পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓዓ8 همسر هم، همه هم مینیمم প্রবাসী- ভাদ্র; ১৩৩৭ . ৩eশ ভাগ, ১ম খণ্ড তাহা হইলে ইংরেজ জাতির গৌরববৰ্দ্ধক এই সত্যাগ্ৰহসংগ্রামকে পিষিয়া ফেলিবার জন্য প্রায় সব ইংরেজ প্রতিজ্ঞাবদ্ধ কেন হইয়াছে ? গুপ্তনামা লেখকের মুখে গান্ধী ও রবীন্দ্রনাথের দোহাই ভূতের মুখে রাম নামের মত। রায় বাহাদুর চুণীলাল বস্তু গত ১৭ই শ্রাবণ, শনিবার, রায় বাহাদুর চুণীলাল বস্থর মৃত্যুতে বাংলা দেশ একজন কৃতী সস্তান হারাইল । জীবদ্দশায় বস্থ মহাশয় এদেশের স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধীয় প্রায় সকল প্রতিষ্ঠানের সহিতই সংশ্লিষ্ট ছিলেন। এতদ্ব্যতীত বাঙালীর খাদ্য সম্বন্ধে গবেষণা তাহার একটি বিশেষ উল্লেখযোগ্য কীৰ্ত্তি । ইংরেজী ১৮৬১ সনে বস্থ মহাশয়ের জন্ম হয়, এবং ১৮৮৬ সনে মেডিক্যাল কলেজ হইতে পাঠ সমাপন করিয়া তিনি গবর্ণন্মেণ্টের চাকুরী গ্রহণ করেন। কিছুদিন অ্যাসিষ্টাণ্ট-সার্জনরূপে কাজ করিবার পর তিনি বাংলা গবর্ণষ্মেণ্টের রাসায়নিক পরীক্ষক পদে নিযুক্ত হন এবং কৰ্ম্ম হইতে অবসর গ্রহণ করা পৰ্য্যন্ত এই কার্য্যেই নিযুক্ত থাকেন। ১৮৯৪ সনে বস্থ মহাশয় প্রথম ভারতীয় চিকিৎসা কংগ্রেসের চিকিৎসা ও আইন বিভাগের সহকারী সভাপতি হন ও বিষ সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করেন। উহার ফলে “বিষ আইন” ( Poison Act ) পাশ হয়। ১৯২১ সনে তিনি কলিকাতার শেরিফ নিযুক্ত হন। বস্ব মহাশয় তিন বৎসর ধরিয়া "ক্যালকাটা মেডিক্যাল জানেল’ সম্পাদন করেন । তিনি বঙ্গীয় সাহিত্যপরিষদেরও অন্যতম সহকারী সভাপতি ছিলেন। রাসায়নিক ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের সহিতও তাহার যোগ ছিল। তিনি বেঙ্গল কেমিক্যাল ও ফাৰ্ম্মাসিউটিকেল ওয়ার্কস্ এর বোর্ড অফ ডিরেক্টরের সভাপতি ছিলেন এবং কলিকাতা কেমিক্যাল ওয়ার্কস ও কলিকাতা সোপ ওয়ার্কসের ডিরেক্টর ছিলেন। চিকিৎসা বিষয়ক গবেষণায় বস্থ মহাশয় কুষ্ঠরোগের কারণ নির্ণয়ে স্তর লিওনার্ড রোজাসকে অনেক সাহায্য করেন। র্তাহার সমস্ত বৈজ্ঞানিক গবেষণাই পুস্তকাকারে প্রকাশিত হইয়াছে। স্ত্রীযুক্ত গিরিবাল রায় সত্যগ্রহের জন্তু কারাদণ্ডে দণ্ডিত আশ্বিন ও কাৰ্ত্তিকের প্রবাসী আশ্বিন ও কান্তিকের প্রবাসী পূজার পূৰ্ব্বেই বাহির করিতে হইবে বলিয়া ভান্দ্রের প্রবাসীর বিবিধ প্রসঙ্গ আদ্য ২৫শে শ্রাবণ শেষ করিলাম । * ভ্রম-সংশেYপ্রল গত শ্রাবণ সংখ্যা প্রবাসীর ৬১৭ পৃষ্ঠার ২ পাটির—১৯ পংক্তিতে “স্কুলের ছাত্রদের বেশী স্বাধীনতা থাকা উচিত" স্থলে "স্কুলের ছাত্রদের চেয়ে কলেজের ছাত্রদের বেশী স্বাধীনত থাকা উচিত” হইবে । ১২-২, জাপার সাকুলার রোড, কলিকাতা প্রবাসী প্রেস হইতে ঐসজনীকান্ত দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত