পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩৬ লোকে বলিদ্বীপের ধৰ্ম্ম মানে, এই কথ। শুনে লোকেদের ভারী আশ্চৰ্য্য লীগ,ল । বেশ ভব্য চেহারার শ্যামবর্ণ লোক একজন এসে পরিচয় দিলে, সে বেসাঙ্কিকমন্দিরের একজন Pantangkoe ‘পামাঙ্ক’ ব! নিম্নশ্রেণীর পুরোহিত । আমরা মন্দির দেখতে আ৭ছি শুনে সে ব’ল্লে আমাদের সঙ্গে ক’রে নিয়ে যাবে, তবে মন্দিরের অন্ততম প্রধান পুরোহিত একজন পদ গুর বাড়ী থেকে মন্দিরের চাবী নিয়ে আসতে হবে । মন্দির চলতি পথে বা দিকে একটী রাস্তার ভিতরে খানিকট। গিয়ে পদ গু-মহাশয়ের বাড়ী, পামাঙ্গটি আমাদের সেপানে নিয়ে গেল ; সঙ্গে চ'ল্ল এই কৌতুহলী মেয়ে পুরুষের দল । পদ গু মহাশয় ছিলেন না । তার বা ষ্টীর মেয়ের বেরিয়ে এল', তার। পামাঙ্গুর হাতে চাবির গোছা.দিয়ে দিলে । এই পামাঞ্চর জাতে শব্দ হয় । প্লেউএস-এর কাছে শুনলে সে আমি ভারতবর্মের রাহ্মণ-বেদ অপায়ন ক’রেছি এমন পদ গু, অনেক মন্ত্র জানি -এর বিস্ময় আর সঙ্গমের সঙ্গে ধুতি-পর। আমাদের চেহারার প্রতি নেত্রপাত ক’রতে লাগল । সকলে জানে না ; মারা জানে, তার অfর সকলকে বুঝিয়ে দিতে দিতে চ'ল্‌ল। পামাঙ্কটির সঙ্গে আমার ভাঙা ভাঙা মালাইয়ে আমি ও যথা সম্ভব আলাপ জুড়ে দিলুম। এই রূপে মিনিট পাচেকের মধ্যেই পথে ছোটে। ছোটে। দু' চারটে মন্দির পেরিয়ে শেষে বড়ো মন্দিবের দ্বারদেশে উপনীত হ’লুম। বাকে কামের বা’র করে ছবি নিতে লাগলেন । মন্দিরের কাছেই বাইরে ছোটো ছোটে৷ অনেক গুলি সি ড়ি ব’য়ে একট চাতাল, তারপরে তখন বাড়ীতে আবার মালাষ্ট তোরণ দুরির কতকগুলি মন্দির আছে । প্রথম তোরণ পার হ'য়ে আবার সিড়ি ব’য়ে তার উপরে চাতাল । দ্বিতীয় চাতালটি পাহাড়ের মাথায় । এটী বেশ চটfন, প্রশস্ত জায়গা নিয়ে-চার দিকে পাথরের দেয়ালে ঘের, ভিতরে পাথর ইট আর কাঠের অনেকগুলি মন্দির আর প্রকোষ্ঠ আর অন্য ইমারত । যে মন্দিরের মধ্যে দেবতার বিগ্রহ রেখে পূজা হয় তাকে "মেরু' বলে—নেপালী মন্দিরের মতন থাকে থাকে মেরুর ছাত ওঠে । মন্দির প্রবাসী—ভাদ্র, ১৩৩৭ MAMMAMMAJAAA SAAAAA AAAA AAAMMAMSMAMMA AA MMAMMAMM MMAMMASAMAMMAMAMMMMAAA AAAA AAAAMMAMAMMAAA AAAA AAASS [ ৩০শ ভাগ, ১ম খণ্ড চতুরের ভিতরে কতকগুলি মেরু আছে, আর কতকগুলি অন্য ঘর আর আটচাল আছে । দেবতাদের ভোগ সাজিয়ে রাখবার জন্য খুব খোদাই কাজ করা পাথরের তিনটি উচু বড়ে। বড়ে বেদি—সিড়ি লাগিয়ে উঠে তবে বেদাক্কিক্ -মন্দিরে উঠিবার সিড়ি ( শ্ৰীযুক্ত বাকে-কর্তৃক গৃহীত ) ভোগ আর নৈবেদ্য তুলে রাখতে পারা যায় । বেদি তিনটা একটী ব্রহ্মার, একটা বিষ্ণুর, আর একটী শিবের । বেদি গুলির আকার কতকট নেন সিংহাসনের মতে । বেপার্কিকৃ-এর মন্দির একট। পীঠ-স্থানের মতন জায়গ। শুনেছিলুম ; ভেবেছিলুম, কত না ভীড় দেখবো, আমাদের দেশের তীর্থস্থানে যেমন তীর্থ-যাত্রী পুরোহিত দোকানী পসারী দেখা যায়, নানা রকম স্থানীয় হাতের কাজ পাওয়া যায়, এখানে সেই রকমটা কিছু দেখা যাবে । কিন্ধ সে সব কিছুই নেই, সব খালি । কেবল আমাদের সঙ্গে যে কতকগুলি লোক এসেছিল, তাদেরই ভীড় ; আর মন্দিরের ভিতর দু চীর জন ব’সেছিল । এদেশের রীতি তখন বুঝলুম-বিশেয পৰ্ব্ব দিন ভিন্ন মন্দির এককরম পরিত্যক্তই হ’য়ে থাকে, দৈনন্দিন পূজা অৰ্চন ও হয় না ।