পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯২ • খুবড়ি বললে—‘ও কাত্তিক-দ, তোমার বাবা তোমায় কি বলেছিলেন বল না ? আমি বললুম।–“কি আবার বলবেন, বলছিলেন খবরদার কাত্তিক, তুবড়ি খুবড়িকে বে করি নি, তোর টুকটুকে বউ এনে দেব।' তুবড়ি বললে—‘লোটি রায়ের মতন গাইয়ে, ফাখত। খার মতন নাচিয়ে। আচ্ছা কাত্তিক-দ, তুমি আমাদের ক্লাসের থাকোমণিকে বে করলেই ত পার, ঠিক যেমনটি চাও। ব’লব তাকে ? কাত্তিক তেড়ে উঠে বললে—“দেখ তুবড়ি আমায় রাগিও না বলচি !’ তুবড়ি তিন হাত পেছিয়ে বললে—‘বাস্ রে ! তরুণের খুন আগুন হয়েচে । . এই রকম সারাদিন তুবড়ি আর খুবড়ির আক্রমণ চলল। বিকেলে কাত্তিক অতিষ্ঠ হয়ে বললে—‘চাটুয্যে মশায়, এর চেয়ে বাবার গালাগাল ভাল, বাড়ি চলুন।’ যাবার সময় তুবড়ি বললে—‘কাত্তিক-দ, রাগ করলে ?’ কাত্তিক ভীষণ অবজ্ঞার ভঙ্গী ক’রে মুখ বাকালে । তুবড়ি একটু জিব বার ক’রে ভেংচালে । ণ ঘোষের মনে অনুতাপ হয়েছিল। আমায় বললে —‘চাটুযে, কাত্তিককে জিজ্ঞেস কর ও কি চায়, দেড়শ টাকা অবধি খরচ করতে রাজী আছি । বাইসিকেল, সোনার হাতঘড়ি, এক সেট বই—যা ওর পছন্দ ।” প্রবাসী—আশ্বিন, ১৩৩৭ , - 'o \ t Ko%ു് 然 \ \ اما با 效砂 [ ७०* ७ॉ", »ञ थ७ কাত্তিককে জিজ্ঞাসা করলুম। একটু ভেবে বললে— ‘দেড়শ টাকায় মিটবে না চাটুয্যে মশায়।’ ‘বেশ ত, তোর কি জিনিষ পছন্দ বল না।’ ‘জিনিষ চাই না, মানুষ চাই।’ ‘কাকে চাস রে ? ‘তুবড়ি । কিন্তু বল্লরা বাড় যে, লোটি রায়, ফাখত খ, এরা সব গেল কোথা ? কাত্তিক আমায় বুঝিয়ে দিলে যে তুবড়িই একমাত্র নারী। জিজ্ঞাসা করলুম—কি দেখে ভুললি রে কাত্তিক ?" ‘সেই যে, চ’লে আসবার সময় ভেংচেছিল, দেখেন নি ? চরণ ঘোষ বিচক্ষণ লোক, আপত্তি করলে না । অভ্রান মাসেই কাত্তিকের বিয়ে হয়ে গেল। শুভকৰ্ম্ম চুকে গেলে রাত দশটার সময় খুবড়ি আমাকে আড়ালে ডেকে বললে – ‘চাটুষ্যে মশায়, হি হি হি ? “কি হয়েচে রে ? {{ ‘এই—দিদি—হি হি হি ? ‘অারে গেল যা, হেসেই অস্থির ! দিদির কি হয়েচে ? এই—দিদি শুভদৃষ্টির সময় আবার জামাইবাবুকে— ष्ट्रि श्।ि श् ि!' "কি করেচে ?

  • ভেংচেচে ।”

A "So o NW \\\\\\ \\ - |്7:ി; -

ழ் o 然 汤松 忍忍