পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAMMMAMMAM SAMMASAMMMAAA S প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড কীৰ্ত্তি পড়িয়াছেন কিনা, জানি না ; কিন্তু কি হইলে কি হইত, সেরূপ অকুমান তাহার মত প্রতিভাশালী ব্যক্তির অনুমান হইলেও তাহার মূল্য বেশী নয়। দেশে এমন অনেক ব্যাপার ঘটিতেছে, যাহার খবর, বিদেশে প্রকাশিত হওয়া দূরে যাক, ভারতবর্ষেরই খবরের কাগজে বাহির হইতেছে না । সুতরাং বিদেশপ্রবাসী ভারতীয়দিগের খুব বুঝিয় মুঝিয়া হিসাব করিয়া কথা বলা উচিত । লর্ড আরুইন ও বর্তমান রাষ্ট্রীয় প্রচেষ্টা বড়লাট তাহার বক্তৃতায় নিরুপদ্রব আইনলঙ্ঘন প্রচেষ্টার-খুব নিন্দ করিয়াছেন এবং দেশে যত কিছু অশাস্তি উচ্ছঙ্খলতা, রক্তপাত আদি ঘটিতেছে তাহার জন্য একমাত্র এই প্রচেষ্টাকেই দায়ী করিয়াছেন । এই প্রকার নিন্দ করা খুব সহজ । কারণ, মুদ্রাযন্ত্র ও খবরের কাগজের প্রতি প্রযোজ্য সাধারণ ফৌজদারী আইন এবং বিশেয অডিন্যান্স এপ্রকার নিন্দার সমুচিত সমালোচনা ও জবাব দেওয়া সাংঘাতিক করিয়াছে। ভারত-সেবক সমিতির সহকারী সভাপতি পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরু ভারতীয় ব্যবস্থাপক-সভার সভ্য-পদ ত্যাগ করিবার নিমিত্ত বড়লাটকে যে চিঠি লিখিয়াছিলেন, তাহাতে দমননীতিপ্রয়োগজনিত অত্যাচার র্তাহার পদত্যাগের কারণ বলিয়া উল্লেখ করিয়াছিলেন । বড়লাট উত্তরে বলিয়াছিলেন, পুলিশ কেবল মাত্র নৃত্যুনতম বল প্রয়োগ করিয়াছে ও করিয়া থাকে। তাহার আধুনিক বক্তৃতাতে কেবল ঐটুকু বলিয়। তিনি ক্ষণস্ত হন নাই। যে সব সরকারী কৰ্ম্মচারী দমননীতি প্রয়োগ করিতেছেন, র্তা হাদের অবিমিশ্র প্রশংসাও করিয়াছেন । যথা— “Speaking generally, ł havo . nothing... but gommendation for the servants, both Civil and Military, who have been doing their duty with great steadiness and courage, in conditions of the severest provocation and often, of direct risk to their lives. Several, , 1 speak of the police, have been... brutally... murdered, and in many cases they and their families are subjected daily to the grossest forms of persecution.’ পুলিসের লোক কয় জন নিহত হইয়াছে, এবং কে তাহাদিগকে কেন কি অবস্থায় বধ করিয়াছে, বড়লাট তাহা বলেন নাই । র্তাহার প্রত্যেকটি কথা বাস্তব ঘটনা ও তথ্যের ভিত্তির উপর প্রতিষ্ঠিত কিনা, তাহার বিচার করিতে হইলে বেসরকারী পক্ষের কি বলিবার আছে, তাহীও বিবেচিত হওয়া অবশ্যক ছিল । কিন্তু বেসরকারী লোকেরাও অন্ততঃ কতকটা বিশ্বাসযোগ্য, কাহারও এরূপ ধারণা থাকিলে বোধ করি তাহার দ্বারা দেশ শাসন ও দমনের কাজ চলে না । খুব ভক্ত ও সাধু লোকদেরও কখন কখন ভগবানের হায়কারিত প্রভৃতিতে সন্দেহ জন্মে। কিন্তু সিবিল ও মিলিটারী কৰ্ম্মচারীদের ন্যায়ুকারিতা প্রভৃতি সম্বন্ধে লর্ড আরুইন একেবারে নিঃসংশয় । তিনি শাসক না হইয়। ধৰ্ম্মক্ষেত্রে সাধক হইলে বিশ্বসবলে সিদ্ধপুরুষ হইতে পারিতেন। বঙ্গে অত্যাচারের অভিযোগ মেদিনীপুর জেলায় ও বঙ্গের অন্যত্র লোকদের উপর অত্যাচার হইয়াছে, এইরূপ অভিযোগ খুব মৃদু আকারে -কোন কোন কাগজে বাহির হইয়াছিল । কাথি অনুসন্ধান কমিটির রিপোর্টের কোন কোন অংশ কোন কোন কাগজে ছাপা হইয়াছিল । সরকারী মতে উক্ত কমিটির রিপোর্টে লিখিত অভিযোগ মিথ্যা। ঐ বিষয়ে সম্প্রতি ভারতীয় ব্যবস্থাপক-সভায় তর্কবিতর্ক উপলক্ষ্যে যাহা কথিত হইয়াছিল, এসোসিয়েটেড প্রেসের তাহার রিপোর্টের কিয়দংশ নীচে উদ্ধৃত করিতেছি । . $iAnA, JuLy 1?. Mr. K. C. 鷺"露 resuming the debate in thę Assembly... on the Round Table Conference, said that the Viceroy, had emphasized his determination to fight the Civil Disobedienge, movement. "I have no other desire except to uphold law and order and have nothing in common with civil disobed 得奖 lBIRGC, but if the Government must fight, it must fight cloan. - “The , Home Member contradicted Sir, Cowasji Jehangir's statement yesterday that innocent persons were deliberately assaulted. ..I. declare what Sir Cowasji said was quite true. It is happening not