পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—ভদ্র, ১৩৩৭ [ ৩০শ ভাগ; ১ম খণ্ড 49e উচ্চ তাপসহনশীল পাত্রে লবণ তাপ প্রভাবে গলিত করিয়া বিদ্যুৎ প্রবাহ চালনা করিলে উহ উপরোক্ত মৌলিক পদার্থ দুইটিতে বিশ্লিষ্ট হয় । অন্তপক্ষে ক্লোরিণ গ্যাসপুর্ণ কাচপাত্রে সোডিয়াম ধাতু নিক্ষেপ করিলে তৎক্ষণাং উহ! প্রজ্জ্বলিত হইয়া শুভ্র লবণে পরিণত হয়। সোডিয়াম অতি অদ্ভুত ধাতু। ইহা রৌপ্যের ন্যায় শুভ্র এবং মাখন, সাবান প্রভৃতির ন্যায় কোমল ; এই জন্য ছুরি দিয়া ইহাকে অনায়াসে খণ্ড খণ্ড করিয়া কাটিতে পারা যায়। ইহা অত্যন্ত বিকার প্রবণ বা ক্রিয়াশীল ধাতু । যুক্তস্থানে রাখিয়া দিলে উহা বায়ুব অম্লজানের ংস্পর্শে জলিয়৷ উঠে । এইজন্য ইহা পেট্রোলিয়াম তৈলে নিমজ্জিত • করিয়া রাখা হয় । জলে নিক্ষেপ করিলে ইহ। এদিক ওদিক ভাসিয়া ঘুরিতে থাকে এবং উদজান উখিত হইয়া মুঙ্গর্ভেই জলিয় উঠে ৪ অনেক সময় বিস্ফোরণ পর্য্যন্ত হয় এবং সোডিয়াম্ সোডাতে পরিণত হয় । অধুনাগলিত সোডার ভিতর দিয়া বিদ্যুৎপ্রবাহ চালনা করিয়া সোডিয়াম ধাতু বহুলপরিমাণে উৎপন্ন হয়। ইহা সোডামাইড, সোডিয়াম পেরক্সাইড, সোডিয়াম স্যায়েনাইড প্রভৃতি আবখ্যক দ্রব্যাদি প্রস্তুতের জন্য ও অন্যান্য বহুবিধ শিল্প ও রসকৰ্ম্মে ব্যবহৃত হয় অত্যধিক ক্রিয়াশীলতার দরুণ সোডিয়াম ধাতু কিরূপ বিপজ্জনক নিম্নোক্ত ঘটনা হইতে তাহ অতুমিত হইবে। ১৯১১ সালের ১১ই ডিসেম্বর তারিখে টিপোর্ট নামক বন্দর হইতে একটি সমুদ্রগামী জাহাজ অন্যান্য প্রব্যের সহিত দুই টন. ওজনের সোডিয়াম পূর্ণ বিশটি বাক্স লইয়৷ দেশাস্তরে যাইবার কালে ঝড় আরম্ভ হয় । ঝড়ের তাড়নায় সমুদ্রবক্ষ স্ফীত হইয়া পৰ্ব্বতপ্রমাণ ঢেউ জাহাজের বুকের উপর দিয়া সবেগে ধাবিত হইতে লাগিল। অচিরেই সোডিয়ামের বাক্সের ভিতর জল প্রবেশ করাতে উহা প্রজ্জলিত হইয়া উঠিল ও মুহুমুহুঁ বিস্ফোরণ আরম্ভ হইল । জাহাজের কাপ্তেন ইহার রহস্য কিছুই জানিতেন না। র্তাহার আদেশমত খালাসীরা হোজ পাইপ লইয়া প্রবল জল ধারা নিক্ষেপ করিয়া অগ্নি নিৰ্ব্বাপিত করিতে আরম্ভ করিল। ফলে, অধিকতর জলের সংস্পর্শে যেন ঘৃতাহুতি পাইয়। অগ্নিশিখ। ও বিস্ফোরণ উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল । কাপ্তেন তখন অনন্যোপায় হইয়। বাক্সগুলিকে সমুদ্রবক্ষে নিক্ষেপ করিতে আদেশ দিলেন । সমুদ্রে পড়িবামাত্র বাক্সগুলি তীব্রতরভাবে জলিতে ও বিদারিত হইতে লাগিল ও অগ্নির বিরাট লেলিহান শিখা ষ্টীমারের পশ্চাৎ ধাবিত হইল। উপরন্তু কতকগুলি বাক্স বিদারণের বেগে লাফাইয়া পুনরায় ষ্টীমারের উপর পড়িল এবং গলিত সোডিয়াম ইতস্তত:বিক্ষিপ্ত হওয়ায় জাহাজের নানা স্থানে, এমন কি ইঞ্জিন কক্ষেও, আগুন ধরিয়া গেল । আরও ভাগ্যের বিষয় সেই ষ্টীমারে প্রচুর পরিমাণে চৰ্ব্বিও বোঝাই ছিল । অগ্নির উত্তাপে তাহ গলিয়া চতুদিক পিচ্ছল হওয়াতে খালাসীদের পদস্থলন হইয় অনেকেই নূ্যনাধিক পরিমাণে দগ্ধ হইতে লাগিল । অবশেষে অবস্থা সঙ্গীন দেখিয়া সকলেই জীবন-তরণীতে অবতরণ করিয়া প্রাণরক্ষা করিল, কিন্তু ষ্টীমারখানা অচিরেই দগ্ধ হইয়। সলিলসমাধি লাভ করিল। ক্লোরিন গ্যাসও অত্যন্ত ক্রিয়াশীল পদার্থ । ইহা জলে অত্যস্ত দ্রবণীয়। ক্লোরিন মিশ্রিত জলের উপর স্বৰ্য্যালোক পতিত হইলে উহা হইতে অম্লজান গ্যাস উখিত হয় এবং জলের উদজান ভাগের সহিত রাসায়নিক সংযোগের ফলে ক্লোরিন হাইড্রোক্লোরিক এসিডে পরিণত হয় । ক্লোরিনের আরও একটি অদ্ভুত ধৰ্ম্ম আছে। যে-কোন প্রকারের আদ্র রঙীন বস্ত্রখণ্ড, পুষ্প কিংবা অপর কোনও দ্রব্য ক্লোরিন বাম্পের সংস্পর্শে বিবর্ণ হয় বা শ্বেতবর্ণ ধারণ করে । এই নিমিত্ত ধোলাইকার্য্যে ইহা অত্যন্ত ব্যবহৃত হয় । বস্তুত: ক্লোরিনের এই ধৰ্ম্মের উপর একটি বিরাট শিল্প গড়িয়া উঠিয়াছে এবং তাহাতে লক্ষ লক্ষ টাকা ও হাজার হাজার লোক নিয়োজিত হইয়াছে। কাগজের মণ্ড, বস্ত্রাদি প্রভৃতি বহুবিধ দ্রব্য ধৌত ও শ্বেত করিবার জন্য উহা ব্যবহৃত হয়। কলিচুনের দ্বারা ক্লোরিন বাপ শোষণ করিয়া অতি উংকৃষ্ট ও স্থলভ বিরঞ্চন চূর্ণ প্রস্তুত