পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—টাকায় হাঙ্গাম ৬২৩ এইরূপ আরও অনেক দৃষ্টান্ত দিতে পারা যায়। স্বাধীন দেশেও যে জাতিতে জাতিতে দাঙ্গাহাঙ্গামা খুনখুনি হয়, অথচ সেজন্য ইংরেজরা তাহাদিগকে স্বাধীনতার অযোগ্য মনে করে না, তাহার দৃষ্টান্তস্বরূপ আমেরিকার ঐরূপ একটি দাঙ্গা সম্বন্ধে গত ৫ই জুলাইয়ের একটি রয়টারের টেলিগ্রাম উদ্ধৃত করিতেছি । EMELLE (ALABAMA) JULY 5. Two Whites and six Nogroes were killed in a fiereo racial battle originating from the sale of motor car battery by a White to a Negro. Two Whitos and one Negro were shot with revolvers, and two Negroes were burnt to death in a house and one hanged by the mob.-Reutor. ঢাকার হাঙ্গামা ঢাকার হাঙ্গণমা সম্বন্ধে গত মাসের প্রবাসীতে যে চিঠিগুলি প্রকাশিত হইয়াছিল, তাঙ্গতে কিছু কিছু ভূল ছিল—দাঙ্গাহাঙ্গামার মধ্যে একেবারে নিতুল খবর পাওয়া কঠিন। কয়েকটি ভূল নীচে সংশোধিত হইল । ংথ্যাগুলি পত্রাঙ্ক ও স্তম্ভ । ৪২৯৷১। ভবানীবাবুর নন্দীপরিবারকে ঢাকা হলে লইয়া আসেন নাই ; পুলিসের ডেপুটী স্বপারিন্টেণ্ডেণ্ট মিঃ কাদিরি তাহাদিগকে ঢাকা মিউজিয়মে পৌছাইয়া দেন এবং সেখান হইতে র্তাহার চাপরাসী তাহাদিগকে ঢাকা হলে পৌছাইয়া দেয় । ২৫শে মে ঢাকা হলে আশ্রিতদের ংখ্যা ৭০০ হইয়াছিল। ৪২৯২ কয়লার দোকান পুড়ায় নাই, লুট করিয়াছিল। ঢাকা হলের ছেলেরা কেহ কেহ খাইতে পায় নাই, সকলে উপবাসী ছিল না। ৪৩০২। "কাপড়ের দোকানের লুণ্ঠনাবশেষ পুলিশের লোকে লইয়া গিয়াছে, লোকে এইরূপ বলাবলি করিয়াছিল,” এইরূপ হইবে। ৪৩২।২৷ চোরাই মাল বিক্ৰী সম্বন্ধে যাহা লেখা হইয়াছিল, তাহা এইরূপ হইবে—“কোন কোন দোকানী এই রকমে দোকান খোলা রেখেছে জানতে পেরে তাদের দোকান থেকে জিনিষ কেনা ছেড়ে দেওয়া গেছে।”—ঘুষ “অনেক” লেকচারারদের নিকট হইতে চায় নাই, কোন কোন লেকৃচ্যারারের নিকট চাহিয়াছিল। ভবেশ নন্দীর গ্রেপ্তার অর্ডিন্যান্স অনুসারে হয় নাই, অন্ত অভিযোগে –বাবুপুর থানা নয়, পুলিশ সেকশ্যন। ৪৩৪।২। মুসলমান গুণ্ডারা কন্‌ষ্টেবলকে ধরিয়া লইয়া ছোরা লাঠি দেখাইয়া ভয় দেখাইয়াছিল, টাকা আদায় করিবার চেষ্টা করে নাই । ৪৩৬১। “গেট বাহিরের দিকে খোলে,” হইবে । আমাদের গত সংখ্যার বিবিধ-প্রসঙ্গের কোন কোন কথারও সমালোচনা পাইয়াছি। যথা— ৪৬৫২ “একজন মুসলমান হিন্দু কর্তৃক হত হয়, এই অনুমানে নির্ভর করিয়া মুসলমানের দাঙ্গার সূত্রপাত করে। কিন্তু এ সম্বন্ধে কতকগুলি প্রশ্নের ঠিক উত্তর নির্ণয় করা হয় নাই—(ক) মৃতব্যক্তি মুসলমান কি না ? (খ) মৃত্যু স্বাভাবিক রোগজনিত, না হত্যাজনিত ? (গ) হত্যাজনিত হইলে, হস্ত হিন্দু না মুসলমান ?” ৪৬৫৷১। “হিন্দুদের ধনপ্রাণ রক্ষা করবার চেষ্টা আরও কোন কোন মুসলমান করেছেন, সেগুলিও লেখা ভাল। যথা,—ইণ্টারমিডিয়েট কলেজ হোষ্টেলের স্বপারিন্টেণ্ডেণ্ট, ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজের প্রিন্সিপ্যাল মিঃ মুসা, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিষ্ট্রেট মিঃ দলীলউদ্দীন,সব-জজ মিঃ হাসিবুদ্ধীন; ইউনিভার্সিটির পরীক্ষা বিভাগের দপ্তরী ও তার ভাই মুসলমান গুণ্ডাদের পায়ে ধ’রে নিবৃত্ত করতে গিয়ে প্রহৃত হয়েছে এবং তা’র ঢাকা ছেড়ে পালিয়েছে । শোনা যায়, কেউ কেউ স্বীকার করেছে যে তা’রা দলে যোগ দিতে না চাওয়াতে তা’র হিন্দুপক্ষপাতী বলে নিন্দিত হ’য়েছে এবং মারপিটের ভয়ে দলে ভিড়ে হল্লা করেছে, প্রতিরোধকারী হিন্দুর আসছে কি না, তাই পাহারা দিয়েছে, কিন্তু নিজের গৃহদাহে লুটে খুনজখমে যোগ দেয় নি। কায়েতটুলী আক্রান্ত হ’লে পুলিশ ডেপুটি স্বপারিন্টেণ্ডেণ্ট মিঃ কাদিরি বাবুপুরা পুলিশ সেক্শুনে এসে পুলিশের সাহায্য চেয়ে লালবাগ থানায় ও পুলিশ আপিসে ফোন ক’রে কোনো সাহায্য পান নি, নাকি কোথাও পুলিশ ছিল না । তিনি যখন ফোন করেন, তখন সেখানে নলিনীকান্ত ভট্টশালী উপস্থিত ছিলেন এবং ভট্টশালীর যে রিপোর্ট ‘ঈষ্ট বেঙ্গল টাইমস্ ছেপেছে, তা থেকে মুসলমানের এই চেষ্টার কথাটুকু বাদ দিয়ে দিয়েছে।” ৪৭৪১ “ঢাকার ম্যাজিষ্ট্রেটু যে বিশ্ববিদ্যালয়ের একজন মুসলমান কৰ্ম্মচারীর আহবানে ঢাকা-হল দেখিতে গিয়াছিলেন, ইহার প্রমাণ নাই ।” “যখন ভয়ে কেহ ঘরের বাহির হইতে পারে না, তখন • ঢাকার হিন্দুসভার লোকেরা মোটর-বাসে করিয়া পাড়ায় পাড়ায় লোককে সাহস ও সাম্ভনা দিয়া বেড়াইয়াছেন, আহত ও পীড়িতদের ডাক্তার ও ঔষধ সংগ্ৰহ করিয়া দিয়াছেন, দুঃস্থ ও নিঃস্বদের খাদ্য সংগ্ৰহ করিয়া দিয়াছেন, বিপন্ন পরিবারদের শঙ্কাজনক স্থান থেকে উদ্ধার করিয়া