পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to)3 দেবকুমারকে সে এক রকম নিমন্ত্ৰণ করিয়াই আসিয়াছে, জাহাজের খাওয়ার চেয়ে ভাল ন খাওয়াইতে পারিলে সে কি মনে করিবে ? ভাণ্ডারীর কাছে খোজ লইয়া জানিল, ডিম, মাংস, এমন কি কই মাগুর মাছ পৰ্য্যস্ত পয়সা দিলে জাহাজেই পাওয়া যায় । - মাছ কি রকম দর জিজ্ঞাসা করিয়া জানিল, কই মাছ এক আনা করিয়া একটা, শিঙি মাগুর দুই আনা করিয়া, কারণ সেগুলিকে আরও বেশীদিন বঁাচাইয়া রাখা যায় । মায়া ছয় আনা পয়সা দিয়া ছয়ট কই মাছ কিনিয়! রাধিতে বলিয়। দিল। তরকারিও প্রচুর পরিমাণে ঢালিয়া দিল । নিজের চা খাওয়া হইয়া যাইবার পর হাতমুখ ধুইয়া, চুল বাধিয়া, আবার বেশ পরিবর্তন করিল। তাহার কাপড় ছাড়া শেষ হইতে-না-হইতে কেবিনের দরজায় আবার টোক পড়িল । să মায়ার মুখে একটু হাসি দেখা দিল। প্রথম সাক্ষাতের দিন তাহার যে ভয় হইয়াছিল, তাহা ত একান্তই অমুলক দেখা যাইতেছে। দেবকুমার যে নিতান্ত ভদ্রতার খাতিরেই এতটা করিতেছে, তাহ! কিন্তু মায়ার মনে হইল না। ইহা অপেক্ষ যথেষ্ট কম করিলেও ভদ্রত। রক্ষা হইত। বৃদ্ধ শিবচরণবাবু জাহাজ ছাড়ার পর একবারের বেশী মায়ার কেবিনের দিকে আসেন নাই । জাহাজে উঠিলেই তিনি কিছু অস্থস্থ বোধ করেন, ইহ একটা কারণ, আর পুত্র নিশ্চয়ই মায়ার যথেষ্ট তত্ত্বাবধান করিবে, এ বিশ্বাসও একটা হইতে পারে।

  • * ஆ. - ്

సిగ్ల 'ޗޟާދްޙަޗްޅީޗް 魏源 প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড দেবকুমারের আগ্রহাতিশয্যে মায়ার মনেও যে কোনো রেখাপাত হয় নাই, তাহা বলা যায় না। ঠিক এইভাবে কেহ এপর্য্যস্ত তাহার নিকট আসিবার চেষ্টা করে নাই । রেঙ্গুনে সে বাড়ীতে একলা, তাহার পিতাও সারাদিনই প্রায় বাহিরে ঘুরিতেন, সুতরাং মায়ার সহিত আলাপ-পরিচয় করিবার যথেষ্ট ইচ্ছা থাকিলেও কোনো যুবক বেশী আমল পাইত না । মায়ার মনোরাজ্য এতদিন অতিথিহীনই থাকিয়া গিয়াছিল। এই একদিনের মধ্যেই সেখানে যেন একটা পরিবত্তন আরম্ভ হইয়াছিল। দেবকুমার যতখানি আগ্রহ করিয়া তাহার কাছে আসিতে চাহিতেছিল, মায়ার মনের কোণেও যেন তাহার সাড়া জাগিয়া উঠিতেছিল । সে কি শুধু ভদ্রতার খাতিরেই এতটা করিতেছিল ? মৃছ পুলকের শিহরণ কি থাকিয়! থাকিয় তাহার হৃদয়কে দোলা দিতেছিল না ? অথচ কে এই যুবক, কোথা হইতে আসিয়া একদিনেই মায়ার হৃদয়রাজ্যে এতখানি আলোড়নের স্থষ্টি করিল ? কয়েকদিন পূৰ্ব্বে ইহার নাম ভিন্ন সে কিছুই জানিত না । সত্যই কি মানুষকে জয় করিবার জন্য সময়ের প্রয়োজন হয় না ? শুধু শুভক্ষণের প্রয়োজন ? কিন্তু অধিক ভাবিবার সময় ছিল না । দ্বারে অতিথি তখনও দাড়াইয়া । মায়া কাপড় পরা শেষ করিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল । ( ক্রমশ: ) వ్రై - - ********** و