পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্যমৃ শিবম্ সুন্দরম্” ‘নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৩০শ ভাগ ) >డా ఇSe § కాIE, SN99e -- - ----------------- - - استطاد প্রাচীন ভারতে বন্দুক ছিল না BSMSBB } aেম সংখ্যা শ্রীযোগেশচন্দ্র রায় বিদ্যানিধি নান। জমে রামায়ণ-মহাভারতে বর্ণিত যুদ্ধান্ত্রের মধ্যে বন্দুক ও কামান দেখিয়াছেন। অনেকে আগ্নেয়াস্ত্র, ব্ৰহ্মাস্ত্র, এই এই নামে ভুলিয়াছেন ; নালীক, শতঘ্নী, ভূশ গ্ৰী, প্রভৃতিকে বন্দুক কিংবা কামান মনে করিয়াছেন । প্রাচীন অধুনা-অজ্ঞাত দ্রব্যের স্বরূপ-নির্ণয় চিরকাল চুর হ। কিন্ত, সেটা কি বলা যত কঠিন, সেটা কি নয়, বলা তত কঠিন নয়। আমি এখানে ‘নেতি-নেতি’ বলিতে ধাইতেছি । কিন্তু নেতি-বচন দ্বারা মনস্তোষ হয় না, দ্রব্যটি কোন বর্গের (class), তাহা জানিতে কৌতুহল হয়। কোন কোন অস্ত্রের নামের অর্থ বিচার দ্বারা এবং কদাচিৎ আসক্তি দ্বারা তাহার বর্গ অনুমিত হইতে পারে। কিন্তু, সকল অস্ত্রের নয় । নামের অর্থ দ্বারা বর্গের পর গণ (genus), s wife (species) fift zoo to না । এ নিমিত্ত অস্ত্রের দ্রব্য, নির্মাণ, প্রয়োগ ও কর্ম, এই চারি জানা আবশ্যক হর। প্রাচীন ধচুর্বেদে হয়ত এই চারি লক্ষণ বর্ণিত হইয়াছিল। কিন্তু প্রাচীন বই, শাস্ত্রের ন্যায় প্রাচীন ধমুর্বেদও লুপ্ত হইয়াছে। এখন কদাচিৎ সংক্ষিপ্ত কিংবা খণ্ডিত সংস্করণ পাওয়া যায়। তাহাতে যাবতীয় যুদ্ধান্ত্রের সবিশেষ বর্ণনা নাই । বর্ণনার প্রয়োজনও ছিল না ; কে জ্ঞাত দ্রব্যের বিবরণ অন্বেষণ করে ? আমরা কলম দিয়া লিখি । কিন্ত কেহ নানাবিধ । কলমের স্বরপ বর্ণনা করেন নাই, সে বর্ণনা কেহ খোজেও না। কিন্তু কালে হয়ত কলম দিয়া লেখা উঠিয়া যাইবে, সকলেই অক্ষর-কল টিপিয়া লিখিতে থাকিবে । তখন শরের কলম, খাগের কলম, কঞ্চির কলম, পালখের কলম, লোহার কলম ইত্যাদি কলম কেমন, তাহার নিমিত্ত গবেষণা করিতে হইবে। প্রাচীনকালের যুদ্ধাস্ত্র সম্বন্ধেও গবেষণা করিতে হইতেছে । আমরা এখনও ধৰ্ম্ম দেখিতে পাই ; জানি ইহা দ্বারা দূর হইতে শর নিক্ষেপ করিতে পারা যায়।*

  • এখানে একটা প্রয়োজনীয় কথা মনে পড়িতেছে। ডাকাত হইতে আত্মরক্ষার নিমিত্ত কেহ কেহ যষ্টিযুদ্ধ ও অসিযুদ্ধ শিখিতেছেন। কিন্তু এই দুরের দোষ এই, ডাকাতকে নিকটে আদিতে দিতে হয় । সেটা বিপজ্জনক। যে যতদূর হইতে শত্র কে আঘাত করিতে পারে, সে তত নিরাপদ । এই হিসাবে পাথর ও ইটাল ছুড়িতে শেখ ভাল । ধনুৰ্বিদ্য শেখ আরও ভাল। বালক-বালিক সকলেই শরাভ্যাস করিতে পারে। গলতই দ্বারা বাটুল ছড়িতে শিখির রাখিলে দুর হইতে ডাকাত তাড়াইতে পারা যায়। বাশের বাধারির গলতই আর স্টিক মাটির পোড়া বঁটুল পিস্তলের কাজ করে, কিন্তু, প্রাণঘাতী হয় না। আমার জন্মস্থান ডাকাতের দেশে। আমরা বাল্যকালে 'ছড়ি' (बूक भर्षांख छक्र मग्न ला?), षष्ट्रक, न जठश् लश्ञा cषण1 कब्रिडाभ ।