পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ) AASAASAASAA AAAA AAAA AAAA AAAAMAMAMS MMAA AAAA S AAAAA AAAA AAAA AAAA SAAAAA AAASS Եসবারি বুকে আছে পূজার ফুল— সবারি দেহে হয় হোমের হবি ; দিবে কি নাহি দিবে দৈব কাজে – তোমার আপনার ইচ্ছা সবি । সে হবি নিজ ভোগে গরল হবে, তোমার তিলে তিলে জীবন লবে, লুকায়ে রাখে। লয়ে-সে ফুল কাট হয়ে সিধিবে নিতি নব জনম লভি । নিজেরে না ভুলিলে নাহিক ত্ৰাণ, উজল হতে চল অনলমানে নিখিল নরলোক আজিকে সুখী হোক মোদের ক'জনার জীবনদানে । సి তাভাগ। কোটি কোটি তোমার ভাই— ক্ষুধায় রোগে শোকে জর্জরিত ক্টবেলা ঘরে বসি কলঙ্গ করে, নেশায় ডুবে ভোলে প্রাণের ক্ষত । তার যে পড়িয়াছে বিধির রোষে-- সে শুধু তব পাপে তোমার দোষে, তাদের সে নরকে বাচাতে কি কর কে ? তাদের সাথে তব প্রভেদ কত ? মাটির দীপে তার করেছ হেল, বিদেশী বাতি জালি অশুভক্ষণে ; উঠিবে দিব যবে সে অালে কি বা হবে, হারাবে মাঝে হতে আপন জনে । У о ক্ষুধিত লাঞ্চিত ভাগ্যহত বাচিয়া আছে মরি যাহারা সবে, আজিকে পথে পথে তাদের লাগি ফিরিতে হবে ডাকি মাভৈঃ রবে । তোমার শুভবোধ তোমার স্নেহে, চেতনা দাও শত অবশ দেহে । Es ৯০—১২ মাতৃভূমির সেবা ৭১৩ তাদের ভাল যাহা তোমারে আজি তাহ যতনে নৃতশিরে শিখিতে হবে। ব্যথিত ভগবান, ব্যথিত ধরা, পাপের পরিণাম হয়েছে সুরু । মোদের সেনাপতি, আজি অখিল-পতি, মোদের গুরু আজ জগদগুরু । X Y. যদি না ফিরি আর নাইক ক্ষোভ যদি না দেখে যাই কাজের শেষ ; কিছুরই পরে মোর রবে না লোভ কাহারে পরে মোর রবে না দ্বেষ । আঘাত যদি হয় কঠিন বড়, মোদের হতে হবে কোমলতর, মরিতে হবে যায়—তার কি মাসে যুীয়কে তারে দিল গালি কে দিল ক্লেশ । মেটেনি যত আশ মিটবে না ক— বাকী যা আছে কাজ রাখে তা তুলে; রহি বা নাহি রহি—সকল ব্যথা সহি আঘাত দিয়ে যাব পাপের মূলে । S સ নিজের শত ক্ষত, হাজার ক্ষতি ভুলিতে হবে আজ সবারে স্মরি, সকল স্থখসাধ যশের মোহ— চলিতে হবে নিজে দলিত করি । দেউলে দিবালোকে যে পূজা হবে; জগৎ জটিবে সে মহোৎসবে । শেফালি তারি লাগি আঁধারে রবে জাগি— উষার তরুমূলে পড়িবে ঝরি । কেহ-বা পাবে ঠাই সোনার থালে প্রভাতে দেবতার পূজার ক্ষণে কেহ-বা ধূলি সাথে মিশায়ে যাবে প্রাতে তাহারে কারো আর রবে না মনে । भश्रुिर्वांथांनं e • বৈশাখ, ১৩৩৭