পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8ાઝ প্রবাসী—ভাদ্র, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড مسة ميسS আজিও দৃষ্টিগোচর হইয়া থাকে। “ষ্ঠামা দিগম্বরী রণমাঝে নাচে গো মা” প্রসিদ্ধ গানটি রামানন্দেরই রচিত । মন্দিরের অদূরে একটি নাতিবৃহৎ পুষ্করিণী দেখাইয়া আমাদের প্রদর্শক ভদ্রলোকগণ বলিলেন, উহার বদর সাহেবের অস্তিান। দাইহাটের বিষ্ণুমূৰ্ত্তি—ষষ্ঠদেবী বলিয়া পূজিত ۔ --محمحہ -- حدہ مہی۔ممٹی ہی مہیا۔ নাম ‘কেশে পুকুর, তাহাদের মতে উহা মহাভারতপ্রণেত৷ কাশীরাম দাসের স্মৃতিজ্ঞাপক । ইহার সত্যাসত্য নির্ণয়ের জন্য কোনো চেষ্টা করিয়া তখন একটা সিদ্ধান্তে আসা আমার দ্বারা সম্ভবপর নহে। তবে এই পৰ্য্যস্ত বলা যায়, কাশীরাম দাসের জন্মস্থান যদি সিঙ্গি গ্রাম হয় তবে তাহা এখানে নহে । সমাজবাড়ী—াইহাট অল্প দূরে সুন্দরলাল তেওয়ারীর পাটে আমরা নীত হইলাম। এই স্থানে যাইতে আরও কতিপয় গ্রামবাসী আমাদের কাছে আসিলেন । তাহদের মুখে এখানকার পূর্বসমৃদ্ধির অনেক কথা শুনিলাম। সুন্দরলালের পাটে তাহার অনতিবৃহৎ সুন্দর সমাধি প্রাচীন ঘাট—ঙ্গাইহাট ( কথিত আছে ইহা স্বাদশ ঘাটের অস্ততম )