পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] দ্বীপময় ভারত কারাঙ -অাসেমে রবীন্দ্রনাথ দণ্ডায়মান—ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্ম, প্লেউএস, বাকে, কোপ্যারব্যার্গ, স্বরেন্দ্রনাথ কর উপবিষ্ট-বাকে-পত্নী, রবীন্দ্রনাথ, রাজা (পদতলে পুত্র ), সুনীতিকুমার চট্টোপাধ্যায় পুরী থেকে রাত্রির মত বিদায় নিয়ে কোপ্যারব্যাগ, ধীরেন বাবু আর আমি পাসাঙ্গ হানে ফিরলুম। রাত্রি বেশী হয় নি, কিন্তু গেয়ে শহরে লোক চলাচল খুবই ক’মে গিয়েছে। রাস্তার কুকুরগুলো ধূলোয় শুয়ে আছে, আমাদের পায়ের আওয়াজে উঠে তার-স্বরে ঘেউ ধেউ আরম্ভ ক’রে দিলে ; সারা-পথটা এই কুকুরের ডাকে বিরক্ত হ’তে হ’তে বাসায় ফেরা গেল । তারপর খেয়ে দেয়ে পাসাঙ্গ হানের বারান্দায় বসে ব’সে অনেক রাত অবধি গল্প গুজব করা গেল । ২৮শে আগষ্ট ১৯২৭, রবিবার – কালকের মতন আজও সকালে সদর সড়কে নগরাভিমুখে গমনশীল গ্রামের মেয়েদের শোভাযাত্রা দেখা গেল । তারপরে স্নান আর প্রাতরাশ সেরে নিয়ে সকলে পুরী বা রাজবাটীর দিকে চ’ললুম। পথে চীনে ফোটোগ্রাফ ওয়ালার দোকান থেকে স্থানীয় লোকেদের ছবি কিছু নিলুম। পুরীতে পৌছে দেখি, কালকেরই মতন পদণ্ডর এসেছেন, আর রাজা তার সেই তালপাতার পুথির ব্যাখ্যা শোনাবার জন্ত প্রস্তুত ৷ দ্রেউএসকে কালকের মতন ংস্কৃত শ্লোকের কবির কর। ইংরেজী তরজম। মালাইয়ে বুঝিয়ে দিতে হ’ল। রাজা তার বাড়ীর মেয়েদের হাতে বোন এক এক খণ্ড কাপড় আমাদের দিলেন-কতকগুলি কাপড় এদের মেয়েদের গায়ে ওড়নার মত ব্যবহৃত কাপড়, ঠিক জালের মতন ; আর কতকগুলি লাল সবুজ রঙের রেশম আর স্বতোয় মিশিয়ে লুঙ্গী বা সারঙের কাপড় ; আমাকে