পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮌb~ SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA সে ছেলে কোলে নিয়ে মেয়ের হাত ধরে ঘর হতে বাহির হয়ে এল । তখন তারার স্করভরা অনন্ত আকাশ তার মুখের দিকে অনস্ত ভাষা-ভরা চাউনি মেলেই চেয়েছিল। 激 弊 膏 শিয়ালদহ ষ্টেশনে ছোট একথান৷ ইণ্টার ক্লাস কামরার মধ্যে মমতা থোকাকে কোলে নিয়ে বসেছিল । শিউলি মার ঘাড়ে মাথা রেখে ধূমূচ্ছিল। কোলের ছেলেও নিদ্রিত। রুক্ষ্ম ঘনরুম অযত্ন-রক্ষিত কুণ্ডলীক্লত কবরীটায় মাথার কাপড়টা অৰ্দ্ধশ্বলিত হয়েও আটকে গিয়েছিল । জনতার আস যাওয়া, ফিরিওয়ালার কলরব, লোকদের উঠানাম, এই সবের মধ্যে নিনিমেগ দৃষ্টি মেলে মমতা নিজের বাড়ীখানার কথাই মনে মনে ভাবছিল । এতক্ষণ নিশ্চয় তার স্বামী সেখানে ফিরেছেন, সদরদ্বার খোলা দেখে হয়ত অবাক হয়ে গিয়েছেন, কি-কি । নিজের ঘরে তালাবন্ধ তাও তাকে হয়ত কম বিস্মিত করেনি। দুই একবার বোধ হয় তিনি তাকে রান্নাঘরে খুজে এসেছেন। থোকাকে শিউলিকে হয়ত বারে বারে ডেকেছেন। শেষে তালা ভেঙে ঘরে ঢোকা স্থির ক’রে প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড MAM AAAA ASASASAMAMA SAMAAA AAAASASASS হয়ত ঢুকে পড়েছেন। সেখানে সে আলো জেলে, খাবার রেখে এসেছে ; আজ অন্ততঃ কিছু হবে না। কিন্তু — যদি তাকে গৃহত্যাগিনী জানতে পেরে, তিনি তার স্ব হস্ত-প্রস্তুত খাদ্য, স্বহস্ত-রচিত শয্যা—স্পশও না

  • "عح عحمتباہ ہمہ ہیہ یہ...xی.

বিছানা পেতে র্তার অসুবিধা করেন ? সৰ্ব্বাঙ্গ দিয়ে মমতার একটা লজ্জার ঝড় বয়ে গেল । দাত দিয়ে অধর দংশন ক’রে সে একটা বিপুল ক্ৰন্দনোচ্ছাসকে চাপতে লাগল । ট্রেন বংশীধ্বনি করে ছাড়ল । চলতি গাড়ীর সামনে ছুটতে ছুটতে নরেন্দ্র বলে গেল, “আমি পাশের গাড়ীতেই আছি । তোমার কিছু ভয় নেই।” 激 寮 紫 অসীম মমতা ব্যথ। মাখা চাউনি মেলে গাড়ীর জানালার পথে অসীম আকােশ তার মুখের দিকেই চেয়ে ছিল। স্বপ্ন দেখে খোকা কেঁদে উঠ,ল । তাকে জড়িয়ে ধরে এতক্ষণ বাদে একটি দীর্ঘশ্বাস মোচন করে মমতা বলল, ‘ষ্ট’ । বঙ্গলক্ষ্মী শ্ৰীগোপাললাল দে তোমারে হেরেছি রোগে, শয্যাপার্শ্বে জাগর যামিনী, জাগিছ নিম্পন্দ বক্ষে ; হেরিয়াছি পুনঃ স্বামিহীন, ' পালিছ অনাথ পুত্রে ; অসহায়, নিঃস্ব, একাকিনী, কঠোর সংযম পুণ্যে দীপ্তরুচি, শুচিকায়া, ক্ষীণ । সতত ত্বরিত-পদ, উদাসীন নিজ মুখ পানে, দেখেছি ভগিনীরূপে, সখিরূপে প্রেয়সী কল্যাণী, ব্যস্ত আছ অবিরত গৃহস্থের মঙ্গল-বিধানে ; দেহ ত্যজিয়াছ সতী ; ধরণীর প্রেম সত্য জানি । সেদিনও চিতায় বসি হাসিমুখে তব পিতামহী, স্বর্ণ-দেহ দেছে ডালি অধোগ্যের প্রেমের স্মরণে ; নন্দিনী দুহিত রূপে আমাদের গৃহে গৃহে রহি’, বাজাও মঙ্গল-শঙ্খ জালো দীপ তুলসী-চরণে। অত্যাচারী, তারও পরে রাথিয়াছ প্রেম অধিকার, জননি, ভগিনি, জায়া, নন্দিনি ! তোমারে নমস্কার