পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ጫe একটা পাত হঠাৎ চোথে পড়িল । তাহাতে দেখি, রাষ্ট্রনীতিগ্রস্ত লোকদের জন্যও কিছু থোরাক আছে। যথা— “আকাশের এই প্রতাপ আমি একরকম করে সইতে পারি, কিন্তু মৰ্ত্ত্যের প্রতাপ আর সহ হয় না । তোমরা তো পাঞ্জাবে আছো, পাঞ্জাবের দুঃখের খবর হয় ত পাও । এই দুঃখের তাপ আমার বুকের পাঞ্জর পুড়িয়ে দিলে। ভারতবর্ষে অনেক পাপ জমেছিলো, তাই অনেক মার পেতে হচ্চে । মানুষের অপমাণ ভারত ৰে অপ্র ভদ। হয়ে উঠেচে । তাই কত শত বৎসর ধরে মানুষের কাছ থেকে ভারতবর্ষ এত অপমান সইবে, কিন্তু আtজও শিক্ষা শেষ হয় ণি । ইতি, ৮ই জ্যৈষ্ঠ, ১৩১৬ ।” সীবনী—শ্ৰীমতী ইন্দুস্থধ ঘোষ, শাস্তিনিকেতন, বোলপুর । মূল্য আট আনা । শাস্তিনিকেতনের কারসংঘ দ্বারা প্রকাশিত । কলিকাতায় বুক কোম্পানীর দোকানে পাওয়া যায় । এই বহিখানির পরিচয়ে শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর লিখিয়াছেন ঃ--“ীনতা ইন্দুস্ধার আঁকা এই সেলায়ের নমুনাগুলি শুধু ছাপার কাগজে ও কালিতে থাকবার জিনিষ নয়, এগুলির যথাযথ ও বথোপযুক্ত স্থান হচ্ছে মেয়েদের অস্তবtখায় । সোনা ও বিচিত্রবর্ণের সূত্রে গাথা হওয়াতেই এদের সার্থকতা। আমি শ্ৰীমতী ইন্দুস্থধার এই শিল্প ও কারুকায্যের সম্যক্রাপ অাদর কামনা করি ।” র. চ. “কৃষি-বিজ্ঞান”—ায় রাজেশ্বর দাশগুপ্ত বাহাদুর কর্তৃক প্রণীত ও কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ৷ ২৩৮ পৃষ্ঠ । মুল্য তিন টাকা (?) । এই পুস্তকে ১০৮ পৃষ্ঠাব্যাপী মোটামুটি উদ্ভিদ-বিজ্ঞান সম্বন্ধে অনেক কথা বলা হইয়াছে এবং ১৩০ পৃষ্ঠা ধরিয়া কুষি-বিজ্ঞানের কতক কতক বিষয় লইয়। আলোচনা করা হইয়াছে। যখন উদ্ভিদ-বিজ্ঞান সম্বন্ধে এত বেশী আলোচনা করা হইয়াছে তখন এই পুস্তকের “কৃষি-বিজ্ঞাণ” নাম ঠিক হয় নাই। অধ্যাপক নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বাবু ভূপালচন্দ্র বস্তু কৃষিবিভাগের এসিস্ট্যান্ট ডিরেক্টর, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাকুত-বিভাগের শ্ৰীযুক্ত প্রভাতকুমার মুখোপাধায় ও সরকারী কৃষিবিভাগের স্ত্রীযুক্ত নিৰ্ম্মলকুমার দেব বইপানি দেখিয়াও দিয়াছেন । তবুও এই পুস্তকে বানান ভুল আছে, সে সব শুদ্ধিপত্রের অন্তর্গত করা হয় RțĘ–CHAR “Thałophyte,” “l’tery dophyte,” “Bacilus,” "Nyrota("v" প্রভৃতি । বানান ভুল পূর্ণ পুস্তক বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত করা বিশ্ববিদ্যালয়ের পক্ষে লজ্জার কথা। ভারতবর্ষে প্রচলিত কতকগুলি উন্নততর লাঙ্গলের চিত্র যেখানে দেওয়া হইয়াছে, লাঙ্গলের বর্ণনা অনুযায়ী চিত্রগুলি সেখানে ঠিক পর পর সাজান নাই । মান্দ্রাঞ্জ প্রদেশে প্রচলিত "পার্ভার” নামক একটি বপন-যন্ত্রের নির্মাণপ্রণালী দেওয়া হইয়াছে, কিন্তু সেই সঙ্গে ঐ যস্ত্রের একটি চিত্র দিলে পাঠকদিগের বোঝ। সোজা হইত। কয়েকটা জলসেচন-যন্ত্রের ব্যবহারবিধির সঙ্গে উহাদের চিত্র দেওয়া উচিত ছিল । ঐ পুস্তকের ভূমিকায় অধ্যাপক গঙ্গোপাধ্যায় বলিয়াছেন, “এই ধরণের কোন পুস্তক বাংলা ভাষায় নাই ।” বাংলা ভাষায় ইহা অপেক্ষ ভাল ও নিভুল বহু পুস্তক, যেমন মিঃ এন জি, মুখার্জি প্রণীত “সরল কৃষি-বিজ্ঞান" মূল্য ১২ টাকা ও কৃষি-তত্ত্ববিৎ বাবু প্ৰবোধচন্দ্র দে প্রণীত "কৃষি ক্ষেত্র" (সপ্তম সংস্করণ ) মূল্য দেড় টাকা, "মৃত্তিক তত্ত্ব” প্রবাসী – শ্রাবণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড ( দ্বিতীয় সংস্করণ ) মুল্য দেড় টাকা, "উদ্ভিদ খাদ্য" মূল্য ॥