পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] তদস্থ করিয়া যদি ম্যাজিষ্ট্রেটের এইরূপ ধারণাই হয় তাহ হইলে আমাদের কিছু বলিবার নাই । কারণ, ঘটনা সংবাদপত্রেই প্রকাশিত হইতেছে। তাহ দ্বারা ম্যাজিষ্ট্রেটের এই অভিমত কিছুতেই সমর্থিত হয় না। আমরা যতই ঘটনা পৰ্য্যালোচনা করিতেছি ততই আমাদের মনে এই ধারণা বদ্ধমূল হইতেছে যে হিন্দুকে সৰ্ব্বস্বাস্ত করিয়া বিতাড়িত করাই এই অত্যাচারের প্রকৃত উদেষ্ঠ । যদি হিন্দু মাত্রই মহাজন ও মুসলমান মাত্রই থাতক হয়, তাহ হইলে ম্যাজিষ্ট্রেটের অভিমত আংশিক ভাবে সতী হইলেও হইতে পারে। ঐ রিপোর্টের এক স্থানে লিখিত হইয়াছে গত জুলাই মাসের প্রথমভাগে কিশোরগঞ্জের প্রজাসাধারণের মধ্যে অর্থনৈতিক চাঞ্চল্য উপস্থিত হয় এবং কিশোরগঞ্জের ও হোসেনপুরে রায়তদের সভায় মহাজনগণের মদ গ্রহণ কার্য্যের নিন্দ করা হয় । এই কথাও সম্পূর্ণ সত্য নহে । এই অত্যাচারিত স্থানে ৰহু মুসলমানের সভায় প্রকাষ্ঠভাবে হিন্দু মহাজনের কবল হইতে মুসলমানকে রক্ষণ পাইতে হইবে পুনঃ পুনঃ এই কপী বলা হইয়াছে । পাঁচ বৎসর পুৰ্ব্বে কোন হিন্দু কোন মুসলমানের উপর ব্যক্তিগতভাবে কি অত্যাচার করিয়াছিল তাহ সংগ্ৰহ করির সেই উত্তেজক তালিকা সভায় পাঠ করা হইয়াছিল । ইউনিয়ন বোর্ড, লোকেল বোর্ড, ডিষ্ট্রিক্ট বোর্ডের ইলেকশাণে হিন্দু বিদ্বেষের মাত্রা চরম সীমায় উপস্থিত হয় । গবর্ণBBBB BBSBBB BBBB BBBBB BBBB BBB BBB BBB BB সংখ্যক মৌলবী আসিয়া নিরখার চাষীদের নিকট প্রচার করিয়াছিল যে সরকার তাহীদের পক্ষে রহিয়াছে, সুতরাং মহাজনদের নিকট হইতে দেশবিদেশের কথা—বাংলা & ৭২৩ যদি দলিলপত্রাদি বলপূৰ্ব্বকও তাহার ছিনাইয় নেয়, তাই। হইলে সরকার তাহাদিগকে কিছু বলিবে না। দুই বৎসর পূৰ্ব্বে' কিশোরগঞ্জে ইয়ং কমরেড লিগ নামক এক সভা প্রতিষ্ঠিত হইয়াছিল এবং কিশোরগঞ্জ অঞ্চলে তাহার প্রচারকার্য্যও চলিয়াছিল । ইহাদের প্রচারের ফলে হিন্দু মুসলমান নিৰ্ব্বিশেষে জনসাধারণের মনে ধনী ও শ্রমিকের পার্থক্য বিশেষভাবে অনুভূত হইয়াছিল। হিন্দুস্থান ফেনাটিকেল পাটি নামে বলশেভিক নীতিবাদের এক দল আছে। ভারতের বহিভূত স্থানে ইহার বলশেভিক নীতিবাদে দীক্ষিত হয় বন্ধিয়া প্রকাশ । এই সম্প্রদায়ের অধিকাংশই মুসলমান । আমরা শুনিয়াছি নোয়াখালী, কোটচাঁদপুর এবং ঢাকা অঞ্চলের অনেক মৌলবী নাকি এই সম্প্রদায়ভুক্ত। ইহারাও যে কিশোরগঞ্জ অঞ্চলে তাহীদের মতবাদ প্রচার করিয়াছে, পুলিশও সম্ভবতঃ তাহার ংবাদ রাপিয়া থাকে। কিন্তু ইহাদের মতবাদ হিন্দুমুসলমান নিৰ্ব্বিশেষে ধনসম্প্রদায়ের প্রতি পযুক্ত ছিল । যখন কিশোরগঞ্জ এই মতবাদে পরিপ্লাবিত হইতেছিল, তখন সাম্প্রদায়িক ভাবদ্রষ্ট মৌলবী ও মুসলমান শিক্ষিত বাক্তিগণ অভাবগ্রস্ত গ্রাম্য কুমকগণের নিকট উপস্থিত হইয়। কেবল হিন্দুর বিরুদ্ধেই এই প্রচার কাগা চালাইয়াছিলেন বলিয়। শোনা যায় । এই আপাতঃমধুর বাক্যে নিরক্ষর মুসলমানগণের মধ্যে বলশেভিক প্রচার ব্যর্থ হইয়া গিয়ছিল এবং ইহার ফলেই সাম্প্রদায়িক বিদ্বেষের দানবীয় মূৰ্ত্তি প্রকটিত হইয়াছে। * * ব্যঙ্গচিত্র ডাক্তার—আপনার অসুখ হল কুড়েমি রোগী—জু জানি ডাক্তার, কিন্তু ওর কি ডাক্তারী নাম নেই কোনো ? আমার স্ত্রীকে যে বলতে হবে গিয়ে ! —Bulletin, Sydney. —কিন্তু ডাঃ স্বট, আপনি নিজে নিজের চিকিৎসা না করে ডাঃ ববসকে ডেকে আনেন কেন ? — কি করব, আমার কি এত টাকা আছে ? অামার ফি হল গিয়ে বত্রিশ টাক, আর ববসের মোটে আট টাকা । Aussie, Sydney.