পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAASAASAASAASAASAASAAMMAAASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS ৫২৬ প্রবাসী—শ্রোবণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড --م--م۔ مر ফাকে ফঁাকে এসে দেখে যায়, ছুতে পারে না ; একবার ধূপকাঠি জেলে দেয়, একবার নিমঝাড় দিয়ে যায়। কখনো ব’লে ‘হাত বুলোনো বাতাস কিছু করলে কষ্ট কম্তে পারে কি ? শ্বাশুড়ী ন থাকলে কথা কইতে চোখ কেবলি সজল হয়ে ওঠে । স্বামী ওর দিকে চেয়ে থাকে। খানিকটা বুঝতে পারে, আবার আশাও হয়। ভাবে এমনি কি হবে। মুখে ব’লে, “তুমি ওদিকের সব দেখে সেরে তখন এসো, মা যখন খোকাকে দেখবেন দুপুর বেলা’। মনে হয়, কি দুর্ভাগ্য, কি করে থাকবে. স্ত্রী ভাবতে পারে না, সমস্ত শরীরমন অবসাদে শিথিল. স্বামী বলে, আমাকে কি রকম দেখতে হয়েছে ? তোমার ঘেন্না-করছে ? সস্তপণে স্বামীর পাশে নীচু হয়ে মাথাটা রেখে বলে, আমার হ’লে করত তোমার ? দিনরাত্রি কাজকৰ্ম্ম সংসার ঘরকন্না হঠাৎ কেমন করে গতিহীন অলস মন্থর হয়ে গেল। সমস্ত যেন মিছে নিরর্থক বিস্বাদ হয়ে গেল । কেমন করে দিন কাটল, আর কাটে কে জানে। ঐ চার প্রহরবেল ঘিরে রাত্রিদিন বর্যা-বসন্ত তেমনি আসে যায়। কোনোদিন মন যেন থমকে দাড়ায়, এ কি আলে..? চকিত হয়ে ওঠে কখনও, একি ছায়া.প্রাস্ত রাত্রি, অলস দিন... যেন দৃষ্টিহীনের জগৎ . গুরুজনেরা ডাকেন "মা", ছেলে-মেয়ের ডাকে ‘মা', ধ্যানমগ্না তপস্বিনী জেগে ওঠে, কৰ্ম্মলোকে বেরিয়ে আসে।

  • 公ー% ్స్క %%;#:్స ########2 魏級璇緩發

আর 'বড়' হবার বাধা নেই, বুড়ে হওয়ায় কোনো আপত্তি নেই-–সবারি মা। কেমন করে শোকাৰ্ত্ত স্বজনআত্মীয় তাকে বড়র সিংহাসনে মার আসনে কখন বসিয়ে দিয়েছেন। অনেক বড়—সংসারে থেকে অনেক দূরে,–যেন কোন তপোবনে নৈমিষারণ্যে সে অাছে। মনের ভেতর জেগে ওঠে, কত বয়স হ’ল গে৷ আমাদের ? তোমার বুঝি একচল্লিশ ! গোপন অস্তরের কোনখান থেকে সেই ছেলে মানুষ নারীটি বেরিয়ে এসে সন্ন্যাসিনীর সিংহাসন থেকে নেবে তার পায়ে লুটিয়ে পড়তে চায়। রাত্রির স্বপ্নে দিনের অবসর লোকের স্বপ্নে সে থাকে মহতের সঙ্গে, আপনার মৃত অস্তিত্ব নিয়ে ধ্যানের মাঝে ! কৰ্ম্মলোকে, সংসারে সে ’মা’ । অতিথি-সজ্জন অপরিচিত পরিচিত, বৃদ্ধ তরুণ সকলের 'মা' । রাত্রিদিবার মাঝখানে সন্ধ্যার মতন জীবনমরণের মাঝখানেও একটা জায়গা আছে যেখানে মৃত্যুসাগরের নোনা জল চোথে লেগে চোখ আকুল করে জল আসে । তটের ধারে বসে এ-পারের গর্জন, ও-পারের তরঙ্গ ছাড়া আর কিছুই চোখে পড়ে না, কানে আসে না । পিছনে ফিরে সেতে পথহীন মরু, মৃত্যু যেখানে অমৃতপাত্র ভরে নিয়ে প্রতীক্ষা করে মনে হয় । জীবনের সমস্ত গতি অচল হয়ে স্তব্ধ-বিস্ময়ে চেয়ে থাকে। ওর আর বড় হওয়া হয়নি -- সেইখানে থেকে একই লাইন ফিরে ফিরে মনে আসে– কথা ছিল— এক তরীতে কেবল তুমি আমি, যাৰ অকারণে ভেলে--কেবল ভেসে । \$, \్బక్ష o །དེ་་་་་་་་་་་་་་་་ད༽ ১S --- o ==צבקר-w W w w 殊