• আন, "উদ্ভিদ জীবন" মূল্য ॥• আন প্রভৃতি প্রকাশিত হইয়াছে। শ্ৰীসত্যশরণ সিংহ বাতায়ন—শ্ৰীউমা দেবী প্রণীত । ১৫, কলেজ স্কোয়ার কলিকাতা, এম সি-সরকার এণ্ড সন্স-এর পুস্তকালয়ে প্রাপ্তব্য। মূল্য এক টাকা । এপানি কবিতার বই । ইহাতে চল্লিশটি চতুদশপদী কবিতা আছে । পুস্তকথানি সৌষ্ঠব ও সোন্দধ্যে মনোহর কপিতে যত্ন ও অর্থবায়ের ক্রট করা হয় নাই । মোটা বাদামী র৬ে: কাগজে নুতন পাইক টাইপে লাল কলিতে পরিস্কার ছাপ। মলাটে একখানি ছোট ছবি, লাতায়ন-পার্থে এক তরুণ স্বীকার করিতেছি বইখানি পড়িবার জন্য তুলিয়া লইবার সময় মন একটু দ্বিধাগ্রস্ত হইয়াছিল । ভাবিয়ছিলাম এ নিশ্চয় আধুনিক নারা লিখিত আধুনিক কবিতা—ঝাঝালে। ধারালে৷ স্পষ্ট অসঙ্কোচ । যপনকার যা । বাঙ্গালী মেয়ের চিরন্তন সলজ্জ ভঙ্গাটি যদি কবিতা-রাজ্য হইতে বিদায় গ্রহণ করিয়াই থাকে, ত করিয়াছে, দুঃখ করিয়া লাভ কি ? সত্য কথাটা কেমন করিয়া প্রিয় ভাবে বলা যায় তাহাই ভাবিতে ভাবিতে বইখাণি পড়িতে বসিলাম । পড়িতে পড়িতে মন যে কথন এই ছোট কবিতাগুলির মধ্যে ডুবিয়া গিয়াছে, তাহ জানিতেও পারি নাই। এক একটি কবিতা যেন এক একটি করুণ ছোট গল্প, পড়া শেষ হইয়া গেলেও মনে হয় তার পর, তার পর । অলঙ্কারের প্রাচুর্য্য নাই, শব্দের ঘটা নাই, ছন্দ মিলের আড়ম্বর নাই, তবুও এই চতুর্দশপদীগুলির শাস্তসমাহিত শ্ৰী মনকে মুগ্ধ করে । মানব-সম্পর্ক লইয়াই সকল কবিতার গৌরব । জীবনের ছোট ছোট সুখ-দুঃখ, দিনেকের হাদি কান্নাই কাব্যের সম্পর্কে আসিয়া অমূল্য ও অসামান্য হইয় উঠে। গয়লা মেয়ে, মজুব বউ, ভিখারী ছেলে, পীড়িত শিশু, বুড়ী চাকর, ময়র বধু--এমনি সব পাত্র-পত্রিা । ইহাদের প্রতিদিবসের অতি সাধারণ স্থখ-দুঃখ লেখিকার করুণা কোমল দৃষ্টি এবং সরল কৌতুহলের ভিতর দিয়া দেখা দিয়াছে বলিয়াই সেগুলি আমাদের প্রাণকে এমনভাবে স্পর্শ করে। পুস্তকে রবীন্দ্রনাথ লিখিত একটি ছোট ভূমিকা আছে । রামপ্রসাদ--শ্ৰীকেশবচন্দ্র মুথোপাধ্যায় প্রণীত । চাতরা শীতল হোমিও হোম হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত । মূল্য এক টাকা । ধৰ্ম্মমূলক নাটক । ভক্ত সাধক রামপ্রসাদ নাটকের নায়ক । গ্রন্থকারের ভক্তি আছে । কিন্তু গ্রস্থে নাটকত্ব নাই । আত্মসমপণ যোগ—শ্ৰীমতিলাল রায় প্রণীত, এবং ২৯ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা, প্রবর্ভূক পাবলিশিং হাউস হইতে প্রকাশিত। মুল্য এক টাকা । গ্রন্থকার সুলেখক । অতএব রচনা হিসাবে বহখানা ভালই হইয়াছে। কিন্তু গ্রন্থকারের চিন্তা সকল স্থানে স্পষ্ট হইয়া উঠিয়াছে, এ কথা বলিতে পারি না। “এই সিদ্ধ জীবনের গোড়ার কথা— অগ্নিসমর্পণ । নীচের টানকে উপরে উঠ হয়, উহা ভাগবত প্রবাহ-রূপে স্বাক্ট করার ইহা সিদ্ধ নীতি। সেইথানেই যদি চুরি হয়, অহংকার বাচিয়া যায় ; তাহ হইলে আর নবজন্ম লাভের আশ। কোথায় ?”