পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] SAMSMAAA SAAAASAASAASAASAAAS A SAS SSAS SSAS SSASAS SS - - --------------- পরে বে-আইনী হইয়াছে —যেমন পিকেটিং, সরকারী কৰ্ম্মচারীদিগকে কৰ্ম্মত্যাগ করিতে বলা, ইত্যাদি । কৌতুকাবহ ব্যাপার এই, ধে, দুবৃত্ততার জন্য যাহারা দণ্ডিত হইয়াছিল, তাহার অকালে খালাস পাইতেছে, এবং জেলে তাহদের কক্ষগুলাতে, দুনীতিপরায়ণ নহেন বরং বস্তুতঃ অতি উচ্চ চরিত্রের লোক, এরূপ অনেকে আবদ্ধ হইতেছেন। এরূপ অনেক লোকের নাম সকলেরই মনে পড়িবে, উল্লেখ নিম্প্রয়োজন । যাহা হউক, যীশুখ্ৰীষ্টকে যখন চোরদের সঙ্গে কুশবিদ্ধ করা হইয়াছিল, এবং মুক্তির পাত্র কে হইবে, জিজ্ঞাস করায় জনতা যখন চোরেরই নাম করিয়াছিল, তখন বৰ্ত্তমান সময়ের কয়েদী খালাস বিস্ময়কর বা অভূতপূৰ্ব্ব নহে । আমাদের কেবল এই আশঙ্ক হয়, যে, অনেক চোর বদমায়েসকে খালাস দে ওয়ায় দেশে অপরাধের সংখ্য। বাড়িবে, এবং তাহার দোম সত্যাগ্রহীদের স্বন্ধে গারোপিত হইবে –যেমন বোপাইয়ের গবর্ণরের দ্বার। হইয়াছে এবং যেমন কিশোরগঞ্জের হত্যাকাণ্ড, গুহদাহ ৪ লুট ভারত-গবন্মেণ্টের এক সাপ্তাহিক বিবরণীতে নিরুপদ্রব আইন অমান্য প্রচেষ্টার ঘাড়ে চাপান হইয়াছে । বোম্বাইয়ের গবর্ণর বোম্বাই কৌন্সিলে বলিয়াছিলেন, :যু, গুজরাটের পেড় জেলার ঢাকাইতী গুল। কংগ্রেস প্রচেষ্টার ফল । কিশোরগঞ্জের উপদ্রব কিশোরগঞ্জের উপদ্রব সম্বন্ধে ময়মনসিংহের ম্যাজি;ষ্টট বলেন, যে, ঢাকা জেলা হইতে আগত কতকগুলা মৌলবীর প্ররোচনায় উহ। ঘটিয়াছে । বঙ্গের গবর্ণর বলেন, উহ। আর্থিক কারণে ঘটিয়াছে। দেনদীর রায়তরা মহাজনদের ঘরবাড়ী লুট ও দাহ করিয়াছে এবং কোথাও কোথাও তাঁহাদের প্রাণবধ করিয়াছে । আমাদের মতে দেনা-পাওনার ব্যাপারটা একটা ছল মাত্র। অনেক গ্রামের সমুদয় হিন্দু দোকান এবং কেবল মাত্র হিন্দু দোকানই লুট হইয়াছে পালেরঘাটের একটি হিন্দু বিবিধ প্রসঙ্গ-কিশোরগঞ্জের উপদ্রব দোকানে ২৫ ԳՆ(: বস্ত ধান ছিল। যখন মুসলমান লুণ্ঠকরা জানিতে পারিল উহা মুসলমানের, তখন তাহারা উহা স্পর্শ করিল না, কিন্তু দোকানের আর সব জিনিষ লুট করিল। কিছুদিন আগে পর্য্যন্ত কিশোরগঞ্জ মহকুমার ষাটের অধিক গ্রাম লুষ্ঠিত হইয়াছিল, কিন্তু তখন পয্যন্ত এরূপ খবর পাওয়া যায় নাই, যে, কোন মুসলমানের এক পয়সার জিনিষও লুট হইয়াছে। হিন্দুদের যে-সব বাড়ী লুট হইয়াছে, তাহীদের মালিকরা সবাই কুসীদজীবী মহাজন নছে । মহাজনী কাজ কেবল যে হিন্দুরাই করে তাহী নহে, অনেক মুসলমান ও করে ; অথচ তাহদের বাড়ী লুট হয় নাই। দেনদারর। সবাই মুসলমান নহে, ঋণগ্রস্ত হিন্দুও অনেক আছে। কিন্তু ঋণগ্রস্ত হিন্দুর হিন্দু বা মুসলমান মহাজনদের বাড়ী লুট বা দাহ করে নাই, বা তাঙ্গদের প্রাণবধ করে নাই । o * এই সব কারণে মনে হয়, কিশোরগঞ্জের উপদ্রব সাম্প্রদায়িক প্ররোচনার ফল আশ্চয্যের বিষয় এই, ধে, টিকটিকি পুলিস কোন অলিগলির মধ্যে আঁধার কোণে বোম। আদি লুক্কায়িত আছে তাহ আবিষ্কার করিতে পারে, কোথায় গোপনে চিঠিপত্র দ্বার বা মৌখিক রাজনৈতিক যড়যন্থ হইতেছে তাহ ধরিতে পারে ; কিন্তু ঢাকা জেলায় ও ময়মনসিংহ জেলায় মৌলবীর। লোকদিগকে উত্তেজিত করিয়া যে এরূপ ভীষণ উপদ্রব সটাইল তাহার পর্বত্নে কিছুই জানিতে পারিল না । তথবা ভারতে আশ্চৰ্য্য কিছুই নহে । যাত। হউক, বঙ্গের লাট ও ময়মনসিংহের ম্যাজিষ্ট্রেট প্রভৃতি বঙ্গীয় সরকারী কর্তৃপক্ষ কিশোরগঞ্জের উপদ্রবের যে-ষে কারণই অতমান বা সাব্যস্ত করুন, তাহার সত্যাগ্ৰহ প্রচেষ্টাকে ইহার জন্য দায়ী করেন নাই । কিন্তু ইংরেজীতে একটা কথা আছে, ক্রীড়কদের চেয়ে দর্শকরা বেশী দেখে । সেইজন্য বঙ্গের সরকারী ও বেসরকারী লোকেরা যাহা দেখিতে পায় নাই, সিমলাশৈলে অধিষ্ঠিত ভারত-সরকারের সত্যগ্রহ সম্বন্ধে সাপ্তাহিক মন্তব্যের লেখকের অন্তশ্চক্ষুর তাহা গোচর হইয়াছে। র্তাহীর মতে কিশোরগঞ্জের লুণ্ঠক ও ঘাতকের সত্যা গ্রহের