৈতিক প্রশ্ন সম্বন্ধে এদেশের লোকেদে: ধারণার কথ! আলোচনা করা হইয়াছে । কমিশন বলেন, রাজনৈতিক আন্দোলন অল্পসংখ্যক শিক্ষিত লোকের মধ্যে আবদ্ধ । কৃষক ও সাধারণ লোক এখনও নিজেদের দৈনন্দিন জীবন ও চিরপ্রচলিআচার-ব্যবহারের মধ্যেই ডুবিয়া আছে। রাজনৈতিক চিপ্তাধার ইয়ুরোপের দ্বারা অনুপ্রাণিত। এদেশের রাজনৈতিক আন্দোলন সম্বন্ধে কমিশনের সুচিন্তিত অভিমত এই – “We should say without hesitation that with all its variations of expression and intensity, the political sentiment which is most widespread among all educated Indians is the expression of a demand for equality with Europeans and a resentment against any suspicion of differential treatment. The attitudo the Indian fakes up on a given matter is largely governed by considerations of his self-respect. It is a great deal more than personal feeling ; it is the claim of the East for due recognition of status. সাইমন কমিশন ও ভারতবর্ষ - দুই বৎসর পূৰ্ব্বে এবং আজও