পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&సిరి তড়িৎৰাল দাস বি-এ, বি-টি, মৃন্ময়ী দত্ত এবং শ্ৰীমতী নলিনী ঘোষ শিক্ষয়িত্রীর কার্য্য করিতেছেন। বসন্তকুমারী | , স্বৰ্গীয়া বসন্তকুমারী দেবী দেবী এতদিন স্বয়ং বিধবাশ্রমে উপস্থিত থাকিয়া ইহার পরিচালন কার্য্যে নানাভাবে সাহায্য করিতেছিলেন । র্তাহার মৃত্যুতে বিধবাশ্রমের অনেক ক্ষতি হইল । শ্ৰীমতী অরুন্ধতী মিত্র ও র্তাহার ভগিনী শ্ৰীমতী রেণুকা মিত্র নওগার ( রাজসাহী ) উকীল শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ মিত্রের কন্যা। ইহারা দুই জনেই এবার পুণার “ভারতবর্ষীয় মৰিল৷ বিদ্যাপীঠে’র প্রবেশিকা পরীক্ষায় অতিশয় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াছেন । ইহাদের মধ্যে শ্ৰীমতী অরুন্ধতী মহিলা বিদ্যাপীঠের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছেন। বিশেষ প্রশংসার বিষয় এই যে ইহারা স্কুলে শিক্ষা লাভ করেন নাই, বাড়ীতেই লেখাপড়। শিখিয়াছেন। প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড শ্ৰীমতী অরুন্ধতী মিত্র শ্ৰীমতী রেণুকা মিত্র শ্ৰীমতী তারামতি বাঈ পাটেল । ইনি গুজরাটী মহিলাদের মধ্যে সৰ্ব্বপ্রথম এল-সি-বি ( আইন ] পরীক্ষা ~శా -~~

  • স্ত্রীমতী তারামতি বাঈ পাটেল

উত্তীর্ণ হইয়াছেন । ইহারা পটিদার সম্প্রদায়ভুক্ত ইহাদের মধ্যে এখনও অবরোধ প্রথা প্রচলিত ।