পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aS)o AMAeAMAMeSAMJSMAMA AYAS SSAS SSAS জন সাইমনের ইচ্ছা এবং নিৰ্ব্বন্ধ থাকিলেও মিঃ ম্যাকডোনাল্ড র্তাহাকে গোল টেবিল বৈঠকে লইলেন না, এবং স্যার জন্ম ত্যাগী ও সংযমী হইয়া বৈঠকে যাইবার অভিলাষ ত্যাগ করিলেন,—ইহার মধ্যে যোগসাজস অভিনয় থাকিতে পারে । সিন্ধুদেশের দুদিন সিন্ধুনদের বন্যায় সিন্ধুদেশের অনেক গ্রাম জলমগ্ন হইয়াছে, অনেক গ্রাম ভাসিয়া গিয়াছে এবং কোন কোন শহর জলমগ্ন হইয়াছে। অনেক অধিবাসী মূল্যবান অস্থাবর সম্পত্তি গৃহে ফেলিয়া রাপিয় অন্যত্র আশ্রয় লইয়াছে। বহুসংখ্যক ডাকাত ইতাকে সুযোগ মনে করিয়া 'নৌকাযোগে গ্রামে ও নগরে গিয়া পলাতক লোকদের সম্পত্তি অপহরণ : করিয়াছে । মাতুসের হিংস্ৰত ও দুৰ্ব্বত্তত কত রকমেরই হয় । ইহার উপর আবার সঙ্কর শহরে হিন্দু-মুসলমানের বিবাদে অনেক লোক হত ও আহত হইয়াছে। পুলিস ও সৈনিকের পাহারা চলিতেছে। ঢাকার দুরবস্তার কারণ যাহা, সঙ্করেরও সম্ভবতঃ তাহাই । প্রভেদ এই, যে, ঢাকায় পুলিসের রক্ষকবেশে কার্য্যক্ষেত্রে অবতীর্ণ হইতে ঘত বিলম্ব হইয়াছিল, সঙ্করে তাহ হয় নাই । এই সব সাম্প্রদায়িক দাঙ্গাকে ভারতবসের স্বরাজ্যলাভের অযোগ্যতার প্রমাণ বলিয়া উপস্থিত করা হয় । কিন্তু ক্ৰমবৰ্দ্ধমান এই উপদ্রবগুলো কি ব্রিটিশ-শাসনের উৎকর্মের পরিচায়ক ? সঙ্করের ন্যায় আগ্র। অযোধ্য। প্রদেশের বালিয়াতে এবং পঞ্জাবের কোথাও কোথাও হিন্দু-মুসলমানের দাঙ্গা হইয়াছে, দেশের জন্য স্বরাজলাভের নিমিত্ত একদিকে ভারতহিতৈষী লোকের হিন্দু-মুসলমানের সমবেত চেষ্ট৷ বাড়াইতেছেন, অন্যদিকে দুৰ্ব্বত্ত ও দুলদ্ধি লোকেরা তাহাদের মধ্যে বিবাদ বাধাইতেছে। পাটিয়ালার মহারাজার সম্বন্ধে তদন্ত ভারতীয় দেশী রাজ্যসকলের অধিবাসীদের কনফারেন্সের প্রবাসী—ভাদ্র, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড SAAA AAAA AAAA AAAA AAAAMAMS MAMMAAA S পক্ষ হইতে পাটিয়ালার মহারাজার নামে নান গুরুতর অভিযোগ সম্বন্ধে তদন্ত করিবার নিমিত্ত এক কমিটি নিযুক্ত হয়। ঐ কমিটি অন্তসন্ধান করিয়া একটি রিপোর্ট প্রকাশ করেন । তাহাতে মহারাজার বিরুদ্ধে অভিযোগের সমর্থক অনেক সাক্ষ্য ও অন্য প্রমাণ মুদ্রিত আছে । তাহার পর দেশী প্রায় সব খবরের কাগজ ঐ রিপোটে লিপিত , সমুদয় অভিযোগেন সত্যাসতত৷ নিৰ্দ্ধারণের জন্য গবন্মের্ণটকে একটি কমিশন নিযুক্ত করিতে অন্তরোধ করে । রাজ্যশাসক মহারাজাদের নামে গুরুতর অভিযোগ হইলে মণ্টেগু-চেমসফোড় রিপোটে ঐ রূপ কমিশন নিয়োগের ব্যবস্থা আছে। গভন্মের্ণট কমিশন নিয়োগ করেন নাই । কিছু কাল গত হইলে পর পাটিয়ালার মহারাজ। ভারতসরকারকে জানান, যে, পঞ্চাবে দেশী রাজ্যসকলের পলিটিক্যাল এজেণ্টকে তদন্তের ভার দিলে তিনি তাহাতে সম্মত আছেন । গবন্মেণটও ঐ ব্যক্তিকে তদস্তের ভার দেন। অভিযুক্ত ব্যক্তির মনোনীত ব্যক্তিকে তদন্তের ভার দেওয়ায় দেশী রাজ্যসকলের অধিবাসীদের কনফারেন্সের পক্ষ হইতে ইহা অসন্তোষকর ব্যবস্থা বলা হয়, এবং প্রায় সমস্ত দেশী কাগজেও সেইরূপ মত প্রকাশ করা হয় । সস্তোষজনক তদস্থ করিতে হইলে আর ও কোন কোন ব্যবস্থ করা উচিত ছিল । যেমন, পাটিয়ালার প্রজারা সাক্ষ্য দিলে সাক্ষ্যের জন্য তাহাদিগকে কোন নির্যাতন সহ্য করিতে হক্টবে না, এইরূপ অভয় দিতে বলা হইয়াছিল, কিন্তু সেরূপ অভয় দেওয়া হয় নাই । পলিটিক্যাল এজেণ্ট ফিজপ্যাটিক সাহেব ভদন্ত শেষ করিয়। রিপোর্ট দিয়াছেন, এবং ভারত-গবন্মেটি তাহা গ্রহণ করিয়া, মহারাজ সম্পূর্ণ নির্দোষ বলিয়াছেন। তাহা বলিয়াই সস্তুষ্ট হন নাই । বলিয়াছেন, তাহার বিরুদ্ধে অভিযোগ কতকগুলি লোকের ও সভার চক্রাস্তের ফল । যে-প্রকারে ও যে-ব্যক্তির দ্বারা তদন্ত হইয়াছে, তাহাতে কোন নিরপেক্ষ লোক গবন্মেণ্টের এই সিদ্ধান্ত ঠিক বলিয়া গ্রহণ করিতে পরিবে না। দেশী রাজ্যসকলের প্রজাদের কনফারেন্স চক্রাস্ত করিয়াছিলেন