পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—ভারতে পণ্যদ্রব্য উৎপাদন QL ව් পারায় তাহার কলিকাত মিউনিসিপ্যালিটির অলডার- গুণ্ডামি কোন এক পক্ষ করিয়াছে বা উভয় পক্ষ ম্যানের পদ বাতিল হইয়া গিয়াছে। কিন্তু ঐ পদে তিনি করিয়াছে, কিংবা কোন পক্ষ কম, কোন পক্ষ বেশী পুননিযুক্ত হইতে পারেন। বঙ্গের কংগ্রেসদলের নেতৃত্বের করিয়াছে, তাহার আলোচনা করিবার চেষ্ট অনাবশ্বক। জন্য তাহার সহিত শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বিত আছে । আবার মেয়র হইবার আকাঙ্ক্ষা ও ভাষবাবুর আছে । আগে অলডারম্যান না হইলে মেয়র হওয়া যায় না । সেইজন্য যে অলডারম্যান পদটি খালি হইয়াছে তাহাতে উভয় নেতার দলের লোকেরাই নিজ নিজ নেতাকে নির্বাচিত দেখিতে চান । এই নিৰ্ব্বাচন উপলক্ষ্যে কলিকাত মিউনিসিপ্যালিটির ইমারতে অতিশয় শোচনীয় ও লজ্জাকর গুণ্ডামি হইয়াছে। এই প্রকার দলাদলিতে সমুদয় বাঙালী জাতির গালে চুনকাল পড়িতেছে। দেশের প্রভূত অনিষ্ট হইয়াছে ৪ হইতেছে । বৃক্ষরোপণের শোভাযাত্র গ্রন্থাগারের নিকটস্থ • শ্ৰীদ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক গৃহীত ফটোগ্রাফ ہی۔- ۔ ، : s এই ব্যাপারে একমাত্র কিঞ্চিং পরিমাণে সন্তোষ গুণ্ডামি যে বা যাহার করুক, উহা বাঙালীর কলঙ্ক | ৯ বিলাতে বেকার বিলাতে বেকার লোকের সংথ্য। ২০,১১,০০০ হইয়াছে । ইহ। কতকট। পুথিবীব্যাপী বাণিজ্যিক অবসাদজাত, এবং কতকট। ভারতবধে বিলাতী জিনিষ বর্জনের ফল। এক থানা ইঙ্গ-ভারতীয় কাগজ এই বলিয়া সাস্তুনালাভ করিয়াছে, যে, আমেরিকাতে বেকার লোকের সংখ্যা এখন ৬০ লক্ষ এবং জামেনীতে ৩০ লক্ষ । শোভাযাত্র গ্রন্থাগারের সম্মুখে - শ্ৰীদ্বারকানাথ বন্দোপাধ্যায় কর্তৃক গৃহীত ফটোগ্রাফ কর সংবাদ এই যে, শ্ৰীযুক্ত যতীন্দ্রমোহন সেনগুপ্ত জেলে ভারতে পণ্যদ্রব্য উৎপাদন তাহার স্বীর প্রমুখাৎ গুণ্ডামির সংবাদ শুনিয়া অত্যন্ত । বিলাতে বেকার লোকের সংখ্যা বাড়িলেই, তাহা দুঃখ প্রকাশ করিয়াছেন, এবং বলিয়াছেন, যে, তিনি আমরা সন্তোষের বিষয় মনে করিতে পারি না । অলডারম্যান নির্বাচিত হইতে চান না। ইহা তাহার পরের দুঃখে মুখী হওয়া উচিত নয়। যাহার। আমাদের উপযুক্ত কাজ হইয়াছে। প্রতি অন্যায় ব্যবহার করিয়াছে, তাহদের দুঃখও সুস্তোযের