পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8이 ব’ললেন, যখন এদের মধ্যে মিছিমিছি এই গোলযোগের স্ষ্টি হ’য়েছে তখন পদ গু-ঠাকুরের সঙ্গে দেখা ন ক’রে আমাদের ফেরাটা উচিত হবে না। আমরা যাচ্ছি, পামাঙ্কটা আমাদের সঙ্গে রয়েছে, পিছনে লোকেরা রয়েছে,-- এমন সময়ে পামাঞ্চ দ্য হাত জোড় ক’রে একটু কাতর ভাবে আমায় বলিদ্বীপীয় ভাষায় তার মালাইয়ে কি ব’ল্তে লাগল। ভাবটা এই, সে সত্যি সত্যি যেন "আমাদের ঠাকুর দেখানেীতে কারে। কোন অনিষ্ট ন হয়। পদণ্ডের বাড়ীতে গিয়ে তার সঙ্গে দেপা হ’ল, তিনি বেসাঙ্কিকু-এর পথের দৃষ্ঠ ( যুক্ত বাকে-কর্তৃক গৃহীত । তখন ফিরেছেন । দ গু অলপ হ’ল । আমার সঙ্গে কথাবাক্টায় আমার শাস্বজ্ঞানের গভীরত। আর মন্ত্র আর স্থোত্রে আমার অসাধারণ দপল সম্বন্ধে সহজেই তার স্থা ধারণ হয়ে গেল ! তিনি ‘ভারতবর্ষের ব্রাঙ্গণ', এই টুকু বুঝেই প্রথমটায় অভিভূত হ’য়ে পড়লেন। সমাগত জনতাকে তিনি বুঝিয়ে দিলেন, আমি একজন খাট লোক-ংেল নই। তাতে এদের মনে আর খট্কা বা বিরূপ ভাব কিছু রইল না। তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা যবদ্বীপীয় জঙ্গল বিভাগের কৰ্ম্মচারীটার আপিসে এলুম, সেখানে প্রবাসী— ভদ্রে, ১৩৩৭ { ും് ভাগ, ১ম 현& তাকে বিদায়-সম্ভাষণ ক’রে বেলা আড়াইটের দিকে আমরা ফিরতী পথ ধ’রলুম। আবার সেই দীর্ঘ পথ—সেই চড়াই-উতরাই, আর দু এক জায়গায় উতরাইয়ের কঠিনতা। অবশেষে পাহাড়ে পথ ঘুরে নেতুন একট। গায়ের পাশদিয়ে মুনচাঙ-এ পৌছানে৷ গেল। সারাদিন প্রায় কিছুই খাওয়া হয় নি। মুনচাঙে এক ধবদ্বীপীয় মণিহারের দোকানে বিয়ার পাওয়া গেল, ডচ বন্ধুর। সানন্দে তাই পান করলেন । বলিদ্বীপে দেখেছি, সোডা লেমনেডের মতন বিষ্কারের চলন খুব হয়েছে । বিয়ার অবশ্য ঠিক মদ নয়, নেসার জন্য লোকে থায় না । আমাদের পথপ্রদর্শক ছোকরাট ফেরবার সময়ে সারা পথ অত্যন্ত গষ্ঠীর ভাবে এসেছিল । তাকে দ্য গিল চার বক্শিশ দেওয়া গেল । সাড়ে চারটেয় মোটরে ক’রে মুনচাঙ থেকে আমাদের কারাঙ-আসেম যাত্ৰ হ’ল । পড়ন্ত রোদরে চমৎকার দৃপ্ত। বিকালে স্নান সেরে মেয়ের চলেছে, এদের সদ্যঃস্বানের শুচিতাকে মাথার চুলে পর। ফুলে চমৎকার শ্রমণ্ডিত ক’রে দিয়েছে। পথে Bebandau বেবান্দাম্ ব'লে একটা গ্রামের মধ্য দিয়ে যাবার সময়ে দেখি, মন্দিরে* পর্বোৎসব লেগে গিয়েছে । মিষ্টি গামেলান বা দ্যের ধ্বনিতে আপ্লষ্ট হ’য়ে মোটর থামিয়ে তামের নামলম । মন্দিবটা একট টিলার উপরে । উজ্জলবেশে নরনারী আর ছেলেমেয়েদের ভীড় । গায়ের পুর’ বা মন্দিয় ; শুনলুম ভদেবীর বিশেষ অৰ্চ্চন উপলক্ষ্যে এই উৎসব । মন্দিরটাকে সাফ-ব্লথর ক’রে চমৎকারভাবে সংস্কার করা হ’য়েছে । মন্দির-তোরণের দুপাশে বাইরে দুটা খুব উচু বঁাশ পোত হয়েছে , লাশ দুটার মাথা কাটা হয়নি, স্বাভাবিক সরুই রাখা হ’য়েছে, মাথা বেঁকে সরু কঞ্চিতে পরিণত হ’য়েছে, তা থেকে খুব লম্ব নোতুন-কাট হাতীর-দণতের মত সাদা কচি তালপাতার নানা রকম কাজ করা একট লস্ব ঝালর উড়ছে, নানা রকমের ঝুরি দিয়ে এই তালপাতার ঝালর অলঙ্কত। আমাদের দেশে উৎসব নিকেতনের দু পাশে যেমন ফলস্ত কলাগাছ দেয়,এখানে দেখছি পূর বংশদণ্ড পুতে অলস্কৃত ক’রে দেওয়া হয় ; ভিতরে নৈবেদ্য সাজানো হ’চ্ছে ; পদণ্ড-ঘরের