পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°として এই মোকদ্দমার সময় আদালতে শ্ৰীযুক্ত বল্লভভাই পটেল এই বলিয়া ম্যাজিষ্ট্রেটকে শীঘ্র শীঘ্ৰ মোকদ্দম। শেষ করিতে বলেন, যে, তাহাদিগকে যে তাজতে রাখ। হইয়াছে তাহ জুগন্ধ ও নোংরা গোরুর খোয়াড়ের মত এবং মহিলাদিগকে ৭ তাহাতেই আবদ্ধ রাখা হইয়াছে । তাfভযুক্ত ব্যক্তিদের মত সম্বাস্ত লোকদিগের কথা দরে থাক কোন শ্রেণীর কোন অবস্থার কোন আসামীকেই এমন ঘরে রাখা উচিত নহে । ঘোরতর অপরাপী আসামী ও মাতুম । তাহার সহিত মাহুমের মতই আচরণ কর কর্তৃব্য । অপরাপীদিগকে যে শাস্থি দেওয়া হয়, তাহার উদশু হওয়া উচিত তাহীদের চারিত্রিক সংশোপন, কিন্তু তাহার কোন প্রকারে অত্যাচরিত, উৎপীড়িত, নিগৃহীত বা লাঞ্জিত হইলে তাহদের কোন উন্নভি তইতে পারেন। । , অপিকন্তু যাহারা অত্যাচার, উৎপীড়ন নিগ্ৰহ ৪ লাঞ্ছনা করে, তাহীদের ৪ অবনতি হয় । আমর এসব কথা লিপিতেছি এই জন্য. যে, সরকারী লোকের। বলিতে পারেন, হাজতগুলা পণ্ডিত মদনমোহন মালবীয়, সর্দার বল্লভভাই পটেল গ্র ভূতির মত ব্যক্তিদের জন্য নিৰ্ম্মিত হয় নাই । তাহারই উত্তরে আমরা সংক্ষেপে দেখাইয়াছি, যে, কোন রকম আসামীর জন্যই ওরকম পর নিৰ্ম্মাণ করিয়া অত্য স্থ অপরিস্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় রাখা উচিত ময় । একই ঘরে অভিযুক্ত পুরুম ৪ দ্বীলোকদিগকে রাগ। বৰ্ব্বরোচিত ব্যবস্থ। । সাপ্রল-জয়াকর মধ্যস্থত। শ্ৰীযুক্ত তেজ বাহাদুর সাপ্র ও মুকুন্দরাম জয়কর প্রথমে গান্ধীজী ও পরে পণ্ডিত মতিলাল নেহরু ও জবাহরলাল নেহরুর সহিত কথা কহিয়া এবং তদনন্তর মহাত্মাজীর নিকট নেহরু পিতাপুত্রের বক্তব্য পৌছাইয়। দিয়া বড়লাটকে এই অনুরোধ করেন, যে, এই তিনজন নেতাকে একত্রে পরামর্শ করিবার সুযোগ দেওয়া হউক । লর্ড অক্লিইন তাঙ্গতে মত দিয়াছেন । বড়লাটের বিবেচন। অল্পমোদনীয়। সাপ্ল ও জয়কর প্রবাসী—ভাদে, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড - - ---- AA MAAA AAAA AAAA AAAAMMS AA AAS মৃদি তিনজন কারারুদ্ধ নেতার সহিত কারাগারের বাহিরের প্রধান একজন নেতার সাক্ষাৎকারের অল্পমতি চাঙ্গিতেন ও পাইতেন, তাঙ্গ হইলে ভাল হইত। এখন সর্দার বল্লভভাই পটেল কারারুদ্ধ হইয়াছেন । তাহাকে অপর তিনজন নেতার সহিত সাক্ষাৎ করিতে দিলে তাহারা সম্মিলিত ভাবে স্বাঙ্গ বলিবেন তাহণর মল্য বাড়িবে | ভারত-গবন্মে স্ট বলিতে শুধু বড়লাটকে বুঝায় না । র্তা তাকে ও তাঙ্গার শাসনপরিষদের সভ্যদিগকে লইয়া ভারত-গবন্মেণট । এই সভ্যের। সকলেই সত্যা গ্রহীদের সতিত রফ করিতে চাহিতেছেন, বোপ হয় না । সমুদয় প্রাদেশিক গবন্মের্ণটকে ও রসার পক্ষপাতী বলিয় মনে হয় ন। তাহ হইলে বোঙ্গাইয়ে টলক তপণের মিছিলের সংস্রবে নেতাদের শাস্টি এবং অন্য কয়েক শত লোকের উপর বেদম লাঠি প্রয়োগ তন্তত ন । বঙ্গের মিউনিসিপালিটী সমূহের আর্থিক অবস্ত| সরকারী লোকাল অডিট (স্থানীয় হিসাব পরীক্ষ। ) বিভাগের ১৯২৮-২৯ সালের রিপোর্ট হইতে জানা যায়, মে, বঙ্গের অনেক মিউসিপালিটীর আর্থিক অবস্থা ভাল নয় । সংক্ষেপে তাহার কয়েকটি প্রপান কারণ উল্লিপিত চষ্টয়ছে, মথা – আগামী বংসরে কিরূপ ব্যয় হইবে তংসঙ্গন্ধে অবিবেচনাপ্রকত বজেট ধার্য্য কর, ট্যাক্স আদায় সঙ্গন্ধে যথোচিত তত্ত্বাবধানের অভাব, যাহার মথাসময়ে ট্যা দেয় মাষ্ট তাহাদিগকে উঠা দিতে বাপ করিবার নিমিত্ত আইনাতুমোদিত উপায় অবলম্বন ন কর, মিউনিসিপালিটী শহরবাসীদের যে-য়ে প্রকার সেবা করেন তাহার সবগুলির জন্ত ধথেষ্ট ব| কিছুমাত্র ট্যাক্স না লওয়), এবং অয়ের অতিরিক্ত ব্যয় করা । দুএকটি মিউসিপালিটীতে তহবিল তছরূপ ও প্রতারণ ও হইয়াছে। প্রত্যেক মিউনিসিপালিটার এই সব বিষয়ে দৃষ্টি রাপ কৰ্ত্তব্য ।