পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২৮ এই লবণপুরীর মৃত্যশালাটি আরও আশ্চৰ্য্যজনক । মৃত্যুকালে স্ফটিকের দেওয়াল হইতে আলে। এরূপ ভাবে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয় যে, সহসা মনে ছয় বুঝি এই নাট্যমন্দিরের সর্ব অঙ্গ লক্ষ লক্ষ হীরামূক্ত। মণিমাণিক্যে গঠিত। ববি বা ধরণীর সর্বাপেক্ষ ঐশ্বৰ্য্যশালী অধীশ্বরেরও এমন উজ্জল মৃত্যশালা নাই ক্ষণিকের তরে উৰ্ব্বশীর চারুচরণের পুরনিক্কণ মুখরিত দেবরাজ ইন্দ্রের সভার কল্পনা মনকে মুগ্ধ অভিভূত করে । কোন কোন প্রকোষ্ঠে লবণস্তর কাটিয়া প্রকা গু পকাণ্ড স্ফটিক ঝাড় প্রভূতি প্রস্বত করা হইয়াছে । একটি প্রকোষ্ঠে ৩৫ ফট লম্ব ৪ ৬০ ফুট ব্যাসের একটি সাড অাছে। এই সকল ঝাড় মগন উজ্জল আলোকে উদ্ভাসিত হয় তখন তাহার সৌন্দর্য্য-মহিমা বর্ণনাতীত । এই লরণপুরীত্বে হ্রদ সরোবর প্রভূতিও গনন কর। ৮ইয়াছে এবং সেই সলিলে ক্ষুদ্র ক্ষস্থ তরণীও ভাসিয়া বেড়ায় । কোন কোম তদ শত শত ফুট লম্ব পালে অন্য ঈদের সহিত সংযুক্ত । ইহাদের জল কোন কোন স্থলে প্রায় ২০ ফুট অবধি গভীর । কিন্তু ভূমধ্যসলিল এই সকল চদ সরোবরের বুকে কথন ও ধরণীর স্নিগ্ধ আলোবাতাসের ক্ষীণ স্পর্শ টুকুও লাগে না ; এই জলে কোন প্রকারের প্রাণী বা মৎস্ত্যাদি খেলিয়া বেড়ায় না, বা কুমুদ পদ্ম ইত্যাদি কোনও পুষ্প ফোটে না । এই লবণপুরীর বায়ু অত্যস্ত শুষ্ক, কাজে কাজেই এথানে জৈব বা উদ্ভিজ্জপদার্থ কোনোরূপ বিকারপ্রাপ্ত ভয় না। অশ্ব প্রভৃতি পশুর মৃতদেহ এখানে কোথাও ফেলিয়া দিয়া কয়েক বৎসর পরেও দেখা গিয়াছে তাহ বেশ অবিরুত অবস্থায় আছে। ভিলিংস্ক ব্যতীত আরও বহু লবণের গনি আছে। ঈশ স্-এ একটি প্রকাণ্ড খনির অংশবিশেষ আছে । মাঝে মাঝে খনির গহবরগুলিতে পরিষ্কার বিশুদ্ধ জল ভরিয়া দেওয়া হয়। কিছু কাল অপেক্ষা করিবার পর এই লবণাক্ত জল পাম্প সাহায্যে উপরে তুলিয়৷ সবিতাপে শুষ্ক করিয়া লবণ উদ্ধার করা হয় । পূৰ্ব্ব-টাইরোলের এক লবণের খনির অভ্যন্তরপ্রদেশে প্রকাণ্ড একটি হ্রদের সষ্টি হইয়াছে । ইহার জল পূর্ণ প্রবাসী—ভাদ্র, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড লবণাক্ত এবং তাহা উপরে তুলিয়া লবণ প্রস্তুত করা হইয়া থাকে । আমেরিকার যুক্তরাজ্য এবং ইংলণ্ডেব চেশায়ার অঞ্চলে কয়েকটি বৃহৎ লবণের খনি আছে। ফ্রান্স প্রভৃতি দেশে সমুদ্রতীরবর্তী স্থানে কৃত্রিম অগভীর উপহুদের সৃষ্টি করিয়া তাহাতে রবিতাপে সমুদ্রের নোনা জল শুষ্ক করিয়া লবণ প্রস্তুত হইয়া থাকে । ইহাকে সৌর-লবণ (solar salt ) কহে । পূৰ্ব্বেই বলা হইয়াছে যে, যদি সমূদ্রের গভীরতা গড়ে তিন মাইল ধরিয়া লওয়া যায় তবে তাহ শুষ্ক হইয়া গেলে প্রায় ১০০ গজ গভীর লবণস্তরের স্তষ্টি হইবে । কিন্তু স্থানে স্থানে প্রায় এক মাইল পৰ্য্যন্ত গভীর স্তর বিশিষ্ট লবণগনি দেখিতে পায় যায়---কিরূপ বিরাট গভীর সাগর স্তষ্টতে তাহদের সষ্টি তত৷ একটি সমস্যার বিষয় । পুৰ্ব্বোক্ত গণনা মতে হিসাব করিয়া দেখা গিয়াছে যে, ভিলিৎসক ও ষ্ট্রাসফুর্ট-এর লবণখনিগুলি নুন্যাধিক ১৫১০ মাইল গভীর সাগর শুষ্ক হইয়া সৃষ্টি হইয়াছে । কিন্তু পণ্ডিতগণ বলেন যে, এরূপ সিদ্ধাস্ত ভুল । স্বৰ্দর অতীতে যে উপায়ে এই সব গভীর গনির সৃষ্টি হইয়াছে আজিও পৃথিবীর নানা স্থানে প্রতিনিয়ত তাহ সংঘটিত হইতেছে । কাম্পিয়ান হ্রদের পূৰ্ব্বতীরে কারা বাঘার নামে একটি উপহ্রদ আছে—উহার পরিধি প্রায় ২,০০০ বর্গ মাইল । ৩ হইতে ৫ ফুট গভীর ও ১৫০ গজ দীর্ঘ একটি সরু খালে এই উপহ্রদ কাম্পিয়ান হ্রদের সহিত সংযুক্ত। এই পথে কাম্পিয়ান হদের লবণাক্ত জল সৰ্ব্বদা উপতৃদে আসিয়া রবিতাপে শুষ্ক হইতেছে ও লবণ নীচে তলাইয়া জমা হইতেছে । এই হ্রদের জলে প্রায় এক ভাগ মাত্র লবণ—তবুও পণ্ডিতগণ গণনাদ্বারা সিদ্ধাস্ত করিয়াছেন যে, প্রতি বৎসর প্রায় ১২ কোটি ৮০ লক্ষ টন লবণ এই ত্বদের তলদেশে জমা হইতেছে । পণ্ডিতগণের বিশ্বাস ষ্ট্রাসফুট প্রভৃতি অঞ্চলের গভীর খনিগুলির সৃষ্টিও উপরোক্তরূপে হইয়াছে । ভূতত্ত্ববিৎ পণ্ডিতগণ পরীক্ষা করিয়া দেখিয়াছেন যে, এক এক বৎসরে যে লবণস্তর জমা হইয়াছে , তাহার একট।