পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রিটানিকা শান্তি ভারতপ্রবাসী ও ব্রিটেনবাসী ইংরেজরা এবং তঁহাদের পাশ্চাত্য বন্ধুরা বলিয়া থাকেন, যে, ব্রিটেন ভারতবর্ষে শান্তি স্থাপন করিয়াছেন । ইহা এই অর্থে সত্য, যে, সিপাহী বুদ্ধের পর ভারতবর্মের মধ্যে তেমন কোন বড় যুদ্ধ হয় নাই । কিন্তু এই ব্রিটানিকী শাস্তির অর্থ এ নয়, যে, দেশে দাঙ্গহাঙ্গামা লুটতরাজ রক্তপাত হয় না। তাহা বরাবরই আছে ; ক্রমশঃ সেরূপ ঘটনার সংখ্যা, ব্যাপকতা ও ভীষণত বাড়িয়া চলিতেছে । গান্ধীজির অহিংস অবাধ্যতা ইহার কারণ নয় । অসহযোগ আন্দোলনের পূৰ্ব্বেও এরূপ ঘটনা ঘটিত । এখন ঘটিতেছে, প্রধানতঃ লাঠি ও অন্য অস্ত্র দ্বারা স্বরাজলাভপ্রচেষ্ট থামাইবার চেষ্টা করাতে । ব্রিটানিকী শাস্তির র্যাহার প্রশংসা করেন, তাহার আধুনিক দাঙ্গা-হাঙ্গামা লুটতরাজ রক্তপাত প্রভৃতির উল্লেখ করিয়া বলেন, ইংরেজরা চলিয়া গেলে ভারতবর্ষের যেরূপ অবস্থা হইবে, ইহা তাহার নমুনা । কিন্তু এখানে যুক্তিতে ভুল আছে। ঘটনাগুলি ঘটিতেছে ইংরেজ-রাজত্বে, ংরেজ পূর্ণপ্রতাপশালী থাকিতে থাকিতে । সুতরাং ইংরেজ চলিয়া গেলে কি ঘটিবে, তাহার প্রমাণ বা নমুনা এগুলি হইতে পাওয়া যায় না। ইংরেজ-রাজত্বে কি ঘটে ও ঘটতে পারে, ব্রিটানিকী শান্তির সীমা কোন খান পয্যন্ত, শাস্তিরক্ষার শক্তি বা ইচ্ছ। ব্রিটিশ সাম্রাজ্যের কত টুকু, এগুলি হইতে তাহারই পরিচয় পাওয়া যায়। আগে ইংরেজ সম্পূর্ণ সরিয়া দাড়ান, তাহার পর যাহ ঘটিবে, তাহা হইতে ইংরেজবর্জিত ভারতবর্ষের অবস্থার ঠিক ধারণ জন্মিতে পারিবে । ইংরেজবর্জিত ভারতবর্ষের অবস্থা এখনকার চেয়ে ভালও হইতে পারে, মন্দও হইতে পারে, কিংবা এইরূপই থাকিতে পারে। কিন্তু বৰ্ত্তমান অবস্থা হইতে তৎসম্বন্ধে এরূপ অকুমান করা যায় না, যে, ইংরেজ চলিয়া গেলে অবস্থা নিশ্চয়ই আরও খুব খারাপ হইবে। ব্রিটানিকী শাস্তির ভক্তেরা বলেন, ইংরেজ চলিয়৷ গেলে ভারতবর্ষের অবস্থা কিরূপ হইবে, তাহ হিন্দুমুসলমানের দাঙ্গ হইতে বুঝা যায়। এ অনুমানও ঠিক নয়। ইংরেজ থাকিতে যাহা ঘটিতেছে তাহা, ইংরেজের অবর্তমানে কি ঘটিবে, তাহার নমুনা হইতে পারে না। ঢাকায় হিন্দুমুসলমান মাহার বহু শতাব্দী ধরিয়া প্রতিবেশীরূপে বাস করিয়াছে এবং পরেও করিবে, যাহাদের মধ্যে অকপট বন্ধুত্বের দৃষ্টান্তের অভাব নাই, যাহারা পরস্পরের নিকট উপকার পাইয়াছে ও পাইবে, এক শতাব্দী পূৰ্ব্বে যাহাদের সম্বন্ধে ডাক্তার টেলার তাহার টপগ্রাফী অব, ঢাকা পুস্তকে লিখিয়াছিলেন— “Religious quarrels between the Hindus and Mahomedans are of rare occurrence. These two classes live in perfect peace and concord, and a majority of the individuals belonging to them have even overcome their prejudices so far as to smoke from the same hook th: "-(Dr. Taylor's The Topography of IJacca, ch. ix, p. 257.) তাহাদের মধ্যে অস্তযুদ্ধের কল্পনা করাও শোকাবহ ও লজ্জাকর । কিন্তু বর্তমান বৎসরে কয়েক মাসের মধ্যেই বার বার যাহা ঘটিয়াছে, তাহাতে বাধ্য হইয়া এরূপ ব্যাপারের আলোচনা করিতে হইতেছে । অপ্রীতিকর বলিয়া কোনও ব্যাপারের সম্মুখীন হইতে বিরত থাকা উচিত নহে। পূৰ্ব্ব বঙ্গের সকল জেলাতেই হিন্দু অপেক্ষ মুসলমানের ংখ্যা বেশী। কিন্তু ঢাকা শহরে মুসলমানের চেয়ে